মুম্বই: এবারের আইপিএল-এ খেলতে দেখা যাবে কিংবদন্তী সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরকে। নিলামে বেস প্রাইস ২০ লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
বৃহস্পতিবার চেন্নাইয়ে আইপিএল-এর নিলামে শেষ ক্রিকেটার হিসেবে দল পান অর্জুন। এরপর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হচ্ছেন। অনেকেই দাবি করছেন, সচিনের ছেলে হিসেবেই আইপিএল-এ সুযোগ পেয়েছেন অর্জুন। স্বজনপোষণ নিয়ে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন দিদি সারা তেন্ডুলকর। ইনস্টাগ্রাম স্টোরিতে সারা লিখেছেন, ‘কেউ তোমার কাছ থেকে এই কৃতিত্ব কেড়ে নিতে পারবে না। এই কৃতিত্ব তোমারই।’
এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের সিনিয়র দলের হয়ে অভিষেক হয় অর্জুনের। তার ফলেই তিনি আইপিএল-এর নিলামে সুযোগ পান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট পান তিনি। তবে প্রচুর রান খরচ করেন। সেই কারণে তিনি বিজয় হাজারে ট্রফির দল থেকে বাদ পড়েছেন। যদিও তাতে তাঁর আইপিএল-এ সুযোগ পাওয়া আটকায়নি।
মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে বলেছেন, ‘আমরা দক্ষতার ভিত্তিতেই অর্জুন তেন্ডুলকরকে দলে নিয়েছি। ও সচিন তেন্ডুলকরের ছেলে, এই তকমা রয়েছে। তবে সৌভাগ্যবশত, ও একজন বোলার, ব্যাটসম্যান নয়। তাই আমার মনে হয়, ও অর্জুনের মতো বল করতে পারলে গর্বিত হবে। অর্জুন অনেককিছু শিখতে পারবে। ও সবে মুম্বইয়ের হয়ে খেলা শুরু করেছে। এবার ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলবে। ওর বয়স কম, পরিণত হবে। ওকে সময় দিতে হবে। ওকে চাপে ফেলে দিলে হবে না। ওকে আমরা সাহায্য করব।’
মুম্বই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস জাহির খান বলেছেন, ‘আমি ওর সঙ্গে নেটে অনেকটা সময় কাটিয়েছি। ওকে বোলিংয়ের কিছু বিশেষ কৌশল শেখানোর চেষ্টা করেছি। ও পরিশ্রম করে, শিখতে চায়। সচিন তেন্ডুলকরের ছেলে হওয়ায় ওর উপর সবসময় অতিরিক্ত চাপ থাকবে। ওকে এটা নিয়েই চলা শিখতে হবে। দলের পরিবেশ ওকে সাহায্য করবে। এর ফলে ও ভাল ক্রিকেটার হয়ে উঠবে। কোনও তরুণ ক্রিকেটার যদি আইপিএল-এর নিলামে কোনও দলে সুযোগ পায় এবং সবাই তাকে নিয়ে আলোচনা করে, তাহলে সেই ক্রিকেটারকে নিজেকে প্রমাণ করতে হয় এবং দেখিয়ে দিতে হয় যে সে ভাল ক্রিকেটার।’
এর আগে আইপিএল-এ খেলার সুযোগ না পেলেও, মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন অর্জুন। গতবার সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল-এ নেট বোলার হিসেবে দলের সঙ্গে গিয়েছিলেন তিনি। এবার মূল দলে সুযোগ পাওয়ার পর কোচ, সাপোর্ট স্টাফ ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের ধন্যবাদ জানিয়েছেন অর্জুন।