নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ শশী তারুরের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি দিল্লির এক আদালতের। দিল্লির বিজেপি নেতা রাজীব বব্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তাঁর ‘বিছে’ মন্তব্যের নিন্দায় ফৌজদারি মানহানির মামলা করেছিলেন তারুরের বিরুদ্ধে। সে ব্যাপারেই এই পরোয়ানা। ২০১৮ সালের ২৮ অক্টোবর মোদি সম্পর্কে কটাক্ষ করে তারুর ওই মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। বেঙ্গালুরু সাহিত্য উত্সবে নিজের এক বই প্রকাশ অনুষ্ঠানে তারুর নাম-পরিচয়হীন আরএসএসের একটি সূত্রকে উদ্ধৃত করে মোদিকে আক্রমণ করে শিবলিঙ্গের ওপর বসে থাকা ‘বিছে’র সঙ্গে তাঁর তুলনা করেন। তারুরকে বলতে শোনা গিয়েছিল, প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিকেন্দ্রিক ভাবমূর্তি আরএসএসের পছন্দ নয়, তাদের সদস্য-কর্মী মহলে মধ্যে এ ব্যাপারে হতাশা, ক্ষোভ আছে। এক অজ্ঞাতপরিচয় আরএসএস নেতা এক সাংবাদিকের কাছে মোদীকে নিয়ে এক অস্বাভাবিক সাদৃশ্য, তুলনা টেনে বলেছিলেন, মোদী হলেন শিবলিঙ্গের মাথায় বসে থাকা সেই বিছের মতো, যাকে হাত দিয়ে সরিয়ে দেওয়া বা চপ্পল দিয়ে মারা যায় না।
এই মন্তব্যের মাধ্যমে তারুর তাঁর ধর্মীয় আবেগে আঘাত করেছেন বলে অভিযোগ করেন বব্বর। বিজেপিও তারুরের মন্তব্য নিয়ে রাহুল গাঁধীর ব্যাখ্যা চায়। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, গোটা দেশ দেখছে, রাহুল গাঁধী যখন নিজেকে শিবভক্ত বলছেন, সেসময় তাঁরই দলের সামান্য নেতাদের একজন চপ্পল মারার কথা উল্লেখ করে শিবলিঙ্গ ও ভগবান মহাদেবের পবিত্রতা নষ্ট করেছেন। মহাদেবের এই ভয়াবহ অসম্মানের উত্তর দিন আপনি।
আজ মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট নবীন কুমার কাশ্যপের আদালত বলে, নমনীয় অবস্থান নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে ৫ হাজার টাকা অর্থমূল্যের জামিনযোগ্য পরোয়ানা ও তাঁর জামিনদারকে নোটিশ জারি করা হল। তারুর বা তাঁর কৌঁসুলি এদিন শুনানিতে হাজির ছিলেন না। অভিযোগকারী বিজেপি নেতাও উপস্থিত না হওয়ায় ৫০০ টাকা জরিমানা ধার্য্য করে আদালত। মামলার পরের শুনানির দিন স্থির হয়েছে ২৭ নভেম্বর।
মোদী সম্পর্কে ‘শিবলিঙ্গের মাথায় বসে থাকা বিছে’ মন্তব্য: তারুরের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা
Web Desk, ABP Ananda
Updated at:
12 Nov 2019 03:33 PM (IST)
২০১৮ সালের ২৮ অক্টোবর মোদি সম্পর্কে কটাক্ষ করে তারুর ওই মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। বেঙ্গালুরু সাহিত্য উত্সবে নিজের এক বই প্রকাশ অনুষ্ঠানে তারুর নাম-পরিচয়হীন আরএসএসের একটি সূত্রকে উদ্ধৃত করে মোদিকে আক্রমণ করে শিবলিঙ্গের ওপর বসে থাকা ‘বিছে’র সঙ্গে তাঁর তুলনা করেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -