২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারের পরেই বিরাটের নেতৃত্বে ভারতের টিম ম্যানেজমেন্ট ফিটনেস সংক্রান্ত নয়া নিয়ম চালু করে। তারপর থেকেই জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ইয়ো-ইয়ো টেস্টে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক হয়ে গিয়েছে। দলের সবার চেয়ে যাতে তিনি ফিটনেসের দিক থেকে এগিয়ে থাকেন, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরাট। তরুণ খেলোয়াড়রা তো বটেই, এমনকী লোকেশ রাহুল, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদবের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও বিরাটকে দেখে নিজেদের ফিটনেস বাড়ানোর দিকে নজর দিয়েছেন।
আগামীকাল ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ। ভারতীয় দল প্রথম দু’টি ম্যাচ জিতে সিরিজ জয়ের দোরগোড়ায়। আগামীকালের ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে ভারত। তার আগে ফিটনেস চর্চা করছেন বিরাট।