সুদীপ্ত আচার্য, কলকাতা: এনআইএ-র বিশেষ আদালতের অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না ছত্রধর মাহাতো। নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপত টিবিএন রাদা ও বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। পরবর্তী শুনানি ২৪ মার্চ।
জঙ্গলমহলে একাধিক নাশকতার অভিযোগ ছত্রধরের গ্রেফতারি চায় এনআইএ। বিশেষ আদালত, এনআইএ-র আর্জি খারিজ করে দেওয়ায় হাইকোর্টে আবেদন করে এনআইএ। ছত্রধরকে পুনরায় গ্রেফতারের পক্ষে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে গস্তুর। ছত্রধরের আইনজীবীদের পাল্টা যুক্তি, যেহেতু জামিনে মুক্ত রয়েছেন, গ্রেফতার করতে গেলে জামিন খারিজের আবেদন করতে হবে এনআইকে।
আদালত বলে, এনআইএ-র বিশেষ আদালতের অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না ছত্রধর মাহাতো নির্দেশ। পরবর্তী শুনানি ২৪ মার্চ।