কলকাতা: ১৭ অগাস্ট অর্থাৎ আগামিকাল থেকে জাদুঘর খোলার অনুমতি দিল পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে ASI সংরক্ষিত সমস্ত স্মৃতিসৌধ ও বিনোদন পার্ক খোলারও অনুমতি দিয়েছে প্রশাসন। প্রত্যেক ক্ষেত্রে ৫০ শতাংশ দর্শক নিয়ে সৌধগুলি খোলা যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে অবশ্যই সবরকম করোনা বিধি মেনে চলতে হবে।


করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় রাজ্য জুড়ে জারি হয় বিধিনিষেধ। এরপর রাজ্যে সংক্রমণ কমতে শুরু করায় দফায় দফায় শিথিল হতে থাকে বিধিনিষেধ। যদিও ৩১ অগাস্ট পর্যন্ত রাজ্যে করোনায় বিধিনিষেধ জারি রয়েছে। তবে এরই মধ্যে জাদুঘর, স্মৃতিসৌধ ও বিনোদন পার্কে শিথিল করা হল করোনার বিধিনিষেধ। ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা যাবে সৌধগুলি, কঠোরভাবে মেনে চলতে হবে করোনা বিধি।


একই সঙ্গে বিভিন্ন আইটি সেক্টরেও করোনা বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশিকা অনুযায়ী ১০০ শতাংশ কর্মী নিয়েই কাজ করতে পারবে আইটি সেক্টরগুলি। যদিও সেক্ষেত্রে প্রত্যেক কর্মীকে ভ্যাকসিন নেওয়ার পরেই কাজ করার অনুমতি দেওয়া হবে। নির্দেশিকা জারি করে জানিয়েছে রাজ্য সরকার।



গত ৩১ জুলাই থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি মিলেছে সরকারের তরফে। বিধিনিষেধ শিথিল করে নির্দেশিকা দিয়ে জানিয়েছিল রাজ্য সরকার। নির্দেশিকায় জানানো হয়, সর্বাধিক ৫০ শতাংশ দর্শক এবং যাবতীয় করোনাবিধি মেনে খুলতে হবে সিনেমা হল। খানিক ছাড় মিলেছে রাতের কড়াকড়িতেও। রাত ৯টার বদলে নৈশ কার্ফুর সময় পিছিয়ে রাত ১১টা থেকে করা হয়েছে। চলবে ভোর ৫টা পর্যন্তই। 


এতকিছুর মধ্যে খানিক স্বস্তির খবর রাজ্যের দৈনিক সংক্রমণে। সোমবার একলাফে অনেকটাই কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। রাজ্য সরকার প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫০১ জন। গত ১ দিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের।