পাত্র এখানে প্যারাগ্লাইডিং স্যুট পরে প্যারাস্যুট পরে নেমে আসছেন। চারিদিক থেকে নেমে আসছে করতালির শব্দ। ভিডিওতে দেখুন: বিয়ে করতে প্যারাস্যুটে চড়ে নামলেন পাত্র
Web Desk, ABP Ananda | 02 Dec 2019 12:12 AM (IST)
আকাশ যাদব ও গগনপ্রীতের বিয়ে এখন নেটিজেনদের কাছে রীতিমতো চর্চার বিষয়। বরযাত্রীর সঙ্গে বর এসে যোগ দিলেন সোজা আকাশ থেকে! অবাক হলেন? তাহলে দেখুন ভিডিও!
মুম্বই: বিয়ে নিয়ে নানারকম পরিকল্পনা কার না থাকে? সাধ তো অনেকই থাকে, সাধ্যের সঙ্গে সেটা মিললেই হল! বিয়ের আসরে বর কীসে চড়ে আসবেন, বউয়ের এন্ট্রিই বা কেমন হবে, এই নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট এখন চলতেই থাকে। লস কাবোসে আকাশ যাদব ও গগনপ্রীতের বিয়ে এখন নেটিজেনদের কাছে রীতিমতো চর্চার বিষয়। বরযাত্রীর সঙ্গে বর এসে যোগ দিলেন সোজা আকাশ থেকে! অবাক হলেন? তাহলে দেখুন ভিডিও!