ফরিদাবাদ: হরিয়ানার নিকিতা তোমার হত্যা মামলায় হত্যাকারী তৌসিফের মৃত্যুদণ্ড চেয়ে বসা মহাপঞ্চায়েতে তুমুল গন্ডগোল হল। রাজপথ অবরোধ করে যথেচ্ছ ভাঙা হল দোকানপাট। পুলিশ আটকাতে গেলে তাদের ওপর ইট পাটকেল ছুঁড়ল ক্রুদ্ধ জনতা।
নিকিতা তোমার খুনে এখনও ক্রোধে ফুটছে হরিয়ানা। অভিযুক্ত তৌসিফের ফাঁসির দাবিতে ফরিদাবাদের বল্লভগড়ে বসে ওই মহাপঞ্চায়েত। সেখানেই ট্রাক ভর্তি পাথর নিয়ে পৌঁছে যান একদল বিক্ষোভকারী। রাস্তায় বসে শুরু হয়ে যায় অবরোধ, লাঠিপেটা করে ভাঙা হয় দোকানপাট। পুলিশ লাঠিচার্জ করা শুরু করলে তাদের ওপর জনতা ইটপাটকেল ছুঁড়তে শুরু করে। স্লোগান ওঠে, তৌসিফকে গুলি করে মারতে হবে।
মহাপঞ্চায়েতে ঠিক হয়েছে, আগামী রবিবার ফের বসবে বৈঠক, সেখানে ঠিক হবে, কীভাবে লড়া হবে এই মামলা।
২১ বছরের কলেজ ছাত্রী নিকিতা তৌসিফকে বিয়ে করতে রাজি ছিলেন না। তৌসিফ তাঁকে বিয়ে এবং ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিচ্ছিল বলে অভিযোগ। কিন্তু নিকিতা রাজি না হওয়ায় সোমবার বিকেলে প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপর সে তাঁকে গুলি করে খুন করে। তৌসিফ ও তার সঙ্গী রেহানকে গ্রেফতার করেছে পুলিশ।