পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তার আগেই বিপুল ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেস! বিধানসভা ভোটের আগে এক অভিনব ভোট হল টালাতে। কলকাতা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটরের উদ্যোগে টালা পার্কের ইন্দিরা ময়দানে এক গণবিবাহের আয়োজন করা হয় রবিবার। সেখানে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদীয়া, হাওড়া, বীরভূম থেকে পাত্র-পাত্রীদের নিয়ে এসে গণবিবাহ সম্পন্ন করা হয়। সেই বিয়ের আগেই ব্যালট পেপারে ভোট দিলেন নবদম্পতিরা। ৭০ জন দম্পতি ভোটাধিকার প্রয়োগ করলেন। প্রতীকী ব্যালটবক্সে নিজেদের মতামত দিলেন। ঘোষণা হল ভোটের ফলাফলও।


ভোটের ফল বলছে, তৃণমূল কংগ্রেস ৫৪, বিজেপি ১০, বাম কংগ্রেস জোট পেল 6টি ভোট। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, অতীন ঘোষ, দেবাশিস কুমার সহ অন্যান্য অতিথিরাও। ভোটের ফল ঘোষণা করলেন মঞ্চ থেকে মদন মিত্র বললেন খেলা হয়ে গেল। এইরকম সমীক্ষার মাধ্যমে আসলে জনসংযোগের অভিনব উদ্যোগ ৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর গৌতম হালদারের। 


গোটা অনুষ্ঠানজুড়ে ছিল এলাহি আয়োজন। তত্ত্বতে ছিল সাইকেল, খাট, সেলাই মেশিন, আলমারি, সোনার কানের দুল, হীরের নাকছাবি, হাত ঘড়ি থেকে ঘর সাজানো সামগ্রী। আর খাবারের মেনুতে মাছ মাংস সহ একাধিক রকমারি পদ। গণবিবাহ হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, সাঁওতাল সম্প্রদায়ের বিবাহ সম্পন্ন করার জন্য পুরোহিত, মৌলানা, ফাদার সকলেই ছিলেন। ভালোবাসার আজকের বিশেষ দিনে ব্যালট পেপার হাতে নিয়ে ফটোশ্যুটও হল অনুষ্ঠানে। বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়নি। তার আগেই রাজ্য রাজনীতিতে পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। রাজনৈতিক দলগুলি নানা অভিনবত্ব যখন আনছেন ভোট প্রচারে সেখানে এইরকম কাল ভোট কতটা অক্সিজেন জোগাবে তা বলা না গেলেও উদ্যোক্তাদের মধ্যে উৎসাহের অভাব ছিল না। বিরোধীরা কটাক্ষ করে বলছেন আগামী দিনে বিপুল মানুষের মতামতই বলবে আসল খেলার ফলাফল।