কর্পোরেট অফিসে কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারের নানা উদাহরণ মাঝেমধ্যেই ট্রেন্ডিং হয়। এবার ভাইরাল হল একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট। এক কর্পোরেট কর্মচারী সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী যখন সন্তানের জন্ম দেওয়ার জন্য ওটি-তে তখন তাঁর ম্যানেজার তাঁকে বললেন, ছুটি নয়, ওয়ার্ক ফ্রম হসপিটাল করো।
সেদিন ওই কর্মচারীর স্ত্রী লেবর পেনে কাতর। কিছুক্ষণ পরেই সন্তানের জন্ম দেবেন তিনি। প্রথমবার মা হতে চলেছেন তিনি। তখনই ওই কর্মচারীর ম্যানেজার তাঁকে জানান, এখন ছুটি নেওয়া যাবে না, দরকারে হাসপাতাল থেকে কাজ করতে হবে। এরপর তিনি রেডইটের 'ইন্ডিয়ানওয়ার্কপ্লেস' কমিউনিটিতে স্ক্রিনশটগুলি পোস্ট করেন। লেখেন, "আমার স্ত্রীর গর্ভাবস্থায় আমার কোম্পানি আমাকে ছুটি দিতে চাইছে না। " তিনি নাকি নিরুপায় হয়েই রেডইটে এই অভিজ্ঞতার কথা জানালেন।
ওই কর্মচারী জানান, প্রথম সন্তানের জন্ম দেওয়ার জন্য স্ত্রী হাসপাতালে ভর্তি ছিলেন। সে কথা তিনি আগেই জানিয়েছিলেন অফিসের টিম ম্যানেজারকে । সেই সঙ্গে মাত্র দুই দিনের ছুটি চান তিনি। সেসব শুনে কোনও সহানুভূতি তো দেখানইনি ম্যানেজার, বলেন, নানা ছুটি পিছোতে হবে, না হলে তোমার মা-বাবাকে বলো পরিস্থিতিটা সামলে দিতে পারবেন কিনা !
এই নিয়ে একচোট কথা কাটাকাটি হয়ে যায় ম্যানেজারের সঙ্গে ।তারপর তিনি কার্যত অসহায় বোধ করছিলেন। তিনি লেখেন, যে সময়ে আমার স্ত্রী এবং নবজাতকের দিকে মনোযোগ দেওয়া উচিত ছিল, তখন আমি কেন হাসপাতালের ঘরে ল্যাপটপ নিয়ে বসতে পারি না, তা ম্যানেজারকে বোঝাতে হচ্ছিল। ওই কর্মচারী বলেন, এখন তাঁর কাঁধে সংসারের বড় দায়িত্ব। তাই তিনি চাকরি ছাড়তে পারবেন না। তিনি লেখেন, এখন তিনি সন্তানের বাবা। দায়িত্বও বাড়ছে। এখন তিনি ভয়ে ভয়ে আছেন, যদি আমি তর্ক করলে বস চাস চাকরিচ্যুত করেন!
কর্পোরেট কর্মচারীর এই পোস্ট এখন ভাইরাল। এই খবরটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়া টু ডে-তে। বিরাট কথা চালাচালির পর শেষমেশ ম্যানেজার তাঁকে ও এইচআরকে মেল করতে বলেন। এই পোস্টটি তে বেশির ভাগ মানুষই ম্যানেজারের প্রতি রাগ উগড়ে দিয়েছে। কেউ কেউ অবশ্য এমনটাও লিখেছে - সব ম্যানেজার এমন নন। এই লোকটা হয়ত সাইকো। একটি ছোট ইমেল লিখুন, দরকারে ChatGPT-র সাহায্য নিন, এবং যাকে CC-তে রাখতে বলা হয়ছে তাকে CC করুন এবং পাঠান। এরপর,আর কারও সঙ্গে যোগাযোগ করবেন না। অনুমতিও নেবেন না, জাস্ট জানিয়ে দিন।