সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার নিমতায় বিজেপির চা চক্রে হামলা। নিমতার ছোট ফিঞা অঞ্চলে এই হামলায় চালানো হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় ৩ থেকে ৪ জন বিজেপি কর্মী আহত বলে জানা গিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। আহত বিজেপি নেতা সাহেব আলি মণ্ডল সহ আহতদের নিয়ে যাওয়া হয়েছে পানিহাটি স্টেট জেনারেল  হাসপাতালে। যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি শাসক দলের।  


শনিবার সকালের এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বিজেপি, নেতা কর্মীরা। এই ঘটনার পরেই নিমতা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা, কর্মীরা। 


উল্লেখ্য, ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক হানাহানির ঘটনা। অন্যদিকে, ইছাপুরে বিজেপির ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। দু’ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী! এই আবহেই রাজনৈতিক সংঘাতের মাত্রা চড়ছে উত্তর ২৪ পরগনায়। নিমতায় বিজেপির চা-চক্রে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, ইছাপুরে বিজেপির পরিবর্তন যাত্রার ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগেও কাঠগড়ায় শাসকদল। দু’টি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


বিজেপির অভিযোগ, শনিবার সকালে নিমতার ছোট ফিঙে এলাকায় তাদের চা-চক্রের আসরে হামলা চালায় তৃণমূল। ৩-৪ জন আহত হন। তাঁদের পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রতিবাদে নিমতা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।


উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান নির্মল ঘোষের দাবি, এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই, সাধারণ মানুষের ক্ষোভের বহিপ্রকাশ।


আগামী সপ্তাহেই বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলায় পরিবর্তন যাত্রা শুরু হবে! তার প্রচারে ইছাপুরের অশোকনগরে ব্যানার লাগায় বিজেপি। অভিযোগ, শুক্রবার রাতে ব্যানার ছিঁড়ে দেয় তৃণমূল। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ-সহ নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। সবমিলিয়ে ভোটের আগে তুঙ্গে উঠেছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর।