খান্ডওয়া: পরীক্ষায় বাড়তি নম্বর বড় বালাই। তার জন্য শৌচালয় পরিষ্কার করতে হলেও পিছিয়ে আসার কোনও কারণ দেখছে না ছাত্ররা!

এমনই একটি ঘটনা প্রকাশ্যে এল বুধবার। এবং তোলপাড় পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেল, মধ্য প্রদেশের খান্ডওয়ায় একটি সরকারি স্কুলের শৌচালয় সাফ করছে দুই ছাত্র। কোনও কোনও মহল থেকে দাবি করা হল, শৌচালয় পরিষ্কার করার পুরস্কার স্বরূপ ওই দুই ছাত্রকে বাড়তি নম্বর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

স্থানীয় সূত্রে খবর, সোমবার ওই দুই ছাত্রের মধ্যে একজনের পরিবারের এক সদস্যই সিহাডা গ্রামের কাছে স্কুলে ভিডিওটি শ্যুট করেন। পরীক্ষায় পাঁচ নম্বর বেশি দেওয়ার অঙ্গীকার করে স্কুলের প্রিন্সিপাল তাদের শৌচালয় সাফ করতে বলেছে বলে এক ছাত্র ওই ব্যক্তিকে জানিয়েছিল বলেও খবর।

ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। জেলার শিক্ষা আধিকারিক জেএস রঘুবংশী জানিয়েছেন, তদন্তের জন্য তাঁর দফতরের এক কর্তাকে ওই গ্রামে পাঠানো হয়েছে।

ডিস্ট্রিক্ট কালেক্টর তনভী সৌন্দ্রিয়াল আবার জানিয়েছেন, এরকম কিছু হয়ে থাকলে অন্যায় কিছু নয়! সাংবাদিকদের তিনি বলেছেন, ‘যদি নির্দিষ্ট কোনও সম্প্রদায়ের পড়ুয়াদের এই কাজ দেওয়া হত, তাহলে সেটা অন্যায় ছিল। তবে সকল ছাত্র এই কাজ করলে কোনও অন্যায় নেই।’