পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: শোভন-বৈশাখী বিরুদ্ধে আদালতে দেবশ্রী- রত্না- কুণাল। আজ আলিপুর আদালতে মানহানির মামলা দায়ের করলেন দেবশ্রী রায়, কুণাল ঘোষ। দেবশ্রী রায়ের করা মামলায় সাক্ষী হলেন শোভনপত্নী রত্না চট্টোপাধ্যায়।


সম্প্রতি বিজেপির হয়ে রাজনীতির ময়দানে নেমে রায়দিঘি ও মহেশতলাতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বেশ কিছু মন্তব্য করেন দেবশ্রী রায়কে নিয়ে। আর এই মন্তব্যে ক্ষুব্ধ দেবশ্রী রায়। তিনি মনে করেন তাঁর মানহানি করা হয়েছে। এ নিয়েই তিনি আজ মামলা দায়ের করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে। এদিন দেবশ্রী রায় জানান শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্যে তাঁর করুণা হয়, মানসিক সমস্যায় ভুগছেন শোভন। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁকেও কটাক্ষ করলেন দেবশ্রী রায়।


অন্যদিকে শোভনপত্নী রত্না চট্টোপাধ্যায় জানান, দেবশ্রী রায়ের পাশে থাকার জন্যই তাঁর শোভন-বৈশাখীর বিরুদ্ধে আদালতে আসা। তৃণমূল মুখপত্র কুণাল ঘোষ তিনিও শোভন চট্টোপাধ্যায় বেশকিছু বক্তব্যকে হাতিয়ার করে মানহানির মামলা আগেই দায়ের করেন সিভিল কোর্টে। ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সেই মামলা দায়ের করা হয়েছে। আজ ফৌজদারি আদালত আরও একটি মামলা দায়ের করলেন কুণাল ঘোষ। সেই মামলায় সাক্ষী হিসেবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে রাখেন কুণাল ঘোষের আইনজীবী। কারণ হিসেবে কুণাল ঘোষ জানান শোভন চট্টোপাধ্যায় তাঁকে নিয়ে যে মন্তব্য করেছেন সেখানে উপস্থিত ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।


আলিপুর আদালতে কার্যত জোট বেঁধে দায়ের করা হলো মামলা। আদালতে মামলাগুলি গ্রহণ করে পরবর্তী প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। আগেই শোভন চট্টোপাধ্যায় জানিয়েছিলেন আদালতেই আইনি পদ্ধতিতে করা হবে মোকাবিলা। বিধানসভা ভোট যখন দুয়ারে তখন রাজ্য রাজনীতিতে একে অপরকে নিয়ে যে আক্রমণ শানাচ্ছে তার রেশ গড়াচ্ছে আদালতের দরজায়।