শোনা যাচ্ছে, ভিডিওটি পুরনো, ২০১৬ সালে এলিফ্যান্টনিউজ নামে এক ইউটিউব চ্যানেল এটি শেয়ার করে। গতকাল টুইটারে এটি শেয়ার করা হয়। তারপরেই তা ভাইরাল হয়ে গিয়েছে। ‘ডুবন্ত’ ব্যক্তিকে বাঁচাতে যখন এগিয়ে এল ছোট্ট হাতি- দেখুন ভাইরাল ভিডিও
ABP Ananda, Web Desk | 17 Sep 2019 01:00 PM (IST)
টুইটারে এক ব্যক্তি শেয়ার করেছেন এই ভিডিওটি।
কলকাতা: মানুষ অসহায় জীবজন্তুকে বাঁচায়, এটা নতুন কিছু নয়। তেমন ঢের ভিডিও দেখেছি আমরা। কিন্তু এবার ইন্টারনেটে ভাইরাল হয়েছে এক হাতির ছানার ভিডিও। জলের মধ্যে এক ব্যক্তিকে দেখে ছানার মনে হয়, তিনি বোধহয় ডুবে যাচ্ছেন। তক্ষুনি জলে নেমে শুঁড়ে করে তাঁকে ডাঙায় পৌঁছে দেয় সে। টুইটারে এক ব্যক্তি শেয়ার করেছেন এই ভিডিওটি। লিখেছেন, আমরা সৌভাগ্যবান, এদের সঙ্গে এই পৃথিবী ভাগ করে নিয়েছি। এদের কপাল খারাপ, এরা থাকতে বাধ্য হচ্ছে আমাদের সঙ্গে।