ঋত্বিক মণ্ডল: অমিত শাহর নজরে মতুয়া এবং রাজবংশী ভোট। বিধানসভা ভোটের মুখে কোচবিহার ও ঠাকুরনগরে দাঁড়িয়ে দুই সম্প্রদায়ের উদ্দেশে বার্তা দিলেন অমিত শাহ। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।


লক্ষ্য মতুয়া ভোট এবং রাজবংশী ভোট। বৃহস্পতিবার এক দিনে কোচবিহার ও ঠাকুরনগরে দাঁড়িয়ে দুই সম্প্রদায়ের উদ্দেশে বিধানসভা ভোটের আগে বার্তা দিলেন অমিত শাহ। কারণ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মতুয়া ও রাজবংশী ভোটাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বাংলায় ক্ষমতায় আসতে হলে তাঁদের ভোট বিজেপির অত্যন্ত জরুরি। ইতিমধ্যেই রাজবংশী অধ্যুষিত কোচবিহার এবং মতুয়া অধ্যুষিত বনগাঁ ও রানাঘাট লোকসভা কেন্দ্র তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি ৷


বিধানসভা ভোটের আগে বৃহস্পতিবার কোচবিহার সফরে আসেন অমিত শাহ। আসার আগে রাজবংশী ভোট ধরে রাখতে অসমে গিয়ে রাজবংশীদের ‘স্বঘোষিত’ মহারাজা অনন্ত রায়ের সঙ্গে দেখা করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, কোচবিহারের বিজেপি সাংসদ নিশিথ প্রামাণিক।উত্তরবঙ্গে রাজবংশী ভোট প্রায় ৩৪ শতাংশ।এরমধ্যে কোচবিহার জেলায় রাজবংশী ভোট প্রায় ৬২ শতাংশ। জলপাইগুড়িতে রাজবংশী ভোট প্রায় ৫০ শতাংশ। আলিপুরদুয়ারে ৩৮ শতাংশ ৷ উত্তর দিনাজপুরে ৫২ শতাংশ ৷ দক্ষিণ দিনাজপুরে ৪৮ শতাংশ। অর্থাৎ‍ উত্তরবঙ্গ দখলে রাখতে গেলে রাজবংশী ভোট বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে কোচবিহারে দাঁড়িয়ে রাজবংশীদের মন জয়ে একগুচ্ছ ঘোষণা করলেন অমিত শাহ। এরমধ্যে অন্যতম হল আড়াইশো কোটি টাকা খরচ করে পঞ্চানন বর্মার মূর্তি তৈরি ৷ অমিত শাহ এদিন জানান, পঞ্চানন বর্মার মূর্তি তৈরির জন্য ২৫০ কোটি টাকা খরচ করবে কেন্দ্র ৷


সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি ঘোষণা করেছিলেন। তার পাল্টা এবার মূর্তি তৈরির ঘোষণা করলেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে জানিয়েছিলেন, “পঞ্চানন বর্মার জন্মদিনে রাজ্য সরকারি ছুটি। পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আমি তৈরি করে দিয়েছি ৷” রাজবংশী সম্প্রদায়ের মন জয়ের জন্য আবেগও উস্কে দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, “নারায়ণী সেনার নাম শুনে মুঘলরাও চোখে সরষে ফুল দেখত। এই ভূমিই মুঘলদের বিজয়রথ রুখেছিল। সেই মাটি আজ অনুপ্রবেশকারীতে ভরে উঠছে। নারায়ণী সেনার বীরত্ব মনে রাখতে আধাসামরিক বাহিনীতে নারায়ণী ব্যাটেলিয়ন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের নাম রাজবংশী বীর চিলা রায়ের নামে রাখা হয়েছে।“


সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশে নতুন তিনটি ব্যাটালিয়ান গড়ার ঘোষণা করেন। এরমধ্যে অন্যতম হল নারায়ণী ব্যাটেলিয়ান ৷ মুখ্যমন্ত্রীও এর আগে জানিয়েছিলেন, কোচবিহারের মানুষের মধ্যে নারায়ণী সেনা নিয়ে একটা আবেগ আছে। সেটা মাথায় রেখেই কোচবিহারের নতুন বাহিনীর নাম রাখা হবে নারায়ণী ব্যাটালিয়ান। লোকসভা ভোটে উত্তরবঙ্গে চমকপ্রদ ফল করেছে বিজেপি। খালি হাতে ফিরতে হয়েছে তৃণমূলকে। সম্প্রতি সেই কথা উঠে এসেছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলেছিলেন, ‘‘লোকসভা ভোটে তৃণমূল কোনও আসনি পায়নি। তাতে আমার লজ্জা নেই। আমি জানি বিধানসভা ভোটে আপনারা পুষিয়ে দেবেন। পুষিয়ে দেবেন তো?’’


তৃণমূল যখন উত্তরবঙ্গে ফের আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন, তখন পাল্টা জমি ধরে রাখতে মরিয়া বিজেপিও। এই প্রেক্ষাপটে অমিত শাহের কোচবিহার সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ভোটের আগে সব পক্ষই মরিয়া সব সম্প্রদায়ের ভোটব্যাঙ্ককে নিজেদের দিকে টানতে। এই যুদ্ধে কে জয়ী হয়, তার উত্তর মিলবে ভোটের ফলাফলে।