Durga Ekadashi 2021 Live Updates: বেআইনি প্রোমোটিংয়ের চেষ্টার অভিযোগ, ফেসবুকে ফের বিস্ফোরক মদন মিত্র

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...

abp ananda Last Updated: 16 Oct 2021 11:01 PM
West Bengal News Live : বেআইনি প্রোমোটিংয়ের চেষ্টার অভিযোগ, ফেসবুকে ফের বিস্ফোরক মদন মিত্র

ফেসবুকে ফের বিস্ফোরক মদন মিত্র! এবার কামারহাটি পুরসভা এলাকার মেঘনার মাঠে তৃণমূল নেতাদের একাংশের মদতে প্রোমোটিংয়ের চেষ্টার অভিযোগ তুললেন স্থানীয় তৃণমূল বিধায়ক। বেআইনিভাবে প্রোমোটিংয়ের চেষ্টা করা হলে কব্জি কেটে নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন মদন মিত্র।

West Bengal News Live : সোনারপুরে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ মত্ত যুবকদের বিরুদ্ধে

রাস্তায়, কুকুরকে ধাক্কা মারায়, সোনারপুরে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মত্ত যুবকদের বিরুদ্ধে। পুলিশকর্মীর বাঁ হাতের আঙুল ভেঙে গেছে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal News Live : একাদশী তিথিতে রাজবংশী সমাজের শস্যরক্ষার দেবী ভাণ্ডানির আরাধনা

বিষাদের দিনে বোধনের সুর। দশমীর পরের দিন অর্থাৎ একাদশী তিথিতে রাজবংশী সমাজের শস্যরক্ষার দেবী ভাণ্ডানির আরাধনা ঘিরে শুরু অন্য শারদ উৎসব। আনন্দে মাতলেন ময়নাগুড়ির বার্নিশ এলাকার বাসিন্দারা।

West Bengal News Live : দশমীর পর একাদশীতেও প্রতিমা নিরঞ্জন

দশমীর পর একাদশীতেও প্রতিমা নিরঞ্জন। গতকাল যুদ্ধকালীন তত্‍পরতায় ঘাট সাফাইয়ে নামেন কলকাতা পুরসভার কর্মীরা৷ ঘাট থেকে সরিয়ে ফেলা হয় প্রতিমার কাঠামো, ফুল-সহ বর্জ্য পদার্থ।

West Bengal News Live : কার্শিয়ং থেকে মহানদী পর্যন্ত ফের চালু টয় ট্রেন পরিষেবা

কার্শিয়ং থেকে মহানদী পর্যন্ত ফের চালু হল টয় ট্রেন পরিষেবা। মাত্র ৮ কিলোমিটার রাস্তায় এই পরিষেবার নাম রেড পাণ্ডা। সপ্তাহের ২ দিন মিলবে এই পরিষেবা। 

West Bengal News Live : বিজয়ার কোলাকুলি নয়, বদলে হাতজোড় করে শুভেচ্ছা বিনিময় করুন; রাজ্যবাসীর কাছে অনুরোধ সরকারের

বিজয়ার কোলাকুলি নয়, করবো হাতজোড়। মহামারী যাবে কেটে, আসবে নতুন ভোর। করোনা আবহে রাজ্যবাসীর কাছে অনুরোধ সরকারের। ‘উৎসবের মরশুমে বিজয়ার কোলাকুলি নয়’, ‘বদলে কোভিডবিধি মেনে হাতজোড় করে শুভেচ্ছা বিনিময় করুন’। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে রাজ্যবাসীর কাছে অনুরোধ।

West Bengal News Live : বাড়ি থেকে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

বাড়ি থেকে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। টালিগঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযোগকারিণীর পরিচিত যুবক, নাম সুজিত ঘোষ, দাবি পুলিশের।

West Bengal News Live : সোম ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ভ্রুকুটি। ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সোম ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বেশি দুর্যোগের আশঙ্কা। কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। দুর্যোগের আঁচ পড়বে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরেও। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ।

West Bengal News Live : দুর্গাপুজোর একাদশীতে শ্মশানকালী বিসর্জন দুবরাজপুরে

দুর্গাপুজোর একাদশীতে শ্মশানকালী বিসর্জন। দুবরাজপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ডের মা শ্মশানকালীর বিসর্জন। শতাব্দী প্রাচীন এই কালীর বৈষ্ণবমতে পুজো হয়ে থাকে এবং বৈষ্ণবরাই সারা বছর মায়ের সেবা করেন। আর কালীর পুজো করেন বৈষ্ণব সেবায়েতই।

West Bengal News Live : একাদশীতেও শহরে উৎসবের রেশ, ফাঁকা মণ্ডপে প্রতিমা দর্শনে ব্যস্ত প্রবীণরা

একাদশীতেও শহরে উত্সবের রেশ। ফাঁকা মণ্ডপে প্রতিমা দর্শনে ব্যস্ত প্রবীণরা। করোনার কথা মাথায় রেখে পুজোর কটাদিন ভিড় এড়াতে ওঁরা ছিলেন ঘরবন্দি। পুজো মিটতেই বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। একাদশীর সকালে প্রবীণদের দেখা মিলল টালা প্রত্যয়ের মণ্ডপে। এবার ফাঁকা মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার পালা।

West Bengal News Live : অশোকনগরে ইমারতি দ্রব্যের দোকানে ভরদুপুরে লুঠ

অশোকনগরে ইমারতি দ্রব্যের দোকানে ভরদুপুরে লুঠ। ক্যাশবাক্স খুলে ৯০ হাজার টাকা লুঠ। বাইকে চেপে এসে লুঠ করে পালাল ২ দুষ্কৃতী। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্তে পুলিশ।

West Bengal News Live : আরও জটিল আর জি করের পরিস্থিতি, বেলগাছিয়া ব্রিজের উপর বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের একাংশের

আরও জটিল আর জি করের পরিস্থিতি। ক্যাম্পাস ছেড়ে রাস্তায় নেমে আন্দোলনে বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা। বেলগাছিয়া ব্রিজের উপর বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের একাংশের। প্রিন্সিপালের ইস্তফার দাবিতে অনড় পড়ুয়া চিকিৎসকরা।

West Bengal News Live: মল্লিকবাজারে রেস্তোরাঁয় আগুন

মল্লিকবাজারে রেস্তোরাঁয় আগুন। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। দ্রুত খালি করে দেওয়া হয় রেস্তোরাঁ। রান্নাঘর থেকে আগুন লাগে বলে সন্দেহ।

West Bengal News Live: মালদায় অধ্যাপকের বাড়িতে চুরি

কেউ না থাকার সুযোগ নিয়ে অধ্যাপকের বাড়িতে  চুরি। বাড়ির জিনিসপত্র লুটপাট করে চম্পট দিল চোরের দল। ঘটনাটি মালদার চাঁচলের খেমপুরের। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। 

West Bengal News Live: রেললাইনে বসে ভিডিও শ্যুট করতে গিয়ে মৃত্যু কিশোরের

রেললাইনে বসে ভিডিও শ্যুট করতে গিয়ে মৃত্যু হল কিশোরের। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বর স্টেশনের কাছে। স্থানীয় সূত্রে খবর, দশমীর বিকেলে রেললাইনের ধারে ভিডিও শ্যুট করছিল তিন কিশোর। সেইসময় আপ তিন নম্বরে লাইনে চলে আসে ব্যান্ডেলগামী লোকাল ট্রেন। হর্ন বাজালেও তা শুনতে পায়নি ভিডিও শ্যুটে ব্যস্ত কিশোর। ট্রেনের ধাক্কায় রেললাইনের ধারে পাথরের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৬ বছরের কিশোরের। বন্ধুদের মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তের ছবি। ঘটনার তদন্তে নেমেছে শেওড়াফুলি জিআরপি। 

WB News Live Updates: ঘাট সাফাইয়ের কাজে তত্‍পর পুরসভা

গতকাল দশমীতে অধিকাংশ পুজোরই প্রতিমা নিরঞ্জন হয়ে গিয়েছে৷ আর এরপরই যুদ্ধকালীন তত্‍পরতায় ঘাট সাফাইয়ের কাজে নেমে পড়লেন কলকাতা পুরসভার কর্মীরা৷ সকাল থেকে গঙ্গার বিভিন্ন ঘাট পরিষ্কারের কাজ চলছে। ঘাট থেকে সরিয়ে ফেলা হচ্ছে প্রতিমার কাঠামো, ফুল-সহ বর্জ্য পদার্থ। পাশাপাশি, চলছে আবর্জনা সাফাই। 

West Bengal News Live: নর্দমার মধ্যে থেকে উদ্ধার কয়েক বস্তা ভোটার কার্ড

অশোকনগর থানার যশোর রোডের ধারে নর্দমার মধ্যে থেকে উদ্ধার বেশ কয়েক বস্তা ভোটার কার্ড এবং তার জেরক্স।  পুলিশ সূত্রে জানা গেছে বেশির ভাগই ভোটার আই কার্ড এবং খাদ্য সুরক্ষার কুপন গুলি  বাগদা ব্লকের। বিপুল পরিমাণ রেশন কার্ড এবং খাদ্যসাথী কুপন কি করে এখানে এল তা খতিয়ে দেখছে পুলিশ।  এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ তদন্তে নেমেছে।

WB News Live Updates: ঠাকুর দেখতে বেরিয়ে আউশগ্রামে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার যুবতী

দশমীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে আউশগ্রামে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার যুবতী। পুলিশ সূত্রে খবর, বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে যাবেন বলে গতকাল বাড়ি থেকে বের হন বছর আঠাশের যুবতী। সন্ধেয় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে মোলডাঙা এলাকায় রাস্তার ধার থেকে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন যুবতী। মাদক খাইয়ে বেহুঁশ করা হয়েছিল কি না খতিয়ে দেখছে পুলিশ। 

West Bengal News Live: নরেন্দ্রপুরে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ

পঞ্চমীর রাতে নরেন্দ্রপুরে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। মৃতের নাম চন্দন রায়। ঘটনাটি ঘটেছে রানিয়া তিরিশ ফুট এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, এ বছরের ১ জানুয়ারি স্থানীয় কয়েকজনের সঙ্গে চন্দনের গন্ডগোলের জেরে মারপিট হয়। পঞ্চমীর দিন ওই যুবককে একা পেয়ে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। পুলিশ আক্রান্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গতকাল রাতে হাসপাতালেই মৃত্যু হয় যুবকের। পুরনো শত্রুতার জেরে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ মৃতের পরিবারের। এই ঘটনায় খুনের মামলা রুজু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তরা অধরা। 

WB News Live Updates: বালিগঞ্জে সেনা ক্যাম্পে জওয়ানের রহস্যমৃত্যু, জঙ্গল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

বালিগঞ্জে সেনা ক্যাম্পে জওয়ানের রহস্যমৃত্যু। ক্যাম্পের জঙ্গল থেকে গলায় তার জড়ানো অবস্থায় উদ্ধার ঝুলন্ত দেহ। মৃতের নাম অশোক গারাগাদ। বাড়ি কর্ণাটকে। গতকাল রাতে সেনা ক্যাম্পের জঙ্গল থেকে ওই জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার করে বালিগঞ্জ থানার পুলিশ। দেহের কাছ থেকে মিলেছে হিন্দিতে লেখা সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, বছর ছত্রিশের ওই জওয়ানের উত্তরবঙ্গে কর্মরত ছিলেন। বদলির পর ৫ অক্টোবর কলকাতায় আসেন। সুইসাইড নোটটি কার লেখা খতিয়ে দেখছে পুলিশ। 

West Bengal News Live: বচসার জেরে বোতল ভেঙে দুই যুবকের গলায় ঢুকিয়ে দেওয়ার অভিযোগ

দশমীর রাতে ঠাকুর দেখতে গিয়ে ধাক্কাধাক্কি। তার জেরে বোতল ভেঙে দুই যুবকের গলায় ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটার কৃষি মেলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দশমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে ভিড়ের চাপে ধাক্কাধাক্কি শুরু হয়। এই নিয়ে দু’ দল যুবকের মধ্যে বচসা বাধে। আচমকাই বোতল ভেঙে দুই যুবকের গলায় ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর জখম দুই যুবককে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। সাময়িক উত্তেজনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ। 

WB News Live Updates: সঙ্গীতশিল্পী রাশিদ খানকে প্রাণনাশের হুমকি, তোলা চাওয়ার অভিযোগ

সঙ্গীতশিল্পী রাশিদ খানকে দেওয়া হয় প্রাণনাশের হুমকি, পাশাপাশি ৫০ হাজার টাকা তোলাও চাওয়া হয় বলে অভিযোগ। শিল্পী রাশিদ খানের অভিযোগ, দিনকয়েক আগে মোবাইলে দফায় দফায় ফোন আসে। ফোনে তাঁর বড় মেয়েকে বলা হয়, বাড়ির সামনে স্নাইপার তাক করা আছে, বাড়ি থেকে বেরোলেই গুলি করা হবে শিল্পীকে।

West Bengal News Live: সোনারপুরে ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগ

রাস্তায় কুকুরকে ধাক্কা মারায়, ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগ উঠল সোনারপুরে। গতকাল রাতে ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট রাজা রায়। তাঁর অভিযোগ, মাঝরাস্তায় চলে আসায় একটি কুকুর তাঁর বাইকের ধাক্কায় জখম হয়। এরপর কয়েকজন মত্ত যুবক ট্রাফিক সার্জেন্টের ওপর চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে বাইক ফেলে কোনওক্রমে পালিয়ে বাঁচেন ট্রাফিক সার্জেন্ট। সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। 

WB News Live Updates: আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

বর্ষা বিদায় নিলেও, দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি। সকালে রোদ থাকলেও, শনিবার বেলা গড়ালে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী জেলাগুলিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবি ও সোমবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আজ থেকে বৃষ্টি শুরু হবে। চলবে মঙ্গলবার পর্যন্ত।

West Bengal News Live: কলকাতায় জ্বালানির দামে নতুন রেকর্ড

উৎসবের মরশুমে লাগাতার জ্বালানির দাম বাড়িয়েই চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। শনিবার আরও একবার রেকর্ড ছুঁল পেট্রোল-ডিজেলের দাম। আজ কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৩৬ পয়সা ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ল। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৬ টাকা ১০ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৭ টাকা ৩৩ পয়সা। পুজোর আগে থেকেই ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। ফলে জিনিসপত্রের দামও চড়ছে। করোনা আবহে সবদিক থেকে পকেটে টান পড়ায় সঙ্কটে সাধারণ মানুষ। 

WB News Live Updates: দশমীর রাতে ইএম বাইপাসে গাড়ি উল্টে আহত ১

দশমীর রাতে ইএম বাইপাসে গাড়ি উল্টে দুর্ঘটনা। জখম এক। রাত দেড়টা নাগাদ চিংড়িঘাটা থেকে রুবিগামী অ্যাপ ক্যাব বেপরোয়া গতিতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনার জেরে বাইপাসের একটি লেনে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন ১ মহিলা-সহ ৩ জন। ২ জনকে আটক করেছে পুলিশ। মত্ত অবস্থায় গাড়ি চালানোর জেরেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

West Bengal News Live: বৃষ্টিভেজা দশমীর সন্ধায় বেলুড়মঠে হল প্রতিমা নিরঞ্জন

বৃষ্টিভেজা দশমীর সন্ধায় বেলুড়মঠে হল প্রতিমা নিরঞ্জন। বাদ্যের সঙ্গে সন্ন্যাসীদের নৃত্য সহকারে শ্রীশ্রীমায়ের ঘাটে বিসর্জন দেওয়া হয়। এদিন সকালে মঠে হয় দশমী পুজো।  রীতি মেনে ঘট বিসর্জনের পর দর্পণে হয় দেবী দর্শন। বিকেলের পর মূল মন্দিরে সন্ধ্যারতির পর শুরু হয় নিরঞ্জনের প্রস্তুতি। আরতি, সিঁদুর খেলা, মিষ্টিমুখ, ধুনুচি নাচ এবং শেষে ঢাক-ঢোল বাজিয়ে সন্ন্যাসী ও মহারাজদের শোভাযাত্রা, জয়ধ্বনি দিয়ে দেবীকে নিয়ে গিয়ে শ্রীশ্রীমায়ের ঘাটে বিসর্জন দেওয়া হয়। করোনা আবহে দুর্গাপুজোয় বেলুড় মঠ এবার ভক্তশূন্য। কালীপুজো ও ছটপুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে মঠের দরজা। 

প্রেক্ষাপট

দশমীতে মণ্ডপে মণ্ডপে দেবীবরণ, সিঁদুর খেলার পর প্রবল বৃষ্টির মধ্যেই ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জন। বিজয়ার শুভেচ্ছা মোদি-মমতার।


দেবীবরণের পর ধুনুচি নাচ পাওলি দামের। সিঁদুর খেলায় মাতলেন রীতাভরী, ঈষা, সোহিনী, উষসী, জুন মালিয়া। 


মাঝ গঙ্গায় শোভাবাজার রাজবাড়ির প্রতিমা বিসর্জন। টাকিতে ইছামতীতে প্রতিমা বিসর্জনের সাক্ষী দুই বাংলার মানুষ। রীতি মেনে বেলুড় মঠে প্রতিমা বিসর্জন।


গঙ্গায় প্রতিমা-বিসর্জন, দূষণ রোধে দইঘাটে কৃত্রিম জলাশয়। হোসপাইপ দিয়ে ধুয়ে ফেলা হল প্রতিমার রং। ত্রিধারা সম্মিলনী, বেহালা আদর্শ পল্লির মণ্ডপের সামনে কৃত্রিম জলাধারে প্রতিমা বিসর্জন।


কোভিড আবহে মুদিয়ালিতে ভ্যাকসিন সার্টিফিকেট দেখিয়ে সিঁদুর খেলার অনুমতি। কুমোরটুলি সর্বজনীন, ম্যাডক্স স্কোয়ারে সিঁদুর খেলায় নিষেধাজ্ঞা। 


নিম্নচাপের জেরে কলকাতায় ভারী বৃষ্টি। আজ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।


প্রবাসেও পুজোর আনন্দ। ইংল্যান্ডের ক্যামডেন, বার্কশায়ার, ইলিং, বার্লিন, জার্মানির স্টুটগার্টে জমজমাট দুর্গাপুজো। মুম্বইয়ে নর্থ বম্বে সর্বজনীনে করোনা বিধি মেনে সিঁদুর খেলা।


অশুভ শক্তির বিনাশের পর শুভর সূচনা। দেশজুড়ে পালিত দশেরা উৎসব। 


দুর্গাপুজো ঘিরে বাংলাদেশে উত্তেজনা। কঠোর হাতে মোকাবিলা, আশ্বাস শেখ হাসিনার। বাংলাদেশে দুর্গাপুজো শান্তিতেই। দৃঢ় মনোভাব দেখাচ্ছে বাংলাদেশ সরকার। আশাপ্রকাশ ভারতের বিদেশমন্ত্রকের।


রাজ্যে কমলেও কলকাতায় বাড়ল দৈনিক সংক্রমণ। মৃত্যুতে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা। দেশে মোট ভ্যাকসিনেশন ৯৭ কোটি পার। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.