কলকাতা: খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়েছেন তিনি। তৃণমূলে যোগ দিয়েই বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। আর তাঁকেই একহাত নিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শ্রীলেখার প্রশ্ন, তুইও বিক্রি হয়ে গেলি?
সায়নীর দলে যোগ দেওয়ার খবর সামনে আসতেই ফেসবুক পোস্ট করেন শ্রীলেখা মিত্র। তিনি লেখেন, "এটা আশা করা যায় না। তুইও বিক্রি হয়ে গেলি। খেলতে নেমে গেলি? খুব দুঃখের খবর।"
বুধবার, হুগলির সাহাগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী সায়নী ঘোষ। অভিনেত্রীর তৃণমূলে যোগ দেওয়ার খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। আর এই খবর দেখেই নিজের হতাশা প্রকাশ করেন শ্রীলেখা মিত্র। তুইও খেলতে নেমে গেলি কটাক্ষ ছুঁড়ে দেন অভিনেত্রী।
আজ তৃণমূলে যোগ দিয়ে সায়নী বলেন, “যারা এখানে আছি তাঁরা কথা দিচ্ছি বাংলার মা বোনেদের আত্মসম্মান, আত্মমর্যাদা, সুরক্ষার কথা আমরা দেখে রাখব। বাংলার সার্বিক উন্নয়নেক কথা মাথায় রেখে আমরা এগিয়ে যাব। বাংলার শান্তি সম্প্রীতির বজায় রাখব। আমাদের বাংলার মাটি ১০ কোটি বঙ্গবাসীর হৃদয়ের স্পন্দন। শুধু ভোটের আগে সেটা কারও পাখির চোখ হয়ে উঠতে পারে না। নিজেদের উপর এবং মমতা বন্দ্য়োপাধ্যায়ের উপর বিশ্বাস রাখার আহ্বানও জানান তিনি।
উল্লেখ্য, সায়নী তৃণমূলে যোগ দেওয়াতে অবাক ওয়াকিবহল মহলের একাংশ। বছর দুয়েক আগের কথা। অনীক দত্ত পরিচালিত ভবিষ্যতের ভূত সিনেমা হলে প্রদর্শনী বন্ধ হয়ে যায়। সেই সময় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন একাধিক শিল্পী। সেই তালিকায় ছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ। একাধিক মঞ্চে উঠেও প্রতিবাদ করেছেন সায়নী। সেই সায়নীর তৃণমূলে যোগ সহজ ভাবে মেনে নিতে পারেননি শ্রীলেখা। আর তাই ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়।