West Bengal News Live: ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় সিবিআইয়ের প্রথম গ্রেফতার, নদিয়ায় ধৃত ২
জেনে নিন রাজ্যের সমস্ত খবরের আপডেট
ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় সিবিআইয়ের প্রথম গ্রেফতার। নদিয়ায় চাপড়ায় বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার। বিজয় ঘোষ, অসীমা ঘোষ নামে ২ জনকে গ্রেফতার করল সিবিআই। ১৪ মে বিজেপি কর্মী ধর্ম মণ্ডলের উপর হামলা, ১৬ মে মৃত্যু। ১৬ মে এনআরএসে মৃত্যু হয় বিজেপি কর্মী ধর্ম মণ্ডলের।চাপড়ার বিজেপি কর্মীকে পিটিয়ে, খুনের অভিযোগ এফআইআরে নাম ছিল ধৃত ২ অভিযুক্তের
৩ দিন পর ফের ৭০০-র নীচে রাজ্যে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৬৬১ জন। একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের।কলকাতায় আক্রান্তর সংখ্যা এখনও শতাধিক, মৃত্যু ৩ জনের।সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা
ভোটের ফলপ্রকাশের দিন জগদ্দলে বিজেপির বুথ সভাপতির উপর হামলার অভিযোগ। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত শোভারানি মণ্ডলের মৃত্যুর অভিযোগ। এবার শোভারানি মণ্ডলের মৃত্যু-তদন্তে সিবিআই। সিজিও কমপ্লেক্সে শোভারানির পরিবার। তৃণমূলের হামলায় মৃত্যুর অভিযোগ।সিজিও কমপ্লেক্সে কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিত সরকারের দাদাও।
একমাসের মধ্যে দ্বিতীয়বার ধর্মঘটে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন।মৌড়িগ্রামে ইন্ডিয়ান ওয়েলের ডিপোয় কাজ বন্ধ।পরিবহণ খরচ বাড়ানোর দাবিতে ধর্মঘটে ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন।কলকাতা ও সংলগ্ন জেলায় পেট্রোল পাম্প ড্রাই হয়ে যাওয়ার আশঙ্কা
ভোট পরবর্তী হিংসা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন ও সিবিআইকে নিশানা তৃণমূলনেত্রীর। বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়ি যাচ্ছে বলে তোপ।
শমীক ভট্টাচার্য বলেছেন, ‘বিজেপি প্রতিহিংসামূলক রাজনীতি করে না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কখনও কুমন্তব্য বিজেপি করেনি। রাজ্যের তৃণমূলত্যাগী নেতারা প্রতিহিংসার শিকার হয়েছেন। টিকাকরণের নিরিখে বাংলা দেশের মধ্যে নীচের সারিতে। তৃণমূল সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করে না’
মমতার আক্রমণের জবাব রাজ্য বিজেপির। সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, ‘রাজ্য সরকারও বাংলার সম্পদ বিক্রির চেষ্টা করছেন।কিন্তু রাজ্য সরকার বিক্রি করতে পারছেন না। জাতীয় মানবাধিকার কমিশন সম্পর্কে অভিযোগ থাকলে আদালতকে জানাক তৃণমূল।’
বিজেপি সরকার দানবীয় সরকার, অমানবিক সরকার, এই সরকারটাকে দেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে, পোস্ট অফিস-ব্যাঙ্ক, এয়ারপোর্ট থেকে যত সম্পদ বিক্রি করে দেবে নাকি, দেশের পবিত্র মাটি কখনও বিক্রি হয়?
অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরাকে কয়লা পাচারকাণ্ডের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। এ নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, 'রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই অভিষেক ও তাঁর স্ত্রীর নাম জড়ানো হচ্ছে'।
আমাদের ছাত্ররা আমাদের গর্ব। তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসে আমি ছাত্রদের অদম্য প্রাণশক্তিকে অভিনন্দন জানাই। আমাদের সবাই মিলে এই দেশকে বৃহত্তর উচ্চতায় নিয়ে যাওয়ার সময় এসে গেছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি তোমরা সকলে তোমাদের ভবিষ্যত পরিকল্পনায় বিপুল সাফল্য পাবে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে ট্যুইট করে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ছাত্র-যুবদের উদ্দেশে ভার্চুয়াল বার্তা দেবেন তৃণমূল নেত্রী। দুপুর ২টো নাগাদ ভাষণ দেবেন তৃণমূলনেত্রী। কলকাতা-সহ বিভিন্ন জেলা, মহকুমা, ব্লকে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে শোনানো হবে নেত্রীর ভাষণ। ভার্চুয়াল অনুষ্ঠানে অভিনবত্ব আনতে প্রশাসনিক বৈঠকের ধাঁচে ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন তৃণমূল নেত্রী। এর আগে সকালে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ট্যুইট করে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর বার্তা, আমরা সবাই তোমাদের সাফল্য আর দলের প্রতি তোমাদের অবদানে গর্বিত। যে সমস্ত শক্তি গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে যোগ দিতে সব ছাত্রছাত্রীদের কাছে আজকের দিনে আমি আবেদন জানাচ্ছি
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে তলব ইডি-র। কয়লা পাচারকাণ্ডে তলব ইডি-র। খবর পিটিআই ও এএনআই সূত্রে
কলকাতা বিমানবন্দরে বিমানের চাকা ফেটে দুর্ঘটনা। রানবির দিকে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনাটি। এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমানে দুর্ঘটনা বলে খবর। রানবির দিকে যাওয়ার সময় পাইলট জানান যান্ত্রিক ত্রুটির জন্য সে পার্কিং ওয়েতে ফিরতে চায়। ATC-র অনুমতি পেয়ে পার্কিং বে তে ফেরার সময় ফেটে যায় বিমানের একটি চাকা। ট্যাক্সিং করার সময় দুর্ঘটনা হওয়ার ফলে টাক্সি বেতে দাঁড়িয়ে পড়ে বিমানটি।
বীরভূমের লোকপুরে পুকুর পাড় থেকে উদ্ধার হল বোমা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে লোকপুরের নওপাড়া গ্রামে হানা দেয় পুলিশ। পুকুর পাড়ে ঝোপের মধ্যে প্লাস্টিকের জার থেকে ২০টা তাজা বোমা উদ্ধার হয়। গোটা এলাকা ঘিরে রাখা হয়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। কারা ওখানে বোমা মজুত করেছিল, খতিয়ে দেখা হচ্ছে।
বিষ্ণুপুর পুরসভার টেন্ডার দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। পুলিশের দাবি, প্রাক্তন মন্ত্রী ও পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পোস্ট অফিসে ৮টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। তদন্তকারীদের হাতে এসেছে চারটি জমির দলিল। জমিগুলো মোটা টাকায় কেনা হয়েছিল বলে পুলিশের দাবি। গতকাল বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এনিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। পুলিশের দাবি, ধৃত রামশঙ্কর মহান্তি প্রাক্তন মন্ত্রীর হয়ে আর্থিক লেনদেনের বিষয়টি দেখভাল করতেন। তাঁর বাড়ি থেকে ১৯ লক্ষ ৭০ হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে। এছাড়াও, টেন্ডার দুর্নীতিকাণ্ডে বিষ্ণুপুর পুরসভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ।
বিরোধীরা কিছু করলেই গ্রেফতার করা হচ্ছে। অথচ যারা আইন করেছে তারা মানছে না। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে জমায়েত প্রসঙ্গে আক্রমণ দিলীপ ঘোষের।
আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ছাত্র-যুবদের উদ্দেশে ভার্চুয়াল বার্তা দেবেন তৃণমূল নেত্রী। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শোনানো হবে নেত্রীর ভাষণ
পক্ষাঘাতগ্রস্ত এক প্রৌঢ়ার হাতে স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দিলেন পুরুলিয়ার রঘুনাথপুরের মহকুমাশাসক। কার্ড তৈরি থেকে প্রদান, সব কাজই হল প্রৌঢ়ার বাড়িতে।
নদিয়ার চাপড়ায় নিহত বিজেপি কর্মীর খুনের তদন্তে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন সিবিআইয়ের তদন্তকারীরা। নিহত বিজেপি কর্মী ধর্ম মণ্ডলের খুনের তদন্তে আজ সকাল সাড়ে ৭টা নাগাদ হৃদয়পুর গ্রাম পঞ্চায়েত অফিসে যান সিবিআই অফিসাররা। তল্লাশি চলাকালীন বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ, সিবিআই বিজেপির হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তদন্ত করছে। সিবিআই আধিকারিকরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলেও অভিযোগ। তৃণমূল নেতৃত্বের দাবি, এর জেরে গ্রামবাসীরাই ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ দেখায়। বিজেপির প্রতিক্রিয়া, হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। এরপরও বিক্ষোভ দেখানোর অর্থ, তৃণমূল আদালত অবমাননা করছে।
কলকাতায় অনলাইন লটারির ব্যবসার আড়ালে জুয়ার কারবার। বন্ডেল রোডের একটি দোকান থেকে ৫ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। পুলিশের দাবি, অনলাইন লটারির দোকানে চলছিল জুয়ার কারবার। খবর পেয়ে গতকাল রাতে হানা দেয় পুলিশ। হাতেনাতে ধরে ফেলে পাঁচজনকে। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার, বোর্ড ও অন্যান্য নথি।
অক্টোবরে পুজো। এখন থেকেই শুরু হয়ে গেছে কেনাকাটা। কিন্তু উত্সবের আনন্দ যেন ডেকে না আনে করোনা সংক্রমণ। তাই, আগেভাগেই সতর্ক কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন বাজারে শুরু হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করার উদ্যোগ
আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস। সারা রাজ্যের সঙ্গে আগরতলাতে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে এই প্রতিষ্ঠা দিবস সার্কিট হাউস সংলগ্ন এলাকায়।
ইলিশের জোগান অন্যবারের তুলনায় কম। পাশাপাশি, বাঙালির পাত থেকে এবার উধাও হতে চলেছে রকমারি মাছও। কারণ বাজারে ইলিশের সঙ্গে অন্য মাছেরও জোগান কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ফলে বর্ষার মরশুমেও মাছের বাজারে আগুন। কলকাতার সমস্ত বাজারেই মাছ কিনতে গিয়ে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। মাছ ব্যবসায়ীদের দাবি, বর্ষায় এবার দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে। ফলে ভেসে গিয়েছে ভেড়ি, পুকুর-বিল। তার জেরেই মাছের জোগান কমেছে বলে ব্যবসায়ীদের দাবি।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, বিশ্বভারতীকে রাজনীতির আখড়া করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান গুন্ডামি করার জায়গা নয়। এইসব করে শান্তিনিকেতনের গরিমা নষ্ট করা হচ্ছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বিশ্বভারতীর তিন পড়ুয়াকে বরখাস্ত করার প্রতিবাদে উপাচার্যর বাড়ির সামনে রাতভর বিক্ষোভে সামিল পড়ুয়াদের একাংশ। রাস্তার ওপরে লেখা হয়েছে স্লোগান। গতকাল রাত থেকেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির সামনে প্রতিবাদ অবস্থানে বসেন পড়ুয়াদের একাংশ। বিশ্বভারতীর কর্মীদের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। এক কর্মীর বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ তুলে শান্তিনিকেতন থানায় নালিশ জানান আন্দোলনরত এক পড়ুয়া। পড়ুয়াদের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের সংঘাত ঘিরে শান্তিনিকেতনের পরিবেশ নিয়ে আশঙ্কায় আশ্রমিকরা।
সিসিআর ব্রিজের কাছে এয়ারপোর্টগামী রাস্তায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর বালি বোঝাই ট্রাকে আগুন। বর্ধমান থেকে রাজারহাট যাওয়ার সময়, সকাল ৭টা নাগাদ চলন্ত ট্রাকে আগুন লেগে যায়। লাফ দিয়ে বাঁচেন চালক ও খালাসি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। এর জেরে এয়ারপোর্টগামী বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজট তৈরি হয়েছে।
নদিয়ার কল্যাণীতে তৃণমূলে যোগ দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার দুই বহিষ্কৃত নেতা-নেত্রী। শাসক শিবিরের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের আকর্ষণেই তৃণমূলে আসছেন বিজেপি কর্মী সমর্থকরা। আমল দিতে নারাজ গেরুয়া শিবির।
প্রেক্ষাপট
কলকাতা: রাজ্যে কমল করোনার দাপট। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৭০৩ জন, মৃত্যু হল ৮ জনের। সংক্রমণের শীর্ষে কলকাতা, দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা ও তৃতীয়তে দার্জিলিং। ২৪ ঘণ্টায় সুস্থ হলেন ৭১৯ জন।
প্রায় চার মাস পর ১ সেপ্টেম্বর ফের খুলতে চলেছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। কোভিড বিধি মেনে উদ্ভিদ উদ্যানে প্রবেশ করতে পারবেন প্রাতঃভ্রমণকারী ও পর্যটকরা।তবে বাধ্যতামূলক করা হয়নি ভ্যাকসিনেশনের সার্টিফিকেট কিংবা করোনা পরীক্ষা।
তৃণমূল ছাত্র পরিষদের নেত্রীর ওপর হামলার অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত ত্রিপুরা। পূর্ব আগরতলা থানায় পুলিশের সঙ্গে বাদানুবাদ তৃণমূল নেতৃত্বের। ঘটনা ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু রাজনৈতিক চাপানউতোর।
বিধানসভা ভোটের সময়ের থেকে এখন কমেছে করোনার প্রকোপ। তখন ভোট হলে এখন নয় কেন ? প্রশ্ন ফিরহাদ হাকিমের। লোকাল ট্রেন বন্ধ, অথচ উপনির্বাচনের দাবি? এ কেমন দ্বিচারিতা ? পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের।
ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে ভাটপাড়া, কৃষ্ণনগর, চাপড়া, সংগ্রামপুর, কোতুলপুরে সিবিআই টিম। নিহতদের পরিবারের বয়ান রেকর্ড। সংগ্রহ ভিডিও ক্লিপ, নথি। আরও ৩৬টি অস্বাভাবিক মৃত্যু মামলায় নজর তদন্তকারীদের।
কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মীর ডিএনএ রিপোর্টের কপি চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে সিবিআই। হাইকোর্টে আবেদনের প্রস্তুতি। মৃত বিজেপি কর্মীর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, দাবি আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের।
উচ্চমাধ্যমিকের নম্বর গণনায় গোড়াতেই গলদ? একলাফে ১০৮ নম্বর বাড়ল ছাত্রীর। যা প্রাপ্য তাই পেয়েছেন, প্রতিক্রিয়া সংসদ সভাপতির।
নবজাতক-সহ সুস্থ আছেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান। আপাতত আছেন হাসপাতালেই। আগামীকাল সমস্ত রিপোর্ট দেখে মা-ছেলেকে ছাড়ার সিদ্ধান্ত। সবকিছু ঠিকঠাক রয়েছে, আশ্বাস শিশু চিকিত্সকের।
তৃণমূল ছাত্র পরিষদের নেত্রীর ওপর হামলার অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত ত্রিপুরা। পূর্ব আগরতলা থানায় পুলিশের সঙ্গে বাদানুবাদ তৃণমূল নেতৃত্বের। ঘটনা ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু রাজনৈতিক চাপানউতোর।
বিধানসভা ভোটের সময়ের থেকে এখন কমেছে করোনার প্রকোপ। তখন ভোট হলে এখন নয় কেন ? প্রশ্ন ফিরহাদ হাকিমের। লোকাল ট্রেন বন্ধ, অথচ উপনির্বাচনের দাবি? এ কেমন দ্বিচারিতা ? পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের।
বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে আরও ২ টি মামলা রুজু করল সিবিআই। সব মিলিয়ে মামলার সংখ্যা বেড়ে হল ১১। চলছে তদন্ত
- - - - - - - - - Advertisement - - - - - - - - -