নয়াদিল্লি: ভিভো নিয়ে আসছে তাদের নয়া স্মার্টফোন ভি১৯। তবে করোনা সংক্রমণের জেরে লঞ্চিং পিছিয়ে গিয়েছে। প্রথমে লঞ্চিংয়ের তারিখ ছিল ২৬ মার্চ, পিছিয়ে হয় ৩ এপ্রিল। আর এখন লকডাউনের জেরে পিছিয়ে গিয়েছে তাও।
যদিও যেটুকু শোনা যাচ্ছে, তাতে পরিষ্কার, এই ভি১৯-এর জবাব নেই। জেনে নিন, কী কী আছে এতে
স্ন্যাপড্রাগন ৭১২ প্রসেসর
ভি১৯-এ রয়েছে স্ন্যাপড্রাগন ৭১২ প্রসেসর। রয়েছে ডুয়েল পাঞ্চহোল ক্যামেরা,ফটোগ্রাফির জন্য ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো আর ২ মেগাপিক্সেল ডেথ সেনসর। সেলফির জন্য ডুয়েল পাঞ্চহোল কাটআউটে ৩২ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গল লেন্স রয়েছে।
৪৫০০এমএইচ ব্যাটারি
ভি১৯-এ ৪৫০০এমএএইচ ব্য়াটারি রয়েছে, যা দিচ্ছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং। সঙ্গে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। অ্যান্ড্রয়েড পাই বেসড ফানটাচ ওএস ৯.২-র এই ফোনে কানেকটিভিটির জন্য রয়েছে ৪জি এলটিএ, ডুয়েল সিম, ওয়াই ফাই, ব্লুটুথ ৫.০ ও টাইপ সি-র মত ফিচার।
সম্ভাব্য দাম
শোনা যাচ্ছে, বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এইচডিএফসি ও আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে কিনলে মিলছে ১০ শতাংশ ক্যাশব্যাক। রয়েছে ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট অফারও। দাম হতে পারে ৩০,০০০-এর মধ্যে।
ভিভো নিয়ে আসছে ভি১৯ স্মার্টফোন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Apr 2020 11:33 AM (IST)
দাম হতে পারে ৩০,০০০-এর মধ্যে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -