কলকাতা:  বুধবার চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। ২ নভেম্বরই দেখা করবেন ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর (tamilnadu) মুখ্য়মন্ত্রীর (CM) এম কে স্ট্যালিনের (M K Stalin) সঙ্গে।


যা জানা গেল...
বাংলার রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণের তামিলনাড়ু যাচ্ছেন মুখ্যমন্ত্রী। স্ট্যালিনেরসঙ্গে সাক্ষাতের পর দিনই ফিরে আসার কথা তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর ঘিরে নতুন কৌতূহল রাজ্য় রাজনীতিতে। অতীত বলছে, বিজেপি-বিরোধিতায় বার বার মমতার পাশে দাঁড়িয়েছেন ডিএমকে প্রধান। বিশেষত গত ফেব্রুয়ারিতে তাঁর একটি ট্যুইট ঘিরে নতুন শোরগোল তৈরি হয়। স্ট্যালিন তাতে লিখেছিলেন, অবিজেপি শাসিত রাজ্যের রাজ্যপালদের বিরুদ্ধে যেভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠছে, তা নিয়ে দু’জনের মধ্যে কথা হয়েছে। 


ফিরে দেখা...
সে বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ট্যুইটারে লেখেন, রাজ্যপালের ভূমিকা নিয়ে তাঁর সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় স্তালিন জানিয়েছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করেন। অবিজেপি শাসিত রাজ্যের রাজ্যপালদের বিরুদ্ধে যেভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠছে, তা নিয়েও দু’জনের মধ্যে কথা হয়েছে বলে জানা যায় সেই সময়। এই নিয়ে মমতা দিল্লিতে বিরোধী মুখ্যমন্ত্রীদের একটি বৈঠক ডাকার পরামর্শ দিয়েছেন বলে ট্যুইটারে লেখেন স্ট্যালিন। এর আগে বিধানসভার অধিবেশন স্থগিত করা নিয়ে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সমালোচনায়, ট্যুইট করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "প্রিয় দিদি মমতা অ-বিজেপি শাসিত রাজ্যগুলির গভর্নরদের সাংবিধানিক লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আমাকে ফোনও করেছিলেন।বিরোধী মুখ্যমন্ত্রীদের বৈঠকের জন্য পরামর্শ দিয়েছেন। তাঁর পাশে রয়েছে ডিএমকে। খুব শীঘ্রই দিল্লিতে বিরোধী মুখ্যমন্ত্রীদের সম্মেলন হবে।" রাষ্ট্রপতি নির্বাচনের আগেও একপ্রস্ত কথা হয় মমতা-স্ট্যালিনের। সূত্রের খবর, মূলত রণকৌশল স্থির করার জন্যই কথা হয়েছিল সে সময়। তাতে হাজির ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-ও। সেই কেসিআর যিনি আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও তাতে থাকবেন।  প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে আগেই 'আঞ্চলিক জোটের' ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, "আমি চাই ২০২৪ এর মধ্যে দেশের সমস্ত আঞ্চলিক দল ঐক্যবদ্ধ হোক, লড়াই করুক এবং বিজেপিকে পরাজিত করুক।" 


আরও পড়ুন:জাতীয় সড়ক থেকে ২০০ ফুট নিচে পড়ল গাড়ি, কার্শিয়াঙে দুর্ঘটনায় মৃত ৩