হায়দরাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে অধিনায়ক বিরাট কোহলির স্মরণীয় ইনিংসে ভর করে জয় পেল ভারত। তাঁর ম্যাচ জেতানো ৯৪ রানের ইনিংসে ভর করে ভারত সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ী হল মেন ইন ব্লু ব্রিগেড। আট বল বাকি থাকতেই ২০৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
ইনিংসের শুরুতে সাবলীল ছিলেল না ভারতের রান মেশিন।তাঁর প্রতিক্রিয়াতেই এ নিয়ে বিরক্তি ধরা পড়ে। কিন্তু ইনিংস যত এগোয় ততই স্বমূর্তি ধারণ করেন তিনি। কার্যত অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তিনি। ১৬ তম ওভার কেসরিক উইলিয়ামসের বলে ২৩ রান নেন কোহলি। ওই ওভারে একটা ওভার বাউন্ডারি হাঁকানোর পর তিনি উইলিয়ামসের পরিচিত নোটবুক সেলিব্রশন নকল করে বিদ্রুপ করেন।

কোহলির এই সেলিব্রেশন শুধু দর্শকদেরই নিয়ে উইলিয়ামসের মুখে হাসি এনে দেয়। ক্যারিবিয়ান বোলারকে অসহায়ভাবে হাসতে দেখা যায়।
আসলে ২০১৭-তে নিজেদের দেশে কোহলিকে আউট করার পর নোটবুক সেলিব্রেশনের মাধ্যমে কোহলিকে বিদ্রুপ করেছিলেন উইলিয়ামস। এতগুলো দিন কেটে যাওয়ার পরও কোহলি কিন্তু তা ভোলেননি। সংহারমূর্তি ধারণ করে সেই বিদ্রুপ হায়দরাবাদে সুদে আসলে ফিরিয়ে দিয়েছেন কোহলি।
কোহলির এই সেলিব্রেশন দেখার পর নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি অমিতাভ বচ্চন। ট্যুইট করে বলিউডের মেটাস্টার কোহলিকে না খোঁচাতে তাঁর প্রতিপক্ষদের পরামর্শ দিয়েছেন। জনপ্রিয় অমর আকবর অ্যান্টনি সিনেমার অ্যান্টনি চরিত্রের সংলাপের ধাঁচে তাঁর ট্যুইট-‘আরে ভাই কতবার বলেছি, বিরাটকে বিরক্ত করো না, বিরক্ত করো না, বিরক্ত করো না। কিন্তু তোমরা কথাই শোনো না। এ বার একেবারে মুখের মতো জবাব দিল তো । দেখো দেখো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের চেহারা দেখো। কী মারটাই না মেরেছে, কী মারটাই মেরেছে।’



অমিতাভের এই ট্যুইট নজর এড়ায়নি কোহলির। তিনি এর জবাবে অমিতাভকে ধন্যবাদ জানিয়েছেন। বলিউড তারকাকে অনুপ্রেরণা বলেও মন্তব্য করেছেন কোহলি।