কলকাতা:মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানালেন, রাজ্যের সব শিক্ষককে যাঁর যাঁর নিজের জেলায় পোস্টিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। নিজের ট্যুইটার হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমরা আমাদের শিক্ষক ও পড়ুয়াদের নিয়ে গর্বিত। এঁদের সমাজের প্রতি ও দেশ গঠনে বিরাট অবদান আছে। আমাদের পড়ুয়ারা যাতে আগামীদিনে সত্যিকারের নেতা হয়ে ওঠে, সেজন্য তাদের লালনপালন করেন শিক্ষকরাই। এটাই সমাজ, দেশের জন্য অবদান তাঁদের।

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, সরস্বতী পুজোর প্রাক্কালে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি সব শিক্ষককে তাঁদের যাঁর যাঁর জেলায় নিয়োগ করার। সরস্বতী পুজোই শিক্ষকদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের উপযুক্ত অবকাশ।


মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে জানিয়েছেন, এতে শিক্ষকরা নিজেদের পরিবারের দেখভাল করতে পারবেন, মন দিয়ে পড়়াতে পারবেন, তাঁদের পুরো নজর থাকবে দেশগঠনের মহান কাজ ব্রতী হওয়ার দিকে। প্রত্য়েককে আমার শুভেচ্ছা জানাই।