সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দাদার অনুগামীদের পোস্টারের পাল্টা। এবার বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র নামে এই ফ্লেক্সে টাঙানো নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, বিজেপির প্রচার সত্ত্বেও শ্রমজীবী মানুষ মমতার পাশে, তা বোঝাতেই ফ্লেক্স টাঙানোর সিদ্ধান্ত। ফ্লেক্স নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির।
বুধবার বনগাঁ শহর জুড়ে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র নামে ফ্লেক্স দেখা যায়। ফ্লেক্সে লেখা, তোরা যে যা বলিস ভাই, আমাদের মমতাকে চাই। আইএনটিটিইউসি নেতৃত্বের দাবি, বিজেপির তরফে দাদার অনুগামী লেখা পোস্টারের পাল্টা মমতার নামে ফ্লেক্স টাঙানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় আইএনটিটিইউসি নেতা নারায়ণ ঘোষ বলেছেন, শ্রমজীবী মানুষ মমতার পাশে, তাই এই পোস্টার।
ফ্লেক্স টাঙানো নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের তত্ত্বকেই হাতিয়ার করেছে বিজেপি। বিজেপি, বারাসাত সাংগঠনিক জেলা সহ সভাপতি দেবদাস মণ্ডল কটাক্ষ করেন, রাতে যারা দাদার অনুগামী বলে ফ্লেক্স দিচ্ছে, তারাই দিনের বেলায় দিদির অনুগামী বলে ফ্লেক্স লাগাচ্ছে।
বনগাঁ লোকসভা ও বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বনগাঁ শহর। ২০১৬-র নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে যোগ দেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। ২০১৯-এর লোকসভা ভোটে বনগাঁ আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেয় বিজেপি। বিধানসভাওয়াড়ি ফলেও এই কেন্দ্রে তারা এগিয়ে। ফলে ভোটযুদ্ধে নামার আগে ফ্লেক্স, পোস্টার-তরজা ঘিরে সরগরম জেলা-রাজনীতি।