নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন কেরল সরকার। কেরল প্রশাসন আগেই ঘোষণা করেছিল যে, জাতীয় জনসংখ্যা পঞ্জিকে (এনপিআর) তারা তাদের রাজ্যে কার্যকর হতে দেবে না। শুধু তাই নয়। সিএএ খারিজ করার দাবিতে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাবও পাশ করিয়েছে পিনারাই প্রশাসন।
শুক্রবার, দেশের রাজধানী দিল্লিতে তিন বহুল-প্রচলিত এবং প্রথম সারির সংবাদপত্রে বড় বড় করে প্রথম পাতায় এই মর্মে বিজ্ঞাপন দিয়েছে কেরল সরকার। ওই বিজ্ঞাপনের শিরোনাম ছিল: আমারাই এক, প্রথম। কেরল হল পথপ্রদর্শক। বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রীর একটি ছবিও রয়েছে।
বিজ্ঞাপন অনুযায়ী, সাংবিধানিক মূল্য রক্ষা করতে কেরলের ভূমিকা অগ্রগণ্য। কেরল বিধানসভা হল প্রথম যারা বৈষম্যমূলক সিএএ-র বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পাশ করেছে। বিজ্ঞাপনে আরও বলা হয়েছে, মানুষের আশঙ্কা দূর করতে সাহসী পদক্ষেপ নিয়েছে কেরল। এর মধ্যে অন্যতম হল এনপিআর-এর প্রক্রিয়াকে স্থগিত করা -- যা অচিরেই পরবর্তীকালে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র সময়ে ব্যবহার করা হত।
রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি, আরও বিষয় নিয়ে বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে-- মানব উন্নয়ন সূচকে কেরল সামনের সারিতে। এছাড়া, সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডিয়া সূচকে এক নম্বরে কেরল। দারিদ্র দূরীকরণ থেকে স্বাস্থ্যমান, শিক্ষামান, নারী-পুরুষ অনুপাতের হার সঠিক রাখা এবং ভাল চিন্তাধারনার রূপায়ণ-- সর্বক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছে কেরল।
প্রসঙ্গত, গত সপ্তাহে ১১টি অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে নাগরিকত্ব আইনের প্রতিবাদে সোচ্চার হওয়ার অনুরোধ করেন। তিনি প্রত্যেক মুখ্যমন্ত্রীকে স্মরণ করান যে, দেশের একতা ও গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করা সকলের কর্তব্য।