কলকাতা: লকডাউনের মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় ফের মৃতের সংখ্যা বেড়েছে রাজ্যে। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫৬ জনের। রাজ্যে সবমিলিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৩৬৪ জন।


পাশাপাশি গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিত হয়েছেন ১৮,৪২২ জন। আশার আলো গতকালের তুলনায় বেশ খানিকটা কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২,৪৮,৬৬৮। ২৩ মে-তে রাজ্যে কোভিড অ্যাকটিভ কেস ১,৩০,৩২৫। 


রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যার চেয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেশি। এই সময় পর্বে ১৮,৪২২ জন আক্রান্ত হলেও কোভিড মুক্ত হয়েছেন ১৯,৪২৯ জন। এ নিয়ে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১১,২২,২০১ জন। বুলেটিনের হিসেবে, আজ রাজ্যে সুস্থতার হার ৮৮.৫৭ শতাংশ। 


তবে এখনও সংক্রমণের শীর্ষেই রয়েছে উত্তর ২৪ পরগণা এবং কলকাতা। উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩৭৭১ জন। এখানে ওই সময়ে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৬ জন। অন্যদিকে কলকাতায় ১ দিনে করোনা সংক্রমিত ৩০৫৬ জন। এখানে করোনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের।


করোনায় মৃতের সংখ্যা দেড়শো ছাড়িয়ে গিয়েছে আগেই। গতকালের হিসেব অনুযায়ী রাজ্যে কোভিডের জেরে প্রাণ হারিয়ে ছিলেন ১৫৪ জন। গতকাল রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ১৮,৮৬৩ জন। এই একই সময়পর্বে রাজ্যে করোনামুক্ত হয়েছিলেন ১৯ হাজার ২০২ জন। 


অন্যদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দেশেও বেসামাল পরিস্থিতি। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও মোট মৃত্যুর সংখ্যা ৩ লক্ষের দোরগোড়ায়। সামান্য কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যাও।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ২৬৬। 


গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন।  দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৫ লক্ষ ৩০ হাজার ১৩২। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা আরও কমে দাঁড়াল ২৮ লক্ষ ৫ হাজার ৩৯৯।