গুয়াহাটি: বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর পড়তেই উদযাপনে মাতলেন স্বামী। প্রথমেই মাথায় দুধ ঢেলে স্নান করলেন তিনি। এক মগ বা এক বালতি নয়, চার বালতি দুধে স্নান করলেন। অসম থেকে এই ঘটনা সামনে এসেছে। মাথায় দুধ ঢেলে স্নান করার ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ব্যক্তির দাবি, দীর্ঘ অপেক্ষার পর ‘স্বাধীনতা’ অর্জন করেছেন। তাই দুধস্নানের মাধ্যমে উদযাপনের সিদ্ধান্ত। (Viral Video)
অসমের মুকালমুয়ার নলবাড়ি থেকে এই ঘটনা সামনে এসেছে। ভাইরাল ভিডিও-য় যাঁকে দুধস্নান করতে দেখা গিয়েছে, তাঁর নাম মানিক আলি। সম্প্রতি স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে তাঁর। বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর পড়তেই উদযাপনের সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো আগে থেকেই বাড়ির বাইরে চারটি বালতিতে মোট ৪০ লিটার দুধ ভরা ছিল। একটি একটি করে চার বালতি দুধে স্নান করে তবেই বাড়িতে ঢোকেন তিনি। (Assam Man Baths in Milk)
ভিডিও-টি কে বা কারা ক্যামেরাবন্দি করলেন, তা জানা যায়নি। তবে মাথায় দুধ ঢালতে ঢালতে ওই ব্যক্তি বলতে থাকে, “আজ মুক্তি পেলাম আমি।” সোশ্য়াল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। কিন্তু বিবাহবিচ্ছেদের পর দুধস্নান কেন? মানিক বলেন, “বারংবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। সংসারের শান্তির কথা ভেবে এতদিন চুপ করে ছিলাম। উকিল জানালেন, বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাই মাথায় দুধ ঢেলে স্নান করছি।”
বিয়ের পর থেকে স্ত্রী একাধিক বার পালিয়ে গিয়েছেন বলে দাবি মানিকের। তাঁর দাবিতে সায় জানিয়েছেন পাড়া-প্রতিবেশীরাও। তাঁদের অভিযোগ, কমপক্ষে দু’বার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান মানিকের প্রাক্তন স্ত্রী। শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। এতদিন মামলা চলছিল। অবশেষে বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর পড়েছে। পরিবার সূত্রে খবর, প্রেমিকের সঙ্গে দু'বার পালানোর পরও স্ত্রীকে ক্ষমা করে দিয়েছিলেন মানিক। কিন্তু তৃতীয় বার ফের পালানোয়, আর সহ্য করতে পারেননি।
মানিকের এক কন্যাসন্তানও আছে বলে জানা গিয়েছে। মেয়ের কথা ভেবেই তিনি এতদিন চুপ ছিলেন এবং বিয়ে বাঁচানোর চেষ্টা চালিয়ে যান বলে পরিবার সূত্রে খবর। কিন্তু তার পরও তাঁদের মধ্যে কোনও বোঝাপড়া তৈরি হয়নি। এতেই শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত। তবে বিচ্ছেদের পর শুধু স্ত্রীই চলে যাননি, মানিকের মেয়েও মায়ের সঙ্গেই চলে গিয়েছে বলে খবর।