মুম্বই: রণবীর কপূর-আলিয়া ভট্টের বিয়ে নিয়ে অসংখ্য গুজবের ফাঁকেই বলিউডে সত্যি সত্যি বিয়ের ফুল ফুটল। বরুণ ধবন বিয়ে করতে চলেছেন। পাত্রী তাঁরই বান্ধবী নাতাশা দালাল।
বরুণ-নাতাশার বন্ধুত্ব তাঁদের স্কুল জীবন থেকে। গত বছর শোনা গিয়েছিল, গোপনে আংটি বদলও সেরেছেন তাঁরা। কিন্তু তাঁদের বিয়েতে কোনও গোপনীয়তা থাকবে না, হবে দারুণ ধুমধাম করে। বিয়ে হবে সম্ভবত মে মাসে, গোয়ায়। এক সপ্তাহের ওপর ধরে চলবে হইচই। এক প্রযোজক জানিয়েছেন, বরুণ-নাতাশা দু’জনেই চান, বিয়ে হোক এই গ্রীষ্মে। মেহন্দি, সঙ্গীত, রিসেপশন- সব কিছু নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। বরুণের দাদা রোহিত ৮ বছর আগে বিয়ে করেন গোয়ার এক পাঁচতারা হোটেলে। বরুণও চান গোয়ারই কোনও লাক্সারি হোটেল বা বিচ রিসর্টে বিয়েটা সেরে ফেলতে।
বলিউড তারকাদের এখন থেকেই বলে দেওয়া হয়েছে মে মাসের নির্দিষ্ট কয়েকটা তারিখে কাজ না রাখতে। তবে তারিখগুলো প্রকাশ্যে জানানো হচ্ছে না। বিরাট কোহলি, অনুষ্কা শর্মা বা দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহের বিয়ের মত গোপনীয়তা অবশ্য এতে নেই। এক্কেবারে বলিউডের ব্যান্ড, বাজা, বারাত ছাঁদে হতে চলেছে এই বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং। নিমন্ত্রিতদের সম্ভাব্য তালিকা নিয়ে এখনই বসে পড়েছেন বরুণের মা লালি, বৌদি জাহ্নবী ও ভাবী বধূ নাতাশা।
তবে শুধু ছোট ছেলের বিয়ে বলে নয়, এই মে মাসটা ধবন পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দুটি ছবি মুক্তি পাচ্ছে, স্ট্রিট ডান্সার ৩ডি ও বাবা ডেভিড ধবনের পরিচালনায় কুলি নাম্বার ১। ডেভিড, বরুণ ও রোহিত- তিনজনেই ছবিটি প্রযোজনা করছেন প্রযোজক বাসু ভগনানির সঙ্গে। মার্চ মাস থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে কুলি নাম্বার ১-এর মার্কেটিং ও প্রমোশনের কাজ যাতে ছবি মুক্তির পর সকলের হাতে বিয়েতে ব্যস্ত হওয়ার জন্য কিছুটা সময় থাকে।
এই মে মাসে বিয়ে করতে চলেছেন বরুণ ধবন, পাত্রী বান্ধবী নাতাশা
ABP Ananda, Web Desk
Updated at:
16 Jan 2020 01:26 PM (IST)
বলিউড তারকাদের এখন থেকেই বলে দেওয়া হয়েছে মে মাসের নির্দিষ্ট কয়েকটা তারিখে কাজ না রাখতে। তবে তারিখগুলো প্রকাশ্যে জানানো হচ্ছে না।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -