নয়াদিল্লি : ভিভোর এই ফোন ঘিরে কৌতূলের অন্ত ছিল না। অবশেষে Vivo V21 সিরিজ নিয়ে এল কোম্পানি। মঙ্গলবারই আত্মপ্রকাশ ঘটেছে Vivo V21 5G, Vivo V21 ও Vivo V21-e এর। যার মধ্যে ফাইভ জি সাপোর্ট ছাড়া প্রথম দুই মডেলের স্পেসিফিকেশন প্রায় এক।
স্পেসিফিকেশন বলছে, Vivo V21 5G ও Vivo V21 মডেল দুটির মধ্যে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ প্রসেসর দেওয়া হয়েছে। যেখানে Vivo V21e মডেলে রাখা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G চিপসেট। ভিভোর এই তিন মডেলেই রয়েছে তিনটি রেয়ার ক্যামেরা ছাড়াও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং।
Vivo V21 5G, Vivo V21 ও Vivo V21e মডেলের দাম
এই তিন ফোনের মধ্যে এখনও Vivo V21 5G-র দাম প্রকাশ করেনি কোম্পানি। যদিও মালয়েশিয়ায় Vivo V21-এর দাম রাখা হয়েছে 1599MYR, যার ভারতীয় মূল্য প্রায় ২৯,০০০ টাকা। যদিও স্ন্যাপড্রাগন প্রসেসর থাকায় Vivo V21e মডেলের দাম 1299 MYR, ভারতীয় মূল্যে প্রায় ২৩,৬০০ টাকা। ইতিমধ্যেই মালয়েশিয়ায় অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে Vivo V21 ও Vivo V21e-র। ৪ মে থেকে পাওয়া যাবে এই ফোন।
কোম্পানি জানিয়েছে, এই তিন মডেলের মধ্যে Vivo V21 5G ও Vivo V21 আর্কটিক হোয়াইট, ডাস্ক ব্লু ও সানসেট ড্যাজেল রঙে পাওয়া যাবে। পাশাপাশি Vivo V21e পাওয়া যাবে ডায়মন্ড ফ্লেয়ার ও রোমান ব্ল্যাক রঙে। তবে এতকিছুর মধ্যেও বিশ্ব বাজারে Vivo V21 ও Vivo V21e কবে পাওয়া যাবে তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। যদিও ২৯ এপ্রিল থেকেই ভারতের বাজারে আসার কথা Vivo V21 5G-র।
ফোনগুলির স্পেসিফিকেশন
৫জি সাপোর্ট ছাড়া Vivo V21 5G ও Vivo V21 দুই মডেলের স্পেসিফিকেশন এক। দুটো ফোনই অ্যান্ড্রয়েড ১১-এ চলে। এই দুই মডেলের ডিসপ্লে সাইজও এক। ৬.৪ ইঞ্চির ডিসপ্লে রাখা হয়েছে Vivo V21 5G ও Vivo V21 মডেলে। যেখানে অ্যামোলেড প্যানেলের সঙ্গে রয়েছে ৯০ হার্টসের ফাস্ট রিফ্রেশ রেট। অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ চিপসেট রয়েছে ফোন দুটিতে। সঙ্গে ৮জিবি RAM।
দুটি মডেলেই রয়েছে ৬৪ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর। এছাড়াও দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। এখানেই শেষ নয়। রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ভালো সেলফি ছবি তোলার জন্য ফোনগুলিতে রয়েছে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সঙ্গে ডুয়েল এলইডি ফ্ল্যাশ ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন।
Vivo V21e-র স্পেসিফিকেশন
ভিভোর বাকি দুই ফোনের মতো মিডিয়াটেকের প্রসেসর দেওয়া হয়নি এই ফোনে। পরিবর্তে রয়েছে কোয়ালকমের ৭২০জি চিপসেট। এখানেও ফুল এইচডি ৬.৪ ইঞ্চি স্ক্রিন রয়েছে। ক্যামেরায় রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। পাশাপাশি রয়েছে ৮ মেগপিক্সেলের সেকেন্ডারি ও ২ মেগাপিক্সলের ম্যাক্রো শুটার।