নয়াদিল্লি : উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice Presidential Election) অংশ না নেওয়ার সিদ্ধান্তে ফের মার্গারেট আলভা নিশানায় তৃণমূল। "তৃণমূল কংগ্রেস বিরোধী ব্লকের গুরুত্বপূর্ণ সদস্য। উপরাষ্ট্রপতি পদের মত গুরুত্বপূর্ণ নির্বাচনে নিরপেক্ষ থাকলে সেটা বিরোধীদের পক্ষে সহায়ক হবে না। এই সিদ্ধান্ত শাসকদলকেই সাহায্য করবে। এখনও সিদ্ধান্ত পুনর্বিবেচনার সময় আছে। তৃণমূল সাংসদদের তাঁদের বিবেকবুদ্ধি অনুসারে ভোট দিতে অনুমতি দেওয়া হোক।" আবেদন উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী মার্গারেট আলভার (Margarate Alva)।


উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত তৃণমূল


এবারের উপ রাষ্ট্রপতি নির্বাচনে একদিকে রয়েছেন NDA’র প্রার্থী সদ্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। অন্যদিকে রয়েছেন কংগ্রেস সহ ১৭টি বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভা। যিনি নরসিমহা রাওয়ের মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সতীর্থ ছিলেন। শেষ অবধি বিরোধীদের সঙ্গে না গিয়ে কৌশলী অবস্থান নিয়েছে তৃণমূল। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "ধনকড় যেভাবে রাজ্যপাল থাকা অবস্থায় ভূমিকা নিয়েছেন তাঁকে সমর্থন করার প্রশ্নই ওঠে না। মার্গারেট আলভার সঙ্গে মমতার সম্পর্ক অত্যন্ত ভাল। কিন্তু ব্যক্তিগত কেমিস্ট্রিই একমাত্র বিষয় নয়।''


রাজনৈতিক তরজা


মার্গারেট আলভার এদিনের আবেদনের ভিত্তিতে তৃণমূল নেতা তাপস রায় বলেন, 'দীর্ঘদিন রাজনীতিতে যুক্ত থাকার সুবাদে জানাতে পারি ভোটে দাঁড়ানো কারোর ভোটপ্রার্থনা করার মধ্যে ভুল কিছু নেই। তবে আমরা কী সিদ্ধান্ত নিয়েছি তা ইতিমধ্যেই সকলে জানেন। যদি ভবিষ্যতে দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন সিদ্ধান্ত বদলানো প্রয়োজন, তাহলে সেই পথে দল এগোবে, নাহলে যে সিদ্ধান্ত উনি নিয়েছেন তাঁর সঙ্গেই বাকিরা থাকবে।' এদিকে, গোটা বিষয় প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'এটা তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের বিষয়। আমরা চাই তৃণমূল আমাদের প্রার্থী জগদীপ ধনকড়কে সমর্থন করুক। কারণ বাংলার রাজ্যপাল ছিলেন উনি। আর যদি তাতে ইচ্ছা না থাকে তাহলে মার্গারেট আলভার পাশে দাঁড়ান। আমরা তো এমনিতেই জিতবই।'






কেন ভোটদানে বিরত তৃণমূল: উপ রাষ্ট্রপতি ভোটে বিরোধী ঐক্য ছত্রখান। কংগ্রেস সহ ১৭টি বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন করবে না জানিয়েছে তৃণমূল। ২১ জুলাই শহিদ দিবসের পর সাংবাদিক সম্মেলন করে যা জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার তৃণমূলের সিদ্ধান্তে বিরোধী ঐক্যে বড়সড় ফাটল ধরল। বিরোধীদের প্রার্থী বাছাইয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করে দেন নিজেদের ক্ষোভ। তৃণমূলের বিরোধী ঐক্য তৈরির প্রয়াসকে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও তাঁদের মতামত সেভাবে ভাবনায় আনা হয়নি বলেই অভিযোগ করেন অভিষেক। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, 'ঘাসফুল শিবির ভোটদানে বিরত থাকায় এনডিএ পদপ্রার্থী জগদীপ ধনকড়ের কোনও সুবিধা হবে না, অন্তত অঙ্কের বিচার তাই বলছে।'



আরও পড়ুন- 'হরিদাস ভাইপো চাকরিপ্রার্থীদের ডেকে পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে', আক্রমণ সৌমিত্র খাঁয়ের