নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাস আর ঘুমের মধ্যে যোগসূত্র টেনে ইন্টারনেটে হাসির খোরাক পাকিস্তানের এক রাজনীতিক। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রাক্তন সদস্য মৌলবি ফজলুর রহমান এক ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করেছেন, আমরা যখন ঘুমিয়ে থাকি, ভাইরাসও ঘুমোয়। আমরা মরলে ভাইরাসও মরে যায়। তাই ঘুমিয়ে থাকাই উচিত লোকের। ফজলুরকে আরও বলতে শোনা গিয়েছে, ডাক্তাররা সবসময় আমাদের বেশি করে ঘুমোতে বলেন। যত বেশি ঘুমোনো যাবে, আপনার ভিতরের ভাইরাসও ঘুমিয়ে থাকবে, ক্ষতি করতে পারবে না। একেবারে সহজ ব্যাপার।
পাকিস্তানেও যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, তার ফলে মৃত্যুর সংখ্যা, তখন এহেন মন্তব্যে ওই নেতার যুক্তি, বুদ্ধি নিয়ে নানা তির্যক মন্তব্য এসেছে সোস্যাল মিডিয়ায়। দেখুন তেমন কিছু মন্তব্য।
পাকিস্তানে কোভিড-১৯ নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) লকডাউন জারির পরামর্শ দিলেও সেপথে হাঁটেননি প্রধানমন্ত্রী ইমরান খান।