মুম্বই: ১২ বছর আগের মুম্বই মহানগরীর বুকে ঘটে যাওয়া ভয়ঙ্কর সন্ত্রাসবাদী তাণ্ডবের স্মৃতি কোনওদিনই ভোলা যাবে না। বললেন রতন টাটা। ইনস্টাগ্রাম পোস্টে টাটা সন্স চেয়ারম্যান এমিরেটাস তথা টাটা ট্রাস্টে চেয়ারম্যান রতন টাটা লিখেছেন, ১২ বছর আগে এইদিনে যে নির্বিচার ধ্বংসলীলা চলেছিল, তা কোনওদিন ভোলার নয়। কিন্তু যেভাবে সন্ত্রাসবাদ, ধ্বংসলীলা মুছে দিতে যাবতীয় বিরোধ, ব্যবধান ঘুচিয়ে গোটা মুম্বই শহরের বিভিন্ন স্তরের মানুষজন একযোগে এগিয়ে এসেছিল, সেটা আরও বেশি করে মনে রাখার। আজ আমরা অবশ্যই যাঁদের হারিয়েছি, তাঁদের জন্য় শোক প্রকাশ করব আর যাঁরা শত্রু জয়ে বলিদান করেছেন, সেই সাহসী বীরদের সম্মান জানাব, কিন্তু জয়গান গাইব সেই একতা ও সংবেদনশীল, সমবেদনামূলক আচরণের, যা আমরা সামনের বছরগুলিতেও লালন পালন করব, সমৃদ্ধ করব বলে আশা রাখছি।


মুম্বইয়ের তাজ হোটেলের একটি পেন্টিং শেয়ার করেও গোলাপী আকাশের ওপর তিনি ক্যাপশন লিখেছেন, আমরা স্মরণ করছি। ২০০৮ এর ২৬ নভেম্বর পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা লস্কর-ই-তৈবার ১০ সন্ত্রাসবাদীর একটি দল ১২টি পরিকল্পিত কায়দায় গুলিচালনা, বোমা হামলা চালায়, যা চারদিন ধরে চলেছিল। ওবেরয় হোটেল, তাজ হোটেল, লিওপোল্ড কাফে, নরিমান (চাবাড) হাউস, ছত্রপতি শিবাদী টার্মিনাস ট্রেন স্টেশন টার্গেট করে চালানো হামলায় ৬ মার্কিন নাগরিক, ৯ জঙ্গিসহ অন্তত ১৬৬ জন নিহত হয়, জখম হয় কমপক্ষে ৩০০ লোক।

২৬ নভেম্বর মুম্বইয়ে সন্ত্রালবাদী হামলা রুখতে জীবন দেওয়া শহিদদের পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়ে মুম্বই পুলিশ ট্যুইট করেছে, ওদের বলিদান কোনওদিন সময়, ইতিহাসের স্মৃতি থেকে মুছে যাবে না। আমরা আজ #2611 হামলা ও #2611-র শহিদদের, রক্ষাকর্তাদের শ্রদ্ধা নিবেদন করছি। মহারাষ্ট্রের গভর্নর ভগত্ সিংহ কোশিয়ারি, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ, পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরেও দক্ষিণ মুম্বইয়ের পুলিশ সদর দপ্তর নবনির্মিত সৌধে শ্রদ্ধা অর্পণ করেছেন।