মোহন দাস: কখনও ভাঙড়, কখনও আরামবাগ। ভোট পরবর্তীতে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে এসেছে। দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে আরামবাগ মহকুমা জুড়ে। তবে হুগলির গোঘাটের কামারপুকুর বিধানসভা কেন্দ্রের ছবিটা একেবারেই উল্টো। তৃণমূলের প্রাক্তন বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে বিজেপি কর্মীর সমস্যার সমাধান করে দিলেন।  অভিযোগ উঠেছিল এখানে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বিজেপি সমর্থকদের দোকান পাট বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এই খবর পৌঁছনো মাত্রই প্রাক্তন বিধায়ক মানস মজুমদার আসেন ঘটনাস্থলে। এরপর নিজেই পরিস্থিতি সামাল দেন। 


মানস মজুমদার নিজে দাঁড়িয়ে থেকে এক বিজেপি কর্মীর বন্ধ দোকান খুলিয়ে দেন তিনি। এবং পরবর্তীতে এমন ঘটনা ঘটবে না বলেও তাঁকে আশ্বস্ত করেন। পাশাপাশি এও জানান যে, 'যে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কোন ভাবেই অশান্তি পছন্দ করেন না। আমরা ওনার সৈনিক। আমরাও এসব বরদাস্ত করব না। তাই এখানে সকলে মিলে দল মত নির্বিশেষে শান্তিতে থাকুন ও নিজেদের রুটি রোজগার শান্তিতে করুন। দোকান খুলে আগের মতই ব্যবসা করুন।' 


তিনি বিধানসভা ভোটে হেরে গিয়েছেন, কিন্তু মানসের এই পদক্ষেপে খুশি স্থানীয়রা। সাধুবাদ জানিয়েছেন বন্ধ থাকা ঐ দোকানদার তথা বিজেপির সমর্থকও। বলার অপেক্ষা রাখে না এমন সম্প্রীতির বার্তা দিয়ে কার্যত নজির গড়েছেন তিনি।


গত ৬ এপ্রিল বিধানসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোট হয় গোঘাট বিধানসভার কামারপুকুরে। তারপর থেকেই বিক্ষিপ্ত রাজনৈতিক অশান্তি নজরে এসেছিল


এই কেন্দ্রে এবারের তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মানস মজুমদার। গোঘাট আসনে বিজেপির তরফে দাঁড়িয়েছিলেন বিশ্বনাথ কারক। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের শিবপ্রসাদ মালিক। তবে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস মজুমদার জয়ী হলেও ২০২১ এর এই বিধানসভা ভোটে তিনি হেরে যান তিনি। বিজেপি প্রা্র্থী বিশ্বনাথ কারক ৪১৪৭ ভোটে জয়ী হয়েছেন।