WB News Live Updates: ডায়মন্ড হারবার হাসপাতালে মদের আসর, গ্রেফতার বিধায়কপুত্র; থানা থেকেই জামিন
জেনে নিন সব খবরের আপডেট
ডায়মন্ড হারবার হাসপাতালে মদের আসর, বিধায়কপুত্র গ্রেফতার। হাসপাতাল চত্বরেই মদের আসর, বিধায়কপুত্র-সহ ছয় জনকে গ্রেফতার করা হয়। তৃণমূল বিধায়কের ছেলে সৌম্য হালদার গ্রেফতার। ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার। গ্রেফতারের পরে বিধায়কপুত্রকে থানা থেকেই জামিন। এসডিপিও-র নেতৃত্বে অভিযান, হাতেনাতে পাকড়াও করা হয়ে তাঁদের। আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের।
বাংলা-সহ ৫ রাজ্যে নির্বাচন, উপ নির্বাচন নিয়ে কী মত? ৩০ অগাস্টের মধ্যে জানাতে হবে রাজনৈতিক দলগুলোকে। ৫টি রাজ্যের রাজনৈতিক দলগুলিকে চিঠি দিল নির্বাচন কমিশন।
কমিশনের অতিমারী সংক্রান্ত গাইডলাইন নিয়ে মতামত চেয়ে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলির কাছে মতামত চেয়ে পাঠানো হয়েছে। মতামত নিয়ে প্রয়োজনে তৈরি হবে নতুন গাইডলাইন, জানাল কমিশন।
কাকদ্বীপে ১১৭ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু দুই বাইক আরোহীর। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের। স্থানীয় মানুষরা রাস্তার ধারে একটি বাইক সমেত দুজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
কলকাতার দুটি সরকারি হাসপাতালে দেখা গেল ভ্যাকসিন হয়রানির ছবি। এনআরএসের ভ্যাকসিন গ্রহীতাদের দাবি, কেউ এসেছেন রাত ৩টেয়, কেউ লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোর ৫টা থেকে। অভিযোগ, পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় বাড়ছে হয়রানি। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের তরফে মাইকে ঘোষণা করা হচ্ছে। অন্যদিকে, কলকাতা মেডিক্যালে রাত থেকে লাইনে দাঁড়িয়েও কুপন মেলেনি বলে অভিযোগ করেছেন ভ্যাকসিন গ্রহীতারা। হাসপাতাল কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি।
কলকাতা সহ জেলায় জেলায় ভোট পরবর্তী অশান্তি, নারী নির্যাতন-সহ একাধিক ইস্যুতে বিজেপির মহিলা মোর্চার আইন অমান্যকে কেন্দ্র করে উত্তেজনা। দক্ষিণ কলকাতার ভবানীভবনে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভে সামিল হন অগ্নিমিত্রা পাল। পরে তাঁকে গ্রেফতার করা হয়। বিক্ষোভ হয় উত্তর কলকাতার সিমলা স্ট্রিটেও। এদিন দুর্গাচকের সুপার মার্কেট থেকে হলদিয়া মহকুমা শাসকের দফতর পর্যন্ত মিছিল করার কথা ছিল বিজেপির মহিলা মোর্চার। ১৪৪ ধারা জারি থাকায় মিছিল আটকায় পুলিশ। বিজেপির মহিলা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পশ্চিম মেদিনীপুরেরও ধরা পড়ে একই ছবি।
আজ ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল নেতা-নেত্রীদের দেখতে এসএসকেএমে গেলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসার পর আজই ছাড়া পাবেন জয়া দত্ত। এখনও চিকিৎসাধীন সুদীপ রাহা। জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আপাতত রাজ্যে বন্ধই থাকছে লোকাল ট্রেন । ‘করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বন্ধ থাকছে লোকাল ট্রেন’। ‘গ্রামাঞ্চলে ৫০% ভ্যাকসিন না দেওয়া পর্যন্ত বন্ধ লোকাল’। লোকাল ট্রেন চালানো নিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
নন্দীগ্রামে তৃণমূল উপ প্রধানের বিরুদ্ধে সই জাল-সহ সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তুললেন দলেরই পঞ্চায়েত সদস্যা। ফের একবার প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীকোন্দল। সামসাবাদ পঞ্চায়েতের তৃণমূল সদস্যার অভিযোগ, তাঁর সই জাল করা ছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন উপ প্রধান। প্রতিবাদ জানানোয় উল্টে তাঁকেই হেনস্থা করা হচ্ছে বলে তৃণমূল সদস্যার অভিযোগ। এনিয়ে বিডিও-র দ্বারস্থ হয়েছেন তিনি। উল্টে দলীয় সদস্যাকেই দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেছেন উপ প্রধান। দুর্নীতির অভিযোগ সামনে রেখে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে তৃণমূলের দাবি, দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন।
গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর মা-বাবার খোঁজ চলছে। সন্ধান চলছে বিনয় মিশ্রর বাবা-মা তেজবাহাদুর ও ললিতা দেবীর। গতিবিধি সংক্রান্ত তথ্য জানতে অভিবাসন দফতরকে চিঠি সিবিআইয়ের। জানতে চাওয়া হয়েছে, তাঁরা কবে, কোথায় গিয়েছেন, ফিরেছেন কিনা। সিবিআইয়ের চিঠি সম্পর্কে কিছু জানা, দাবি বিনয় মিশ্রর আইনজীবীর।
৫টি রাজ্যে নির্বাচন, উপ নির্বাচন নিয়ে কী মত রাজনৈতিক দলগুলোর? ৩০শে অগাস্টের মধ্যে জানাতে হবে রাজনৈতিক দলগুলোকে। ৫টি রাজ্যের রাজনৈতিক দলগুলিকে চিঠি দিল নির্বাচন কমিশন। কমিশনের অতিমারী সংক্রান্ত গাইডলাইন নিয়ে মতামত চেয়ে পাঠানো হয়েছে। মতামত নিয়ে প্রয়োজনে তৈরি হবে নতুন গাইডলাইন, জানাল কমিশন।
ভাঙড়ের আইএসএফ বিধায়কের ভাড়া বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে মিলল তাজা বোমা। এদিন সকালে বোমা উদ্ধার করে কাশীপুর থানার পুলিশ। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির অভিযোগ, ভোটের পর থেকেই হুমকি দিচ্ছে তৃণমূল। বিধানসভা এলাকায় ঘর ভাড়া নিয়ে জনসংযোগ করায় শাসকদলের আক্রোশের মুখে পড়তে হচ্ছে। ভয় দেখাতেই তাঁর বাড়ির কাছে বোমা রাখা হয় বলে আইএসএফ বিধায়কের অভিযোগ। তৃণমূল নেতা আরাবুল ইসলামের পাল্টা দাবি, এলাকা উত্তপ্ত করতে পরিকল্পনামাফিক এ ধরনের কাজ করছে আইএসএফ।
কলকাতাসহ জেলায় জেলায় ভোট পরবর্তী অশান্তি, নারী নির্যাতন-সহ একাধিক ইস্যুতে বিজেপির মহিলা মোর্চার আইন অমান্যকে কেন্দ্র করে উত্তেজনা। এদিন দুর্গাচকের সুপার মার্কেট থেকে হলদিয়া মহকুমা শাসকের দফতর পর্যন্ত মিছিল করার কথা ছিল বিজেপির মহিলা মোর্চার। ১৪৪ ধারা জারি থাকায় মিছিল আটকায় পুলিশ। বিজেপির মহিলা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পশ্চিম মেদিনীপুরেরও ধরা পড়ে একই ছবি। বারুইপুরেও উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।বাঁকুড়া, চুঁচুড়াতেও বিক্ষোভের ছবি ধরা পড়েছে।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা ১ নং গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। প্রধানের পরিবারের তিনটি আবাস যোজনার নাম আশায় হয়েছে রাজনৈতিক তরজা।
ডেবিট কার্ড অ্যাক্টিভেট করতে গিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে খোয়া গেল লক্ষাধিক টাকা। এমনই অভিযোগ করলেন বেলঘরিয়ার এক দম্পতি।দম্পতির দাবি, ডেবিট কার্ড অ্যাক্টিভেট করতে ব্যাঙ্ক ম্যানেজারের পরামর্শে তাঁরা কাস্টমার কেয়ারে ফোন করেন। সেই নম্বর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। অভিযোগ, ব্যাঙ্কের কাস্টমার কেয়ারের তরফে বলা হয়, ওই নির্দিষ্ট অ্যাপে কমপ্লেন নাম্বার জমা দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। সেই মতো কমপ্লেন নাম্বার সাবমিট করতেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৭ হাজার টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। ৪ জুলাই বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। অভিযুক্তরা এখনও অধরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
শেষ শ্রাবণের বৃষ্টিতে ভিজল মহানগর। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ ও কাল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে পটনা হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। বিহারের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় আজ হলুদ সতর্কতা ও শুক্র ও শনিবার কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার আগেই ফর্ম পূরণেও কাটমানি নেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়িতে। রাজগঞ্জ ব্লকের ভাণ্ডারিগঞ্জ গ্রামে তৃণমূল নেতার আত্মীয়ার টাকা নেওয়ার ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতার আত্মীয়া লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ইন্টারনেটে ডাউনলোড করে বিক্রি করছেন। ফর্ম পূরণের জন্যও টাকা চাওয়া হচ্ছে। ১৬ অগাস্ট প্রকল্প চালুর পর টাকা পেলে দক্ষিণা দিতে হবে বলেও আবেদনকারী মহিলাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিজেপির কটাক্ষ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার আগেই তৃণমূল নেতাদের লক্ষ্মীলাভ হচ্ছে। অস্বস্তি ঢাকতে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব দলীয় স্তরে তদন্তের আশ্বাস দিয়েছে।
পুরসভার জল কালো, নোংরা। এই অভিযোগে পরিশ্রুত পানীয় জলের দাবিতে উত্তর পঞ্চান্নগ্রামে ইএম বাইপাস অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, কয়েকদিন ধরেই কালো জল সরবরাহ করছে পুরসভা।সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন শিশু। প্রতিবাদে পথে নামার সিদ্ধান্ত নেন স্থানীয়রা। ঘটনাস্থলে রয়েছে আনন্দপুর থানার পুলিশ। পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি।
১২ বছর পর্যন্ত বয়সীদের মায়েদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন। এই ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করেই কাটোয়া মহকুমা হাসপাতালে হয়রানির অভিযোগ উঠল। মায়েদের দাবি, প্রতিদিন কতজনকে ভ্যাকসিন দেওয়া হবে তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু না জানানোয় এই হয়রানি। লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও ভ্যাকসিন না নিয়েই ফিরে যেতে হচ্ছে। বাড়িতে ছোট ছোট সন্তানদের রেখে আসায় সাংসারিক সমস্যাও হচ্ছে বলে ভ্যাকসিন গ্রহীতাদের অভিযোগ। পাড়া অথবা বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
দিন কয়েকের প্রবল বৃষ্টিতে সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। কলকাতার বেশিরভাগ বাজারে সব সবজির দামই হাফ সেঞ্চুরি পার করেছে। মাথায় হাত ক্রেতা-বিক্রেতা সকলের। সবজির দাম আরও বাড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।
রতুয়ার পর এবার মানিকচক। চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা। রামনগর, জোতপাট্টা, রবিদাসটোলা, এই তিনটি গ্রামে হু-হু করে জল ঢুকতে শুরু করেছে। জলবন্দি কয়েকশো পরিবার। নিজেরাই সরে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। দুর্গতরা প্রশাসনিক সাহায্যের আবেদন জানিয়েছেন। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
সেপ্টেম্বরের শেষে রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রে বকেয়া ভোটের সম্ভাবনা। ১৫ অগাস্টের পরেই জারি হতে পারে বিজ্ঞপ্তি। এমনটাই সূত্রের দাবি। ইতিমধ্যেই উপনির্বাচনের বিষয়ে রাজ্য প্রশাসন ও সিইও দফতরের সঙ্গে কথা বলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, কেন্দ্র ও রাজ্যের করোনা পরিস্থিতিও খতিয়ে দেখেছে নির্বাচন কমিশন।
করোনা মোকাবিলায় এবার পরীক্ষামূলক ককটেল ভ্যাকসিনেশনে অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া। ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালকে গবেষণার অনুমতি দিয়েছে DCGI। ৩০০ জন স্বেচ্ছাসেবকের ওপর ককটেল ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে।
প্রেক্ষাপট
সংঘাত সরিয়ে চার বছর পর ফের কি কাছাকাছি বিমল গুরুঙ্গ-বিনয় তামাঙ্গ? জল্পনা বাড়িয়ে দার্জিলিঙের পাথলেবাসে বৈঠক করলেন ২ নেতা। কেউ কথা বলতেই পারে, আমরা চাই স্থায়ী সমাধান, মন্তব্য বিজেপির।
উত্তরবঙ্গে বড়সড় আন্দোলনে নামছে সিপিএম। পুরসভা নির্বাচন ও সবাইকে ভ্যাকসিন দেওয়ার দাবিতে ১৭ অগাস্ট শিলিগুড়ি পুরসভা অভিযানের ডাক দিল সিপিএম।
হুগলির গোঘাটে পঞ্চায়েত সমিতির মহিলা কর্মাধ্যক্ষকে মারধরের ঘটনায়, ধৃত ৯ জনের মধ্যে ৮ জনই জামিন পেলেন। নিরাপত্তার অভাবে ভুগছেন তৃণমূল নেত্রী। দল তদন্ত করবে, জানালেন তৃণমূলের জেলা সভাপতি।
দলেরই নেতাদের একাংশের কাজে অসন্তোষ। হস্তক্ষেপ চেয়ে তৃণমূল নেত্রীকে চিঠি দিলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তাঁর অভিযোগ, বিজেপির হয়ে কথা বলা লোকই এখন তৃণমূলের বড় নেতা! ক্ষোভ থাকলে দলের মধ্যে বলুন। বিধায়ককে বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের।
অন্য ডাক্তার সিজার করায় চিকিৎসকের চেম্বারে চড়াও। হুগলির ডানকুনিতে চিকিত্সক নিগ্রহের অভিযোগ। জরুরি কাজে আটকে পড়েছিলাম, তাই হাসপাতালে যেতে পারিনি। দাবি নিগৃহীত চিকিত্সকের।
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে অসুস্থ দলীয় নেত্রীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। গাড়ি ঘিরে বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভের অভিযোগ। অস্বীকার তৃণমূলের।
মুখ্যমন্ত্রীর সফরের পরের দিন আকাশ পথে ঘাটাল পরিদর্শন করলেন সেচ দফতরের সচিব প্রভাতকুমার মিশ্র। জল পথেও বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। সবই লোক দেখানো বলে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
নদিয়ার শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ভাগীরথীর ভাঙন। নদী গর্ভে তলিয়ে গেছে ৩০টারও বেশি বাড়ি। প্রায় দেড় কিলোমিটার এলাকা চলে গেছে নদীতে। ত্রিপল টাঙিয়ে আশ্রয় গৃহহীনরা।
হাসপাতালে ভর্তি থাকাকালীন খুনের ছক কষেছিলেন বাবুলাল। উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। মারধরের বদলা নিতেই খুন করা হয়েছিল শুভ্রজিৎ দত্তকে। দাবি করা হচ্ছে পুলিশ সূত্রে।
হাওড়ার বাগনানে গণধর্ষণকাণ্ডে এখনও কেন মূল অভিযুক্তরা অধরা? রাজ্য মহিলা কমিশনে নালিশ বিজেপির। নজর রাখার আশ্বাস চেয়ারম্যানের। প্রতিবাদ দিল্লিতেও। সংসদ ভবন চত্বরে ধর্না বিজেপির। নজর ঘোরানোর চেষ্টা, খোঁচা তৃণমূলের।
মালদার গাজোলে গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ জানালে স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। তদন্তে গাজোল থানার পুলিশ। পলাতক অভিযুক্ত।
বর্ধমান মেডিক্যাল কলেজে হস্টেল চত্বর থেকে উদ্ধার জুনিয়র চিকিত্সকের রক্তাক্ত দেহ। খুনের অভিযোগ পরিবারের। ঝাঁপ দিয়ে আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।
ইয়াস-ক্ষতিপূরণের ফর্ম বিলিকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের রামনগরে রাজনৈতিক তরজা। তালগাছাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ফের ফর্ম বিলির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে সরব গেরুয়া শিবির। পাল্টা বিরোধীদের চক্রান্ত বলে দাবি শাসকের।
তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনায়, দলীয় সদস্যাকে অপহরণের অভিযোগ বিজেপির। দক্ষিণ দিনাজপুরের ডাঙা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ অস্বীকার জেলা তৃণমূল সভাপতির। যে বিজেপি সদস্যাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ, তাঁর দাবি চিকিত্সার জন্য কলকাতায় রয়েছেন।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পঞ্চায়েত কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তুঙ্গে রাজনীতি। এগিয়ে বাংলা। ট্যুইটারে কটাক্ষ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। আইন আইনের পথেই চলবে। সাফাই জেলা তৃণমূল সভাপতির।
কোচবিহারে গীতালদহে তৃণমূল নেতা ও তাঁর ছেলের রহস্যমৃত্যু। ১ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়া হচ্ছিল। সহ্য করতে না পেরে আত্মঘাতী। সতীর্থের মৃত্যুতে দলেরই জেলা পরিষদ সদস্যকে কাঠগড়ায় তুললেন দিনহাটার তৃণমূল নেতা। দলীয়স্তরে তদন্তের আশ্বাস জেলা সভাপতির।
ডায়মন্ড হারবারের পর এবার মুর্শিদাবাদের লালগোলায় মধ্যযুগীয় বর্বরতা। স্বামীর মৃত্যুর ঘটনায় মহিলাকে দায়ী করে চুল কেটে নেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গ্রেফতার ৩। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার নির্যাতিতাও।
বীরভূমের খয়রাশোলে, ভাদুলিয়া খনিতে শ্রমিক বিক্ষোভের জেরে বন্ধ কয়লা তোলার কাজ। বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখান বেসরকারি সংস্থার কর্মীরা। প্রতিক্রিয়া মেলেনি কর্তৃপক্ষের।
বুধবার বিকেলে বীরভূমের তারাপীঠে হোটেলের ছাদ থেকে পড়ে জখম হন এক যুবক। চুরির অভিযোগে তাঁকে আটকে রাখেন এলাকাবাসী। পরে তারাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় যুবককে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -