কলকাতা : ভয়াবহ আকার নিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণের ভিত্তিতে ফের নতুন রেকর্ড হল এদিন। স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪হাজার ৩৯৮ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। যার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগণা দুই জেলাতেই সংক্রামিত হাজার পার। কলকাতাতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৯ জন। উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ১ হাজার ৪৭ জন।


একধাক্কায় গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা বেড়েছে ২ হাজার ৬১৫ জন। যার ফলে রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৮১ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শনিবার রাজ্যে ভাইরাসের সংক্রমণে পড়েছিলেন ৪ হাজার ৪৩ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। শুক্রবার সংখ্যাটা ছিল ৩ হাজার ৬৪৮ জন। বৃহস্পতিবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৭৮৩ জন। বুধবার আক্রান্ত হন ২ হাজার ৩৯০ জন। মঙ্গলবার করোনা সংক্রমিত হয়েছিলেন ২ হাজার ৫৮ জন। 


রাজ্যর মতোই করোনা সংক্রমণের ভিত্তিতে দেশেও এদিন নতুন রেকর্ড তৈরি হয়েছে। ভারতের ইতিহাসে প্রথমবার দেড় লক্ষের মাত্রা ছাড়িয়ে গিয়েছে দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১  লক্ষ ৫২ হাজার ৮৭৯ জন। গত একদিনে নতুন করে মৃত্যু হয় ৮৩৯ জনের। স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ উনসত্তর হাজার দুশো পঁচাত্তর জন।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৩৩ লক্ষ ৫৮ হাজার ৮০৫ জন। যাদের মধ্যে করোনা যুদ্ধে জয়ী হয়েছেন ১ কোটি ২০ লক্ষ ৮০ হাজার ৪৪৩জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ৮হাজার ৮৭জন। সব মিলিয়ে এখনও দেশে করোনায় মৃত্যু হয়েছে ১লক্ষ ৬৯ হাজার ২৭৫ জনের।