কলকাতা : কিছুটা স্বস্তি রাজ্যের করোনাচিত্রে। গত ২৪ ঘণ্টায় বেশ কিছুটা কম দৈনিক সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের সোমবারের (৮ নভেম্বর) বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬০৩ জন। এই সময়পর্বে রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। রাজ্যে করোনার পজিটিভিটি রেট এই মুহূর্তে ২.৫১ শতাংশ। প্রসঙ্গত, গতকালের বুলেটিন অনুযায়ী নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৭২৩ জন। শনিবার দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৬৭০ জন।


পাশাপাশি এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে রাজ্যের মধ্যে দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা চিত্র চিন্তা বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টার কলকাতায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৪৯ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। আর উত্তর ২৪ পরগনায় নতুন করে সংক্রমিতের সংখ্যা ১৩৮ জন, মৃত্যু ৪ জনের। তবে অস্বস্তির মধ্যেও স্বস্তি বলতে গত ২৪ ঘণ্টায় কলকাতায় যতজন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, তার থেকে ৩২ জন বেশি করোনাজয় করেছেন। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা কাটিয়ে উঠেছেন ১৭৮ জন। গোটা রাজ্যে গত একদিনে করোনামুক্ত হয়েছেন ৬৫৭ জন।


সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা যেমন স্বস্তি দিচ্ছে, তেমনই আবার কিছুটা অস্বস্তি বাড়াচ্ছে করোনার পরীক্ষায় উল্লেখযোগ্য হ্রাস। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ১৬টি।




এদিকে, দেশে করোনায় (Coronavirus)  গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ। শুধুমাত্র কেরলেই দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০ শতাংশের বেশি।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬৬ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪৫১। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬১ হাজার ৫৭ জনের। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৭৮ হাজার ৪৩৮ জন।  


দেশে অ্যাক্টিভ কেসের (Active Corona Cases)  সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৮২৬। যা গত ৮ মাসে সর্বনিম্ন। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৬৩ হাজার ১০৪ জন।  একদিনে ১৩ হাজার ২০৪ জন সুস্থ হয়েছেন।


আরও পড়ুন- উৎসবের রেশ কাটতে না কাটতেই রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ