উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের ছেড়ে দেওয়া দুই লোকসভা কেন্দ্র, গোরক্পুর ও ফুলপুরের উপনির্বাচনে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। গোরক্ষপুর আদিত্যনাথের শক্ত গড়। কিন্তু সেখানেই অঘোষিত জোট করে বিজেপির থেকে এগিয়ে রয়েছে সমাজবাদী পার্টি-বহুজন সমাজ পার্টি (সপা-বসপা)। ফুলপুরে তারা জিতেই গিয়েছে। দুই কেন্দ্রেই নিজেরা না লড়ে সপা প্রার্থীদের সমর্থন করে বসপা। বিহারের আরারিয়াতেও বিজেপিকে পিছনে ফেলে জয়ের দিকে এগচ্ছে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। জেহানাবাদ বিধানসভা উপনির্বাচনেও জয়ী হয়েছে তারা। এই প্রেক্ষাপটেই রাহুলের এই ট্যুইট। ভোটাররা বিজেপির ওপর ভীষণ রেগে উঠেছেন, ট্যুইট রাহুলের
Web Desk, ABP Ananda | 14 Mar 2018 06:07 PM (IST)
নয়াদিল্লি: কয়েকটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপিকে ধাক্কা দিয়ে বিরোধী শিবিরের জয়ে উচ্চ্বসিত রাহুল গাঁধী সফল প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বললেন, পরিষ্কার হয়ে গেল, মানুষ বিজেপির ওপর প্রবল রুষ্ট, অসন্তুষ্ট হয়ে উঠেছেন, জেতার সামর্থ্য রয়েছে এমন যে কোনও অ-বিজেপি প্রার্থীকে ভোট দেবেন তাঁরা। পাশাপাশি কংগ্রেস উত্তরপ্রদেশে দলকে নতুন করে ঢেলে সাজাতে তৈরি, তবে রাতারাতি তাকে চাঙ্গা করে তোলা যাবে না বলেও ট্যুইট করে জানিয়েছেন কংগ্রেস সভাপতি।