ভিডিও বার্তায় অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা কোহলির
Web Desk, ABP Ananda | 07 Aug 2016 08:43 AM (IST)
রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকে যোগ দেওয়া ভারতীয় অ্যাথলিটদের মনোবল বাড়ানোর জন্য একটি ভিডিও বার্তা পাঠালেন টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। একটি স্পোর্টস ড্রিঙ্কের বিজ্ঞাপনের মাধ্যমে অলিম্পিক দলকে শুভেচ্ছা জানিয়েছেন বিরাট। ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজে। প্রথম দুটি টেস্ট হয়ে গিয়েছে। বাকি আরও দুটি টেস্ট। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুটি টি-২০ ম্যাচ খেলতে উড়ে যাবে ভারতীয় দল। এরই ফাঁকে অলিম্পিকে ভারতীয়দের পারফরম্যান্সের দিকে নজর রয়েছে বিরাটের। তিনি আশা করছেন, ভারতীয়রা বেশ কয়েকটি পদক পাবেন। দেখুন সেই ভিডিও