সঞ্চয়ন মিত্র, কলকাতা: বসন্তের আকাশে মেঘের ঘনঘটা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দুপুর থেকে সন্ধের মধ্যে নামতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস। গতকাল শিলাবৃষ্টি হয় পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায়। এর পাশাপাশি, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। 


গতকাল আবহাওয়া দফতর জানিয়েছিল, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আকাশ মেঘলা থাকায় গুমোট ভাব থাকবে। পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দফতর জানায়। তবে আগামী তিনদিন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।  


গত সপ্তাহে আবহাওয়ার ভিন্ন রূপ দেখা যায়। উত্তরবঙ্গে বৃষ্টি আর দক্ষিণবঙ্গে গরম। ভোটমুখী বঙ্গে রাজনৈতিক উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছিল গরম। ফাল্গুনের শেষেই আগুন ঝরাতে শুরু করেছে প্রকৃতি। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কলকাতাতেও তাপমাত্রা পারদ ৩৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করা শুরু করে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের কিছু জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। তবে ভোরের দিকে কিছুটা স্বস্তি মিলেছিল।