West Bengal News Live: বাঁশদ্রোণীতে ফের শ্যুটআউট, সোনালি পার্কের কাছে যুবককে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...
তৃণমূল ও সিপিএম প্রার্থী ঘোষণা করলেও, শান্তিপুরে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। এই পরিস্থিতিতে, প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল ও সিপিএম। বিজেপি এই বিধানসভার নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে
কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে চাঙড় ভেঙে চাঞ্চল্য ছড়াল। ব্যবসায়ীদের অভিযোগ বহুবার প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েও এই সমস্যার সমাধান হয়নি । এমনিতেই করোনার দাপটে ব্যবসার অবস্থা খুবই খারাপ তার মধ্যে মাঝেমধ্যেই এভাবে চাঙড় খসে পড়ছে এতেই ক্রেতারা বাজারে আসতে ভয় পাচ্ছে । অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে পুজোর পরেই বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা ব্যবসায়ী সমিতি ।
বাঁশদ্রোণীতে ফের শ্যুটআউট। সোনালি পার্কের কাছে চলল গুলি, যুবককে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের।গুলিবিদ্ধ যুবককে ভর্তি করা হল হাসপাতালে।।অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের, আহতের সঙ্গে কথা পুলিশের
করোনা আবহে এবারও ঐতিহ্যের ছোঁয়াটুকু রেখেই ইছামতীতে বিসর্জন পর্ব সারতে চায় প্রশাসন। সেইমতো ১৫ অক্টোবর বিজয়া দশমীর দিন নদীর বুকে দর্শক সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে। প্রশাসন সূত্রে খবর, করোনা পরিস্থিতির কারণে দর্শকদের নৌকা ভাড়া করে ইছামতীতে ঘুরতে দেওয়া হবে না।
প্রশাসনিক উদাসীনতায় বারাসাতে বেহাল নিকাশি ব্যবস্থা। শাসকদলের রাজনৈতিক স্বার্থরক্ষার মাসুল দিতে গিয়ে বুজে যাচ্ছে খাল। এমনই
অভিযোগে সরব হলেন বারাসাতবাসীর একাংশ। পাল্টা প্লাস্টিক সচেতনতা ইস্যুতে নাগরিকদের একাংশকে কাঠগড়ায় তুলেছে পুরকর্তৃপক্ষ।
পাশঁকুড়ার তৃণমূল নেতা কুরবান শাহ খুনের মামলার তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এর ফলে সাক্ষ্যগ্রহণ হল না তমলুক জেলা আদালতে। ভিনরাজ্যে মামলা নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছে মৃতের পরিবার। এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।
আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরিবারের মহিলা সদস্যদের মারধর করে একটি ঘরে আটকে রেখে, নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিল ডাকাত দল। দুঃসাহসী ডাকাতির ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নদিয়ার শান্তিপুর থানার আড়বলদা গ্রামে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অগ্নিকাণ্ডের পর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কলুটোলার গুদাম। তিনতলা বাড়ির একাধিক জায়গায় দেখা দিয়েছে ফাটল। আগুনে শেষ গুদাম। ক্ষতিগ্রস্ত। বেশ কয়েকটি পরিবারের জীবন-জীবিকা এখন অনিশ্চিয়তার মুখে।
করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় নজরে চিকিৎসা পরিকাঠামো। বরাদ্দ করা হল ২ কোটি ৪২ লক্ষ টাকা। হাসপাতালগুলিতে পরিকাঠামো উন্নয়নের কাজ সম্পূর্ণ করতে বরাদ্দ। অক্সিজেনের পাইপলাইন, আইসিইউ বেড, নতুন ওয়ার্ড তৈরির জন্য বরাদ্দ।নার্সদের হস্টেল সংস্কার-সহ অন্যান্য কাজ দ্রুত শেষ করতে নির্দেশ।এসএসকেএম, আরজি কর, বি সি রায় শিশু হাসপাতালের জন্য বরাদ্দ।বরাদ্দ করা হয়েছে বর্ধমান মেডিক্যাল, উত্তরবঙ্গ মেডিক্যালের জন্য।ভাটপাড়া হাসপাতালের জন্যেও টাকা বরাদ্দ করা হয়েছে
হোমগার্ডকে চড় মারার ঘটনায় আত্মসমর্পণ করলেন বিজেপি নেতা দেবদত্ত মাজি। গ্রেফতারি এড়াতে আগেই এই মামলায় তিনি জামিন পান। জামিনের শর্ত অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করেন বিজেপি নেতা।
নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এলে সুবিধা হবে তৃণমূলেরই। তাঁকে দেখলে ভোট দেবে না মানুষ। উপ নির্বাচনের আগে এইভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কটাক্ষ করলেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। মানুষ কি দুষ্কৃতীকে ভোট দেবে? পাল্টা প্রশ্ন তুলে খোঁচা দিয়েছে বিজেপিও
রাজ্যে করোনায় কমল সংক্রমণ, বাড়ল মৃত্যু।রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬১৯ জন, মৃত ১১।গত ২৪ ঘণ্টায় একদিনে সুস্থ ৬৩৭ জন।দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা।
৭ অক্টোবর দুপুর ২টোয় বিধানসভায় শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ অক্টোবর শপথ নেবেন জাকির হোসেন, আমিরুল ইসলাম।ভবানীপুর, জঙ্গিপুর, সামশেরগঞ্জের বিধায়করা শপথ নেবেন।শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল।ট্যুইট জগদীপ ধনকড়ের। ‘নজিরবিহীন, এরকম আগে কখনও শুনিনি’,রাজ্যপালের ভূমিকায় ক্ষোভপ্রকাশ বিধানসভার অধ্যক্ষের
পূর্ব মেদিনীপুরের পটাশপুরের প্রায় ২০ হাজার পরিযায়ী শ্রমিক বন্যা পরিস্থিতিতে আক্ষরিক অর্থেই জলে পড়েছেন। জমানো টাকায় ঘর সারাবেন, নাকি ব্যবসা করবেন ভেবে পাচ্ছেন না। প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা। তৃণমূলের তরফে সাহায্যের আশ্বাস দেওয়া হলেও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
পুজোর দিনে লেকটাউনের যানজট কমাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সূত্রের খবর, পুজোর কদিন অন্য রুট দিয়ে গাড়ি ঘোরানো হতে পারে।
আজ সল্টলেক, লেকটাউনের বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখলেন বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। তিনি জানান, যাঁদের করোনা ভ্যাকসিনের ২টি ডোজ নেওয়া হয়েছে গেছে, শুধুমাত্র তাঁদের পুজো মণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করা যাবে।
ফের হাইকোর্টে ধাক্কা বিশ্বভারতী কর্তৃপক্ষের। ‘৯ সাসপেন্ডেড অধ্যাপককে হাজিরা খাতায় সই করে ঢোকার নির্দেশ অমানবিক’,জানিয়ে দিল হাইকোর্ট।অগাস্ট মাসে এই নির্দেশ দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হন ৫ সাসপেন্ডেড অধ্যাপক
হাওড়াতেও ঘোলা জলের সমস্যা। হাওড়া পৌরসভার তিনটি ওয়ার্ডে ঘোলা জলের সমস্যা।ঘুসুড়ির ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে ঘোলা জলের সমস্যা, বিপাকে স্থানীয়রা।পুরসভাকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি, অভিযোগ স্থানীয়দের।‘পাইপলাইনে ফাটলের কারণে বিপত্তি, এলাকায় পাঠানো হচ্ছে পানীয় জলের গাড়ি’, জানাল হাওড়া পুরসভা
এ বছর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল হবে না। পুজো কমিটিগুলি জলসার আয়োজন করতে পারবে না। খোলামেলা রাখতে হবে পুজো মণ্ডপ।মণ্ডপের মধ্যে মানতে হবে সামাজিক দূরত্ব। করোনাবিধি মেনে দুর্গাপুজো করতে হবে। নির্দেশ নবান্নের
৭ অক্টোবর বিধানসভায় শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ অক্টোবর শপথ নেবেন জাকির হোসেন, আমিরুল ইসলাম।ভবানীপুর, জঙ্গিপুর, সামশেরগঞ্জের বিধায়করা শপথ নেবেন।ট্যুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের
দিলীপ ঘোষ বললেন, ‘দুর্গাপুজোয় মানুষ যেন আনন্দ করতে পারে, বিধিনিষেধ কিছু শিথিল করা হোক’
তৃণমূলে যোগ দিতে পারেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস।তৃণমূলে যোগ দেওয়ার আগে মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করলেন বিজেপি বিধায়ক।আদিগঙ্গার জলে স্নান করে প্রায়শ্চিত্ত করলেন আশিস দাস।
দিলীপ ঘোষ বলেছেন, ‘দলের কয়েকজন নেতা আগের বছর দুর্গাপুজো করেছিলেন, এবারও করবেন।দলের তরফে কোনও দুর্গাপুজো করা হয় না’
‘বৃষ্টি হলেই ঘাটাল, সবং, পিংলা, দাঁতন, নারায়ণগড় জলমগ্ন হয়। বাঁধ মেরামতি, খাল সংস্কারে কেন্দ্রের অর্থ বরাদ্দ করলেও কাজ হয়নি।’ বললেন দিলীপ ঘোষ
রাজ্যের দেওয়া নিরাপত্তা ফিরিয়ে দিলেন দিলীপ ঘোষ।স্বরাষ্ট্র দফতরকে নিরাপত্তা ফেরাতে বলে চিঠি দিলেন দিলীপ।এখন থেকে কেন্দ্রের দেওয়া ওয়াই প্লাস নিরাপত্তাই পাবেন দিলীপ
রূপনারায়ণের বাঁধ ভাঙায় এখনও জলমগ্ন হুগলির খানাকুল ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। অধিকাংশ গ্রামবাসী আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। প্লাবনের জেরে ব্যাপক ক্ষতি হয়েছে ধান, সবজি ও বাদাম চাষে।
করোনা ও অন্যান্য বিধি মেনে পুজো হচ্ছে কি না, তা দেখতে আজ দক্ষিণ কলকাতার বড় পুজোমণ্ডপগুলি ঘুরে দেখছেন কলকাতার পুলিশ কমিশনার। তাঁর সঙ্গে রয়েছেন দমকল ও সিইএসসি-র আধিকারিকরাও। বিধাননগরের কমিশনার ঘুরে দেখছেন শ্রীভূমির পুজো। একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ পরিদর্শন করেছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী, নিউআলিপুর সুরুচি সঙঘে পরিদর্শন কলকাতা পুলিশ, দমকল ও সিইএসসি-র টিমের। বোসপুকুর শীতলামন্দির, তালবাগান, একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ একের পর এক পরিদর্শন করা হবে।
উত্তর ২৪ পরগনার নিমতার এম বি রোডে গাড়ির ধাক্কায় এক জনের মৃত্যু হল, আহত হয়েছেন তিনজন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আজ সকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি রেস্তরাঁয় ধাক্কা মারে। ঘটনায় পথচারী, ব্যবসায়ী সহ ৪ জন আহত হন। আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের মধ্যে ২ জনকে নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে একজনের মৃত্যু হয়।
পুজোর দিনে লেকটাউনের যানজট কমাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সূত্রের খবর, পুজোর কদিন অন্য রুট দিয়ে গাড়ি ঘোরানো হতে পারে। আজ সল্টলেক, লেকটাউনের বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখলেন বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। তিনি জানান, যাঁদের করোনা ভ্যাকসিনের ২টি ডোজ নেওয়া হয়েছে গেছে, শুধুমাত্র তাঁদের পুজো মণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করা যাবে।
মালদার কালিয়াচকের সুলতানগঞ্জে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হল ২ বালক। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একটি আমবাগানে জারের মধ্যে বোমা রাখা ছিল।সেগুলি নিয়ে বল ভেবে খেলতে গিয়ে আচমকা একটি বোমা ফেটে যায়। আহত হয় ২ বালক। তাদের নিয়ে যাওয়া হয় কালিয়াচক হাসপাতালে। একজনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হলেও আর একজন এখনও হাসপাতালে ভর্তি। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কালিয়াচক থানার পুলিশ।
পুজোর পর রাজ্যে স্কুল খোলার প্রস্তুতি। ‘কালীপুজোর মধ্যে ক্লাস উপযোগী করে তুলতে হবে স্কুলগুলিকে।‘ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্কুল ভবনগুলি সারাইয়ে জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দ। ৬ হাজার ৪৬৮টি স্কুল মেরামতির সিদ্ধান্ত সরকারের।
বাঁকুড়ায় ত্রাণ বিলি নিয়ে বিতর্কে জড়ালেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। গতকাল বাঁকুড়ার মাচানতলায় তৃণমূলের ব্যানারে ত্রাণ বিলি করেন তিনি। কিন্তু সেখানে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের স্ট্যাম্প লাগানো ত্রিপলও বিলি করা হয়। এ নিয়ে বিজেপির প্রশ্ন, দলীয়ভাবে কী করে একজন মন্ত্রী সরকারি ত্রাণ বিলি করতে পারেন। যদিও পঞ্চায়েতমন্ত্রী জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ত্রাণ তিনি দিয়েছেন। তাঁর পাল্টা প্রশ্ন, এতে বিতর্কের কী আছে?
করোনা ও অন্যান্য বিধি মেনে পুজো হচ্ছে কি না, তা দেখতে আজ দক্ষিণ কলকাতার বড় পুজোমণ্ডপগুলি ঘুরে দেখছেন কলকাতার পুলিশ কমিশনার। তাঁর সঙ্গে রয়েছেন দমকল ও সিইএসসি-র আধিকারিকরাও। একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ পরিদর্শন করেছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী, নিউআলিপুর সুরুচি সঙ্ঘ, নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো মণ্ডপও ঘুরে দেখবেন তিনি।
টাকি ইছামতি নদীতে বিসর্জন হবে ছোট করে। পর্যটকদের নদীতে নামার অনুমতি মিলল না প্রশাসনের তরফ থেকে। শুধুমাত্র প্রতিমা বিসর্জনের জন্য ৮ জন করে এক-একটি নৌকাতে উঠতে পারবেন। এমনটাই নির্দেশ বিএসএফ ও বিজিবি-র। ইচ্ছা না থাকলেও করোনা পরিস্থিতি ও সীমান্ত সুরক্ষার কথা ভেবে মেনে নিলেন টাকি পুরসভার প্রশাসক সোমনাথ মুখোপাধ্যায়।
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে এক আদিবাসী গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মন্তেশ্বর থানার পুলিশ ১ জনকে আটক করেছে।
কলুটোলায় ২০ ঘণ্টা পরও বহুতলের আগুন পুরোপুরি নেভেনি। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন জায়গায় এখনও পকেট ফায়ার রয়েছে। আজ সকালেও আগুন নেভানোর কাজ করছে দমকলের ১০টি ইঞ্জিন। এর মধ্যেই স্থানীয় প্রশাসনকে উদ্বেগে রেখেছে বাড়ির অবস্থা। গতকাল রাতেই বাড়ির একাংশ ভেঙে পড়েছে। বাড়ির বহু জায়গায় দেখা দিয়েছে ফাটল। প্লাস্টিকের খেলনা সহ যে সব সামগ্রী রাখা ছিল, সেখান থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে।
ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম বাড়ানো হল ২৯ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ৩০ পয়সা বেড়েছে। দাম বাড়ানোর জেরে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৩ টাকা ৩৬ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৪ টাকা ১৭ পয়সা।
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। কোচবিহারের দিনহাটায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ। উত্তর ২৪ পরগনার খড়দায় ফের দাঁড়াচ্ছেন দেবজ্যোতি দাস। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় আরএসপি-র প্রার্থী অনিলচন্দ্র মণ্ডল। নদিয়ার শান্তিপুরে সিপিএম প্রার্থী সৌমেন মাহাত। এদিকে, শান্তিপুরে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দিনহাটা, গোসাবা ও খড়দায় প্রার্থী দেওয়া হবে কি না, তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি। আগামী ৩০ অক্টোবর ৪ কেন্দ্রে উপনির্বাচন হবে।
প্রেক্ষাপট
হাইকোর্টের নির্দেশের পরেই বিধানসভায় ইডি-সিবিআই। ৭ অক্টোবর ফের তলব। ডাকলেও করা যাবে না কড়া পদক্ষেপ, জানাল আদালত। আজ শুনানি।
বিধায়ক হিসেবে মমতার শপথ নিয়েও সংঘাত। বিধানসভায় এসে বৃহস্পতিবার শপথবাক্য পাঠ করান রাজ্যপাল, অনুরোধ জানিয়ে চিঠি রাজ্যের।
ভবানীপুরে বিপুল ভোটে জয়ের পরে শীতলা মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে সঙ্গে নিয়ে পুজো দিয়ে হেঁটেই গেলেন গুরুদ্বারে।
ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিটের সদস্য নিয়োগ থেকে ক্ষতিপূরণ প্রক্রিয়ায় অসন্তুষ্ট হাইকোর্ট। সিল করা তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই।
কলুটোলা স্ট্রিটে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন। ঘিঞ্জি এলাকা হওয়ায় হিমশিম দমকলের ২৪টি ইঞ্জিন। আহত ১, ৫ জনকে উদ্ধার।
গঙ্গার জলে পলি, ঘোলা জলে জেরবার কলকাতা, হুগলি, নদিয়া। পানীয় জলের তীব্র সঙ্কট।
বৃষ্টি থামলেও, এখনও জলের তলায় ঘাটাল। পাশে থাকার বার্তা দিয়ে পরিদর্শনে দেব। ডিভিসির ছাড়া জলে এখনও ভাসছে খানাকুল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -