কলকাতা: সোমবার পাঁচের কোটায় নামল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। সোমবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫০১ জন। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৩৯,০৬৫ জন। ১৬ অগাস্টে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৮৩২ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৯ জনের।


এ নিয়ে রাজ্য মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮,৩১২ জনে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬৯১ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.১৭ শতাংশ। শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন মোট ১৫,১০,৯২১ জন। উল্লেখ্য, জেলায় জেলায় ভ্যাকসিন কর্মসূচিকে ঘিরেই উত্তেজনা অব্য়াহত। করোনাবিধি শিকেয় তুলে চলছে হুড়োহুড়ি। ছবিটা আশঙ্কা জাগিয়েছে। 


এ দিকে দেশে করোনায় দৈনিক আক্রান্ত কমল প্রায় ৯ শতাংশ। অ্যাক্টিভ কেসের সংখ্যা কমল তিন হাজারেরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪১৭ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮,৩১২ জনে। 


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩১ হাজার ৬৪২ জনের।   মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লক্ষ ২৫ হাজার ৫১৩। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮১ হাজার ৯৪৭। যা ১৪৫ দিনের মধ্যে সর্বনিম্ন। করোনাকে জয় করে ৩৫ হাজার ৯০৯ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ১৪ লক্ষ ১১ হাজার ৯২৪ জন। অন্যদিকে বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৩ লক্ষ ৬১ হাজার ৩৬১ জনের। আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৭১ লক্ষ ৩৩ হাজার ২১৫। 


আরও পড়ুন: তামাকজাত দ্রব্যের ব্যবহার রুখতে অভিনব উদ্যোগ পুরুলিয়ায়


আরও পড়ুন: তৃণমূলে এক ব্যক্তি, এক পদ, ৬ মন্ত্রীকে সংগঠন থেকে অব্যাহতি, একাধিক জেলা সভাপতি বদল