সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: একুশে নির্বাচনের আগে তৃণমূলের নতুন দলীয় কার্যালয় উদ্বোধনকে ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল পুরুলিয়ায়। পুরনো কার্যালয় রয়েছে। তা সত্বেও একই এলাকায় ব্লক সভাপতির অনুমোদন না নিয়েই আবার নতুন করে দলীয় কার্যালয়ের উদ্বোধন হল পুরুলিয়া ২ নম্বর ব্লকের বোঙ্গাবাড়ি এলাকায়।  


এদিন রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২ নম্বর ব্লকের বোঙ্গাবাড়ি এলাকায় জেলা পরিষদ পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ হলধর মাহাতোর উদ্যোগে একটি তৃণমূল কার্যালয়ের উদ্বোধন হয়। মন্ত্রী শান্তিরাম মাহাতো ছাড়া এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল না জেলা সভাপতি, ব্লক সভাপতিকে। আর এতেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল পুরুলিয়া ২ নম্বর ব্লক এলাকায়। কারোও অনুমোদন না নিয়ে বেআইনি ভাবে কার্যালয়ের উদ্বোধন করে তৃণমূলের একাংশ নিজস্বতা করতে চাইছে বলে অভিযোগ ব্লক সভাপতি কাঞ্চন দিগরের ।


অন্যদিকে কার্যালয় প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা জেলা পরিষদ পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ হলধর মাহাতোর দাবি, "কোথাও কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। পুরোনো কার্যালয়টি পুরানো গাড়ির শোরুমে পরিণত হয়েছে, তাই নতুন কার্যালয় প্রতিষ্ঠা করা হল। ২০০৮ সালে যখন আমাদের পার্টি হেরে যায় তখন ওই অফিসটা বন্ধ হয়ে যায়। আর ওটা কার্যালয় ছিল না। ওটা দোকান খোলার মত খুলে রেখেছিল।


এই নিয়ে মন্ত্রী শান্তিরাম মাহত বলেন, অফিস তো হতেই পারে। আর ওটা ব্লক অফিস নয়। জেলা পরিষধের সদস্য হলধর মাহাত একটা অফিস করেছেন। আজ দীর্ঘদিন ধরে ওই এলাকার লোকজন কোন যোগাযোগ করতে পারছিলেন না। যে অফিসটা আছে সেখানেও কেউ বসেনা। ফলে যোগাযোগের জন্য একটা অফিস করেছে এতে বির্তকের কোনও বিষয় নেই আর গোষ্ঠীদ্বন্দ্বের কোন জায়গা নেই। আর ওই অফিসে উনিও বসতেন পারেন।