West Bengal News Live Updates: রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়ি রেখে মা উড়ালপুল থেকে ঝাঁপ ব্যক্তির
Get the latest West Bengal News and Live Updates: কেন্দ্রের পথে হেঁটে শুল্ক কমায়নি ১৪টি রাজ্য। পশ্চিমবঙ্গ ভ্যাট না কমালে আন্দোলন, হুঁশিয়ারি বিজেপির। পাল্টা চাপের রাজনীতি চলছে, অভিযোগ তৃণমূলের।
মা উড়ালপুল থেকে ঝাঁপ এক ব্যক্তির। রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়ি রেখে ঝাঁপ দেন ওই ব্যক্তি। গড়িয়ামুখী লেন থেকে ঝাঁপ দেন। হাসপাতালে পাঠানো হলে মৃত বলে ঘোষণা। মৃতের নাম ঝন্টু কুমার দাস। কী কারণে ঝাঁপ, সরকারি স্টিকার লাগানো গাড়ি কোথা থেকে এল ? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ।
রাজ্যে করোনায় ফের বাড়ছে দৈনিক সংক্রমণ। একদিনে করোনা আক্রান্ত এবার ৭০০ পার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭২৩ জন।গতকালের তুলনায় কম মৃত্যু। রবিবারের বুলেটিন অনুযায়ী, মৃত্যু হয়েছে ১১ জনের।
উপনির্বাচনে ইভিএম বদলের অভিযোগ শুভেন্দু অধিকারীর। "সব ভোটের মেশিনই পাল্টানো হয়েছে। বেহালা পূর্বের মেশিন গোনা হয়েছে গোসাবায়। একটা দল ৮৬-৮৭ শতাংশ ভোট কী করে পায় ?"
প্রশ্ন তুলে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর।
২২ নভেম্বর কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা। ১৯ ডিসেম্বর ভোট চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেয় রাজ্য সরকার। সম্মতি জানিয়ে ছটপুজোর পরে রাজ্যকে চিঠি দিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।
"বিধানসভা উপনির্বাচনে ৩ কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হওয়ার পরই রাজ্য সভাপতি পদে ইস্তফা দেওয়া উচিত ছিল সুকান্ত মজুমদারের।" পাল্টা জয় বন্দ্যোপাধ্যায়ের।
৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার অভিনেতা সাহেব ভট্টাচার্যের ব্যাগ। সাহেবের গাড়ির চাকার নীচেই পড়েছিল ব্যাগটি। এলাকার এক মিস্ত্রী ব্যাগ পেয়ে পুলিশের চেকপয়েন্টে জমা দেন। ভবানীপুর থানায় খবর গেলে জানা যায় ব্যাগটি সাহেব ভট্টাচার্যের। ব্যাগে থাকা টাকা ও অন্যান্য জিনিসপত্র ফেরত পেলেন সাহেব। এস পি মুখার্জি রোডে জিম করতে গিয়েছিলেন সাহেব ভট্টাচার্য। পার্কিংয়ে গাড়ি রেখে জিমে ঢুকেছিলেন তিনি।
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি নেতা খুন। রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা।
কেন্দ্রের পাঠানো ভ্যাকসিন দল দেখে দেওয়া হচ্ছে বাংলায়। অভিযোগ বিজেপির সর্বভারতীয় সভাপতির। কোনও দলবাজি হয়নি। নিয়ম মেনেই ভ্যাকসিন বন্টন। পাল্টা সৌগত।
নকশালবাড়িতে বাবার হাতে ছেলে ‘খুন’। কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ নিহতের স্ত্রীর। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কলকাতায় স্থানান্তর করা হয়। কলকাতায় নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় মিত্তল ওঁরাওয়ের। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার মৃতের বাবা। কেন খুন, খতিয়ে দেখছে পুলিশ।
বাড়ির পাশেই গোবরের স্তূপ থেকে কোদাল দিয়ে সার তুলে ডালিতে ভরছিলেন। ঠিক সেই সময় গোবরের মধ্যে কোদালের কোপ পড়তেই বোমা বিস্ফোরণ ঘটে। দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মাণের চৌকি এলাকার ঘটনা। ঘটনায় জখম হন যুবক নাজমুল আলম। গুরুতর আহত অবস্থায় তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে কোচবিহারের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশবাহিনী। তবে গোবরের স্তূপেক মধ্যে কীভাবে বোমা পৌঁছল তা খতিয়ে দেখছে পুলিশ।
ত্রিপুরায় কুণাল ঘোষের নামে আরও ৩টি মামলা। "প্রত্যন্ত এলাকার থানাতেও পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে। বিজেপি রামরাজ্য বলছে, আমি সীতার বনবাস আর পাতালপ্রবেশ বলেছি। নোটিস পেতে শুরু করেছি", নিজেই ট্যুইট করে জানালেন কুণাল।
আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ একজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। রবিবার ভোররাতে গড়িয়া আদর্শনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিনেতা সাহেব ভট্টাচার্যের গাড়ি থেকে চুরির অভিযোগ। গাড়ি লক করা ছিল, কাচও তোলা ছিল, দাবি অভিনেতার। লক করা গাড়ি থেকে কীভাবে চুরি, খতিয়ে দেখছে ভবানীপুর থানা। সাহেব ভট্টাচার্যের আধার কার্ড, ভোটার কার্ড সহ নগদ টাকা চুরি হয়েছে। এস পি মুখার্জি রোডে জিম করতে গিয়েছিলেন সাহেব। পার্কিংয়ে গাড়ি রেখে জিমে ঢুকেছিলেন তিনি।
চিংড়িঘাটায় দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর ঘটনায় ঘাতক গাড়ির চালকের জেল হেফাজত। গতকাল দুর্ঘটনায় মৃত্যু হয় এক পথচারীর, আহত হন আরও ৬ জন। জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মারে বেপরোয়া গাড়ি।
ঠাকুরপুকুরে মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশকে বিভ্রান্ত করতে সিজার লিস্টের সাক্ষী হয়েছিল অভিযুক্ত। ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে পুলিশকে সাহায্য করেছিল অভিযুক্ত। অভিযুক্তের ১৯ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত।
আইএসএফ-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। ভাঙড়ের পাগলাহাটে আব্বাসের সভায় যোগ দিতে ‘বাধা’। আইএসএফ কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ আইএসএফ কর্মীদের।
পথ দুর্ঘটনা ঘিরে এসএসকেএমের সামনে উত্তেজনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত ২ শিশু-সহ ৪ জন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি মা ও ২ শিশু। গাড়ির ধাক্কায় আহত এক স্কুটার আরোহীও। গাড়িচালককে আটক করেছে পুলিশ।
মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল সদস্য পায়েল খাতুন। এর আগে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর, জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মণ্ডলও ইস্তফা দেন। কিছুদিন পরেই সভাধিপতি নির্বাচন। তার আগে তৃণমূল সদস্য পায়েল খাতুনের ইস্তফা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। পদত্যাগী সদস্যার দাবি, বিধানসভা ভোটে তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই কারণেই ইস্তফা। তৃণমূলের দাবি, বিধানসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দেন পায়েল ও তাঁর স্বামী। দলের সঙ্গে পায়েলের কোনও সম্পর্ক নেই বলে দাবি শাসকদলের। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
পুরভোটে জোট নিয়ে ফের আলোচনা চায় বামেরা। নতুন করে দলের অন্দরে আলোচনা চায় বামেরা। আগামী সপ্তাহে বামফ্রন্টের বৈঠকে আলোচনা, জানালেন বিমান বসু। ‘স্থানীয় স্তরের নেতাদের মতামতের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে দল’ প্রতিক্রিয়া কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যর
নদিয়ার বেথুয়াডহরিতে বাড়িতে ঢুকে ভোজালি দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। গৃহবধূ ও তাঁর মেয়েদের চিৎকারে যুবতীকে ধরে ফেলেন স্থানীয়রা। যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ।
নদিয়ার বেথুয়াডহরিতে বাড়িতে ঢুকে ভোজালি দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। গৃহবধূ ও তাঁর মেয়েদের চিৎকারে যুবতীকে ধরে ফেলেন স্থানীয়রা। যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ।
পথ কুকুরকে খাওয়াতে যাওয়ায় রবীন্দ্র সরোবর থানা এলাকায় মহিলা আইনজীবীকে হেনস্থা, মারধরের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। গোলপার্কের বাসিন্দা মহিলা আইনজীবীর দাবি, গতকাল রাতে কয়েকটি পথ কুকুরকে খাওয়াতে তিনি রবীন্দ্র সরোবর থানা এলাকায় যান।
সুব্রত মুখোপাধ্যায় আর নেই। অন্যান্যবার যখন ভাইফোঁটায় দাদাকে নিয়ে মেতে থাকতেন বোনেরা, এবার শুধুই শূন্যতা। মন খারাপ পরিবারের সদস্যদের। স্মৃতি ভিড় করছে রাজনৈতিক সতীর্থদের মনেও।
ভাইফোঁটার রাতে বনগাঁর পেট্রাপোলে পণ্যবাহী গাড়ির টার্মিনাসে বিধ্বংসী আগুন। ভস্মীভূত তুলো বোঝাই ৯টি ট্রাক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১১টা নাগাদ পেট্রাপোল টার্মিনাসে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহূর্তে গ্রাস করে নেয় একের পর এক তুলো বোঝাই ট্রাক। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় ভোররাতে নিয়ন্ত্রণে এলেও, অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। এর আগে রাত ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরের কাছে নারায়ণপুরের ঘোষপাড়ায় একটি ফোম কারখানার গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। ৫টি ইঞ্জিনের ঘণ্টাচারেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এক্ষেত্রেও আগুন লাগার কারণ জানা যায়নি।
পুরভোটের আগে আগরতলায় বাম প্রার্থীর বাড়িতে হামলা, প্রার্থীপদ প্রত্যাহারের জন্য বাম প্রার্থীদের চাপ দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে আগরতলা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী ধনমণি সিংহর বাড়িতে হামলা হয়।
দিনহাটায় আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। গতকাল রাতে বাইকে চেপে এসে হামলা, মারধরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে হামলার হামলার অভিযোগ তৃণমূলের। এরপরই একটি বাইকে আগুন ধরিয়ে দেন তৃণমূল কর্মীরা। প্রতিক্রিয়া মেলেনি বিজেপি নেতৃত্বের
ভোরে আর রাতে বাতাসে হিম হিম ভাব। এবার আলমারি থেকে লেপ-কম্বল, সোয়েটার বার করার পালা। কলকাতায় পারদ নেমেছে ১৮ ডিগ্রিতে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। জেলাগুলিতেও নেমেছে পারদ। বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বজায় থাকবে এই আবহাওয়া। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১৫-১৭ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা।
শব্দবাজির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে, আতঙ্কে ছুটতে শুরু করল পোষ্য। তাঁকে সামলাতে গিয়ে, রাস্তায় পড়ে জখম হলেন সরকারি হাসপাতালের ডেপুটি সুপার। কালীপুজোর কলকাতায় এমনই ঘটনার সাক্ষী হল ইএম বাইপাসের অভিষিক্তা মোড় এলাকা। অন্যদিকে, খড়গপুরে একটি কুকুরের পায়ে শব্দবাজি বেঁধে দেওয়ায়, তার অঙ্গহানির অভিযোগ উঠেছে।
শহরে জোড়া অগ্নিকাণ্ড। ট্যাংরায় ভস্মীভূত ৩টি গুদাম। শোভাবাজারে পুড়ে যায় একটি টালির বাড়ি। গতকাল রাত ৩টে নাগাদ প্রথমে ট্যাংরার পিলখানা রোডে প্লাস্টিকের স্ক্র্যাপের গুদামে আগুন লাগে। তা ছড়িয়ে পাশের আরও ২টি গুদামে। দমকলের পাঁচটি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেও পুড়ে ছাই হয়ে যায় ৩টি গুদাম।
দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পুলিশের জিপে ধাক্কা বেপরোয়া লরির। গুরুতর আহত গুড়াপ থানার ওসি ও এসআই। গ্রিন করিডোর করে আনা হল হাওড়ায়। শিবপুরে টোটো ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মহিলার। দুবরাজপুরে গাড়ি-বাইক সংঘর্ষে আহত ৫জন।
হাসপাতালে যাচ্ছিলেন জ্যাঠাকে দেখতে। ফিরে এসে দিদির হাত থেকে ফোঁটা নেওয়ার কথা ছিল নরেন্দ্রপুরের বাসিন্দা শুভজিতের শূরের। কিন্তু ফোঁটা আর নেওয়া হল না। বাঘাযতীন উড়ালপুলে বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল ২৫ বছরের যুবকের। পরে বাসের কন্ডাক্টরকে গ্রেফতার করে পুলিশ।
প্রেক্ষাপট
কলকাতা: উপ নির্বাচনে ধাক্কা খাওয়ার পর, আজ দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। আলোচনায় ৫ রাজ্যের ভোট। পঞ্জাব বাদে ৪ রাজ্যে ক্ষমতা ধরে রাখাই চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের।
শুল্কহ্রাস রাজনীতি তুঙ্গে। কেন্দ্রের পথে হেঁটে শুল্ক কমায়নি ১৪টি রাজ্য। পশ্চিমবঙ্গ ভ্যাট না কমালে আন্দোলন, হুঁশিয়ারি বিজেপির। পাল্টা চাপের রাজনীতি চলছে, অভিযোগ তৃণমূলের।
ক্লাস টেস্টে ফেলের পর অনলাইনে ফার্স্ট। দিনহাটা উপনির্বাচনে তৃণমূলের রেকর্ড ভোটে জয়কে কটাক্ষ নিশীথের। মানুষের প্রতি আস্থা না থাকাতেই বালখিল্যের মতো কথা, পাল্টা তৃণমূল।
আলিপুরদুয়ারে বিজেপিতে ফের ভাঙন। জেলা সভাপতির পর এবার জেলা সম্পাদকের যোগ তৃণমূলে। ক্ষতি হবে না, পাল্টা বিজেপি। অস্তিত্বই থাকবে না পদ্মের, হুঙ্কার তৃণমূলের।
বিজেপির দুই প্রাক্তন রাজ্য সভাপতির বাগযুদ্ধ আরও তীব্র। দল ছেড়ে দিন, নাম না করে তথাগত রায়কে আক্রমণ দিলীপের। গুরুত্ব দিচ্ছি না বলে আমল দিলেন না তথাগত।
বিজেপি ছাড়ার সিদ্ধান্ত জয় বন্দ্যোপাধ্যায়ের, মোদিকে চিঠি। ওঁর সুস্থতা কামনা করি, খোঁচা শুভেন্দুর। সুস্থ মানুষ বিজেপি করতে পারেনা, কটাক্ষ তৃণমূলের।
পরপর দুর্ঘটনা। চিংড়িঘাটায় ৭ জনকে ধাক্কা দ্রুতগামী গাড়ির, মৃত ১। বাঘা যতীন উড়ালপুলেও প্রাণঘাতী দুর্ঘটনা। পাঁশকুড়া, হাওড়ায় মৃত ২। গুড়াপে দুর্ঘটনায় আহত ওসি, এসআই।
৪৮ ঘণ্টার মধ্যেই ঠাকুরপুকুর হত্যাকাণ্ডের কিনারা পুলিশের। ধৃত মাংসের দোকানের কর্মী। জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার, দাবি পুলিশের।
অ্যাপ বলছে খাবার ডেলিভারি হয়েছে। হয়েছে উল্টোটাই। অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ অভিনেতা প্রসেনজিত্-এর। চিঠি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে। প্রতিক্রিয়া মেলেনি সংস্থার।
উদ্বেগ বাড়িয়ে রাজ্যে সংক্রমণ সাড়ে ছ’শর বেশি। শীর্ষে কলকাতা। দেশে দৈনিক মৃত্যু একলাফে বাড়ল ৭৭ শতাংশেরও বেশি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ১১ হাজার।
ফের ৩ শিশুর মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় জ্বর, শ্বাসকষ্ট-সহ একাধিক উপসর্গ নিয়ে ভর্তি ২২জন শিশু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -