কলকাতা : রাজ্যে ভয়াবহ আকার ধারণ করছে করোনা সংক্রমণ। করোনা দ্বিতীয় ঢেউয়ে আগের সব রেকর্ড ভেঙে এই মুহূর্তে বঙ্গের দৈনিক সংক্রমণ প্রায় ২০ হাজার ছুঁইছুঁই। শনিবার প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ১৯ হাজার ৪৩৬ জন। এই সময়পর্বে রাজ্যে একদিনে করোনায় ১২৭জনের মৃত্যু হয়েছে।


একধাক্কায় ১ হাজার ৬৬ জন বেড়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা পৌঁছে গেল ১ লক্ষ ২৫ হাজার ১৬৪ জনে। তবে করোনার কালো মেঘে ঢাকা আকাশে রয়েছে সোনালি আভাও। গত ২৪ ঘণ্টা সময়পর্বে রাজ্যে করোনাযুদ্ধ জয় করেছেন ১৮ হাজার ২৪৩ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনাকে জয় করা রাজ্যবাসীর শতকরা হার ৮৫.৮৯ শতাংশ।


রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টা সময় ব্যবধানে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছিল ৬৩ হাজার ৩৭৭ জনের। যার মধ্যে ১৯ হাজার ৪৩৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। শুধু কলকাতাতেই সংক্রমিত ৩ হাজার ৯৬১, ৩৪জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় সংক্রমিত ৩ হাজার ৯৮২, ৩৯জনের মৃত্যু। পঃ মেদিনীপুরে একদিনে আক্রান্ত ৭৮৬ জন, ৫জনের মৃত্যু।


হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগণা, হুগলি, বীরভূমের মতো জেলাতেও ক্রমশ আশঙ্কা বাড়াচ্ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টা হাওড়ায় সংক্রমিত ১ হাজার ১৯৬, মৃত্যু হয়েছে ৬ জনের। দক্ষিণ চব্বিশ পরগণায় সংক্রমিত ৯৬২ জন, মৃত্যু ৭ জনের। হুগলিতে ৯৪৭ জন সংক্রমিত, মৃত ৯ জন। বীরভূমে ৭৮৫ জন সংক্রমিত। মৃত্যু হয়েছে ৩ জনের।


শুক্রবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে আক্রান্ত হয়েছিলেন ১৯ হাজার ২১৬। মৃত্যু হয় ১১২ জনের। একদিনে সুস্থ হয়েছিলেন ১৭ হাজার ৭৮০ জন। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছিলেন৩৯১৫ জন, মৃত্যু হয়েছিল ২৮ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছিলেন ৩৯৫৭ জন, মৃত্যু হয়েছিল ৩৩ জনের।