কলকাতা: ফের ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা অমিত মালব্যর। জয় বাংলা স্লোগান নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে ট্যুইট করলেন অমিত মালব্য। বিজেপি-র আইটি সেলের প্রধান তথা রাজ্য বিজেপির সহকারী পর্যবেক্ষক লিখেছেন, "গতকাল পিসি স্লোগান দেন জয় বাংলা। তিনি কি জানেন, মুজিবর রহমান এই স্লোগান তুলে বাংলাদেশ মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন? পিসি কার কাছ থেকে মুক্তি চান? নেতাজি যেখানে ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেখানে মমতা বিভাজনের কথা বলছেন।"



নেতাজি জন্মবার্ষিকী পালন নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’জনেই। কিন্তু হঠাৎই ছন্দপতন। মুখ্যমন্ত্রী বক্তব্য পেশ করার জন্য মঞ্চে উঠতেই দর্শকাসন থেকে ভেসে আসে ‘জয় শ্রীরাম’ স্লোগান। এই স্লোগান থামানোর অনুরোধ করেন আয়োজকরা। কিন্তু এই স্লোগানে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কাউকে আমন্ত্রণ জানিয়ে এভাবে অপমান করা যায় না। এটা রাজনৈতিক নয়, সরকারি অনুষ্ঠান। সরকারি অনুষ্ঠানের মর্যাদা রক্ষা করা উচিত। এটা কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। কলকাতায় এই অনুষ্ঠান করার জন্য আমি প্রধানমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রককে ধন্যবাদ জানাই। কিন্তু প্রতিবাদ জানিয়ে আমি বক্তব্য রাখছি না।’ এরপর ‘জয় হিন্দ, জয় বাংলা’ স্লোগান দিয়ে মঞ্চ ছেড়ে নিজের আসনে গিয়ে বসে পড়েন মুখ্যমন্ত্রী।

আর এই স্লোগানকে হাতিয়ার করেই ফের আসরে বিজেপি। অন্যদিকে গতকালই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। বিজেপির অতীত মনে করিয়ে দিয়ে ট্যুইট করেন তারকা সাংসদ। অমিত মালব্যকে ‘কাকু’ সম্বোধন করে টুইট করেন তিনি। তিনি লিখেছেন, সাভরকররা ইংরেজের সঙ্গে হাত মিলিয়েছিলেন।  তিনি লেখেন, “হ্যাঁ কাকু সেই ঔপনিবেশিক অতীতকে মনে করুন।  আপনার এবং বিজেপি-র আদর্শের গুরু হেগড়েওয়ার, গোলওয়ালকর এবং সাভারকর ইংরেজদের পক্ষ নিয়েছিলেন। ওঁরা দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেননি”।