West Bengal News Live: প্রয়াত হলেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক হাসান আজিজুল হক

Get the latest West Bengal News and Live Updates: এসএসসির চাকরি প্রার্থীদের সিঙ্গুর থেকে নবান্ন অভিযান কর্মসূচি। অনুমতি না থাকায় সিঙ্গুরে ট্রেন থেকে নামতেই আটকে দেওয়া হয়।

abp ananda Last Updated: 15 Nov 2021 11:04 PM
West Bengal News Live: প্রয়াত হলেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক হাসান আজিজুল হক

প্রয়াত হলেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক হাসান আজিজুল হক। আজ রাতে রাজশাহিতে নিজের বাসভবনে মৃত্যু হয় তাঁর। ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি, তৎকালীন অবিভক্ত বাংলার বর্ধমানের যবগ্রামে জন্মগ্রহণ করেন  হাসান আজিজুল হক। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটান। শিক্ষকতা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। বাংলাদেশে বিবিধ সম্মান ও পুরস্কার পাওয়ার পাশাপাশি, ২০০৮ সালে ‘আগুনপাখি’ উপন্যাসের জন্য পান আনন্দ পুরস্কার। ২০১৯ সালে তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।

WB News Live Updates: শহরে ২টি দুর্ঘটনায় মৃত্যু হল একজনের

শহরে ২টি দুর্ঘটনায় মৃত্যু হল একজনের।  আজ সকালে বাসন্তী হাইওয়েতে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হয় এক ভ্যানচালকের।  ঘাতক বাসের চালক পলাতক।  থিয়েটার রোডে স্কুটারের ধাক্কায় আহত হলেন সিভিক ভলান্টিয়ার।  এক্ষেত্রে স্কুটার চালককে আটক করেছে পুলিশ। 

West Bengal News Live: মালদার হরিশ্চন্দ্রপুরে শ্যুটআউট, গুলিবিদ্ধ একই পরিবারের দুই ভাই

মালদার হরিশ্চন্দ্রপুরে শ্যুটআউট। গুলিবিদ্ধ একই পরিবারের দুই ভাই। ঘটনায় লেগেছে রাজনীতির রং। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পুলিশ সূত্রে খবর, চারজনকে আটক করা হয়েছে।

WB News Live Updates:ধূপগুড়ি থানা চত্বরে কনস্টেবলের হাতেই ‘আক্রান্ত’ ওসি ট্রাফিক!

ধূপগুড়ি থানা চত্বরে কনস্টেবলের হাতেই ‘আক্রান্ত’ ওসি ট্রাফিক! রাস্তায় চেকিংয়ের সময় বাইকের সমস্ত নথি না থাকার অভিযোগ।‘সব নথি না থাকায় থানায় দেখা করতে বলেন ওসি ট্রাফিক। থানায় এসে ওসি ট্রাফিকের উপর সঙ্গী-সহ কনস্টেবল চড়াও।’ধূপগুড়ি থানার ওসি ট্রাফিকের উপর চড়াও হওয়ার ভিডিও ভাইরাল।ধূপগুড়ি থানার ঘটনা নিয়ে বিভাগীয় তদন্ত হবে: অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)।এব্যাপারে অভিযুক্ত কনস্টেবলের কোনও প্রতিক্রিয়া মেলেনি

West Bengal News Live: চন্দননগরের রানিঘাটে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় পুলিশের অস্থায়ী কিয়স্কের মধ্যে বেড়ধক মার

চন্দননগরের রানিঘাটে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় পুলিশের অস্থায়ী কিয়স্কের মধ্যে বেড়ধক মার। ভাইরাল ভিডিও। মোবাইল ফোন চুরির ঘটনায় ২জনকে আটক করা হয়েছিল। কিন্তু যারা মারধর করে, তারা কেউ পুলিশ নয়। বেসরকারি নিরাপত্তারক্ষী। এব্যাপারে তদন্ত চলছে, এমনই দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। 

WB News Live Updates: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় জখম মৎস্যজীবী

দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ফের সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় জখম এক মৎস্যজীবী। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি তিনি। অন্যদিকে, পাথরপ্রতিমায় লোকালয়ে বাঘ দেখতে পেয়ে আতঙ্কে গ্রামবাসীরা।

West Bengal News Live: বিএসএফের এক্তিয়ার বাড়ানোর সিদ্ধান্তর তীব্র সমালোচনায় অপর্ণা সেন

বিএসএফের এক্তিয়ার বাড়ানোর সিদ্ধান্তর তীব্র সমালোচনায় অপর্ণা সেন। মণিপুরের ধাঁচে বিএসএফের ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে কেন্দ্র। সীমান্তবর্তী এলাকার মানুষের দুর্দশা কেন লাঘব হচ্ছে না, প্রশ্ন পরিচালকের।

WB News Live Updates: করোনা আবহে কাল থেকে চেনা ছন্দে ফিরবে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি

করোনা আবহে কাল থেকে চেনা ছন্দে ফিরবে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। তর আর সইছে না লক্ষ লক্ষ পড়ুয়ার। বিধি মাথায় রেখে স্কুল, কলেজে জোর দেওয়া হয়েছে সচেতনতায়। 

West Bengal News Live: টাউন সভাপতি কে? রাজপুরে তৃণমূলেই মতবিরোধ প্রকাশ্যে

টাউন সভাপতি কে? রাজপুরে তৃণমূলেই মতবিরোধ প্রকাশ্যে। রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি পদকে ঘিরে মতবিরোধ। পার্টি অফিসের দখল নেওয়া নিয়ে বচসা, ধাক্কাধাক্কি। তৃণমূলের ওয়েবসাইটে রাজপুর টাউন সভাপতি হিসেবে আছেন কুহেলী ঘোষ বলে দাবি জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর। যদিও মমতার নির্দেশে শিবনাথ ঘোষই টাউন সভাপতি বলে পাল্টা দাবি বিধায়ক লাভলী মৈত্রের।

WB News Live Updates: বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রের,বামফ্রন্টের বৈঠকে প্রতিবাদ

বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রের, বামফ্রন্টের বৈঠকে প্রতিবাদ।‘রাজ্যের কী অবস্থান, স্পষ্ট করুক সরকার’,জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।‘রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ, মনে করছে বামফ্রন্ট, একযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত’প্রস্তাব বামফ্রন্টের বৈঠকে

West Bengal News Live: রাজ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়ে একদিনে সব ছাত্র-ছাত্রীর ক্লাস নয়

রাজ্যে স্কুলের ধাঁচে ক্লাস নয় কলেজ-বিশ্ববিদ্যালয়ে। ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ে একদিনে সব ছাত্র-ছাত্রীর ক্লাস নয়’।‘লেডি ব্রেবোর্ন কলেজে সপ্তাহে পর্যায়ক্রমে ৩দিন করে ক্লাস’।
‘একাধিক কলেজে সপ্তাহে পর্যায়ক্রমে ২দিন করে ক্লাস’।‘আশুতোষ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজে পর্যায়ক্রমে ২দিন করে ক্লাস’।‘বাসন্তী দেবী কলেজ, বঙ্গবাসী কলেজে পর্যায়ক্রমে ২দিন করে ক্লাস’।‘আশুতোষ কলেজে ক্লাস করতে বাধ্যতামূলক ভ্যাকসিনের ডবল ডোজ’।ভ্যাকসিনের ন্যূনতম একটি ডোজ আবশ্যিক স্কটিশ চার্চ, বঙ্গবাসী কলেজে।বিভাগের উপরেই রুটিনের ভার ছাড়ল যাদবপুর-প্রেসিডেন্সি।যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত কাল থেকে নবাগতদের ক্লাস নয়।কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে কাল থেকে নবাগতদের ক্লাস নয়।

WB News Live Updates: তৃণমূল সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর

‘উত্তরপ্রদেশ ভোটের পর বোমা ফেলব। গণতন্ত্রের বোমা ফেলব, গণ আন্দোলনের বোমা’,কেশিয়াড়িতে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রের পাঠানো চাল চুরির অভিযোগ,মিড ডে মিলের চাল চুরির অভিযোগ শুভেন্দুর।

West Bengal News Live: বেসরকারি হাসপাতালের এক শ্রেণির চিকিৎসকের স্বাস্থ্যসাথী কার্ডে অনীহার অভিযোগ

বেসরকারি হাসপাতালের এক শ্রেণির চিকিৎসকের স্বাস্থ্যসাথী কার্ডে অনীহা। কনসালট্যান্টদের একাংশের বিরুদ্ধে অনীহার অভিযোগ। ‘স্বাস্থ্যসাথীর আওতায় অস্ত্রোপচারে মেলে কম পারিশ্রমিক’ ‘সেই কারণে স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তিতে অনীহা’ ।এবার এই বিষয়ে কড়া মনোভাব স্বাস্থ্য কমিশনের। ‘এক্ষেত্রে দায় সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের’ মন্তব্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায়ের

WB News Live Updates: পুরভোটের আগে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বাম শিবিরে ভিন্ন মত

পুরভোটের আগে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বাম শিবিরে ভিন্ন মত।জোট নিয়ে সিপিএম-ফরওয়ার্ড ব্লকের দ্বিমত প্রকাশ্যে

West Bengal News Live: ভোট-পরবর্তী সন্ত্রাসের তদন্তে ধর্ষণের চেষ্টার মামলা রুজু করল সিবিআই

ভোট-পরবর্তী সন্ত্রাসের তদন্তে, ধর্ষণের চেষ্টার মামলা রুজু করল সিবিআই। সিবিআই সূত্রে দাবি, মুর্শিদাবাদের নবগ্রামে একটি গণধর্ষণের তদন্তে নেমে এই ঘটনার কথা জানতে পারেন তদন্তকারীরা। এই প্রেক্ষাপটে ধর্ষণের চেষ্টার মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

WB News Live Updates: ক্যাগ-তত্ত্বাবধানে ‘দুর্নীতি’-তদন্ত

মালদার বন্যায় কেন্দ্রের পাঠানো ত্রাণের টাকা নয়ছয়ের অভিযোগে, ক্যাগের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তদন্ত চালিয়ে ১৪ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দিতে হবে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলকে। আমফানের পর ফের এই ত্রাণ-দুর্নীতির অভিযোগ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: পুরভোটে প্রার্থী করতে টাকা চাওয়ার অডিও ক্লিপ নিয়ে বিস্ফোরক অভিযোগ  হ্যামের রাজ্য সভাপতি

 


পুরভোটে প্রার্থী করতে টাকা চাওয়ার অডিও ক্লিপে তোলপাড়। কাটমানি নিয়ে বিস্ফোরক হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতা।‘আমাকেই ফোন করেছিল বিজেপি নেতা প্রীতম সরকার’,অডিও ক্লিপে কথোপকথনের দাবি হ্যামের রাজ্য সভাপতির।‘পলিটিক্যাল ব্রোকারের বিষয়টা আসতেই নেতৃত্বকে জানাই। বিজেপির রাজ্য দফতরে গিয়ে গোটা বিষয়টি জানাই।তদন্ত হলে, পুলিশকে সাহায্য করব, দাবি হ্যামের রাজ্য সভাপতির।এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি প্রীতম সরকারের

WB News Live Updates: হাইকোর্টে পিছোল নন্দীগ্রাম ভোট মামলার শুনানি

হাইকোর্টে পিছোল নন্দীগ্রাম ভোট মামলার শুনানি।১ ডিসেম্বর হাইকোর্টে নন্দীগ্রামে ভোট মামলার শুনানি।লিখিত বক্তব্য পেশের জন্য ৪ সপ্তাহ সময় চাইলেন শুভেন্দুর আইনজীবী।লিখিত বক্তব্য পেশের জন্য শুভেন্দুকে ২ সপ্তাহ সময় দিল হাইকোর্ট।২৯ নভেম্বর হাইকোর্টে লিখিত বক্তব্য পেশের নির্দেশ।

West Bengal News Live: কাল থেকে ফের খুলছে স্কুল-কলেজ, কলম কিংবা ফুলে স্কুলে ছাত্র-ছাত্রীদের অভ্যর্থনা

করোনাকালে কাল থেকে ফের খুলছে স্কুল-কলেজ।কাল কলম কিংবা ফুলে স্কুলে ছাত্র-ছাত্রীদের অভ্যর্থনা।‘বহুদিন পরে স্কুলে আসবে পড়ুয়ারা, তৈরি করতে হবে পরিবেশ’
রাজ্য সরকারের নির্দেশ মেনে স্কুলে স্কুলে শুরু প্রস্তুতি।বেসরকারি স্কুলেও ফুল দিয়ে পড়ুয়াদের অভ্যর্থনার প্রস্তুতি

WB News Live Updates: দমদমে স্থায়ী ভাবে ম্যানহোল মেরামত করল পূর্ত দফতর

এবিপি আনন্দের খবর সম্প্রচারের পর, দমদমে স্থায়ী ভাবে ম্যানহোল মেরামত করল পূর্ত দফতর। ঢেকে দেওয়া হয়েছে ঘাতক ম্যানহোলটি। শুক্রবার রাতে ওই ম্যান হোলে পড়েই মৃত্যু হয় অটোচালক রঞ্জন সাহার।

West Bengal News Live: ভগবানপুরে বিজেপি নেতা খুনের ঘটনায়  গ্রেফতার ৩

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি নেতা খুনের ঘটনায়  গ্রেফতার ৩। ৩৩জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দলীয় নেতা খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানায় বিজেপি। মৃত্যু নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেশ কয়েকজন স্থানীয় নেতার নামে অভিযোগ দায়ের করেছে বিজেপি

WB News Live Updates: কফিনবন্দি হয়ে রাজ্যে ফিরলেন মণিপুরে নিহত বাঙালি জওয়ান

কফিনবন্দি হয়ে রাজ্যে ফিরলেন মণিপুরে নিহত বাঙালি জওয়ান। আজ সকালে বায়ুসেনার বিমানে পানাগড়ে পৌঁছয় অসম রাইফেলসের জওয়ান শ্যামল দাসের দেহ। শ্রদ্ধা জানানোর পর, সড়কপথে দেহ নিয়ে যাওয়া হল মুর্শিদাবাদের খড়গ্রামে। শেষশ্রদ্ধা জানাতে মানুষের ঢল।

West Bengal News Live: আগামীকাল থেকে খুলতে চলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, সল্টলেকের স্কুলগুলিতে চলছে চূড়ান্ত প্রস্তুতি

সরকারি নির্দেশ মেনে আগামীকাল থেকে খুলতে চলেছে স্কুল।তার আগে সল্টলেকের স্কুলগুলিতে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ।ক্লাসরুমগুলিকে স্যানিটাইজ করা হচ্ছে।
সোশ্যাল ডিসট্যান্স মেনে ছাত্রদের বসার ব্যবস্থাও করা হচ্ছে।আবর্জনা পরিষ্কার করে স্কুলের চতুর্দিকে ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার।

WB News Live Updates:বর্ধমানের রায়নায় ব্যবসায়ী খুনে ধৃত ভাড়াটে খুনি

বর্ধমানের রায়নায় ব্যবসায়ী খুনে ধৃত ভাড়াটে খুনি। পুলিশ সূত্রে খবর, বাসে করে ভিনরাজ্যে পালানোর ছক কষেছিল ভাড়াটে খুনি জাভেদ ওরফে জ্যাঙ্গো। খবর পেয়ে দু’দিন ধরে ধর্মতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নজরদারি চালায় বর্ধমান জেলা পুলিশ। সেই মতো গতকাল রাতে বাবুঘাট থেকে বিহারগামী বাসে ওঠার পর, পাকড়াও করা হয় ওই ভাড়াটে খুনিকে। এর আগে এই খুনে গ্রেফতার হয় সুপারি কিলার রিকি ও তার সঙ্গী। গত ২২ অক্টোবর, রায়নায় গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে খুন হন বড়বাজারের ব্যবসায়ী, হাওড়ার বাসিন্দা সব্যসাচী মণ্ডল। 

West Bengal News Live: চাকরি প্রার্থীদের সিঙ্গুর থেকে নবান্ন অভিযান কর্মসূচিতে ধুন্ধুমার

চাকরি প্রার্থীদের সিঙ্গুর থেকে নবান্ন অভিযান কর্মসূচি। এসএসসির চাকরি প্রার্থীদের নবান্ন অভিযোন কর্মসূচি। অনুমতি না থাকায় সিঙ্গুরে ট্রেন থেকে নামতেই আটকে দেওয়া হয়। সিঙ্গুর স্টেশনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরি প্রার্থীদের। 

WB News Live Updates: প্রশাসনিক বৈঠকে মহিলা জনপ্রতিনিধিদের সশরীরে হাজিরার নির্দেশ ঘিরে বাদুড়িয়ায় রাজনৈতিক তরজা

প্রশাসনিক বৈঠকে মহিলা জনপ্রতিনিধিদের সশরীরে হাজিরার নির্দেশ ঘিরে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় রাজনৈতিক তরজা। বাদুড়িয়ার বিডিও সম্প্রতি নির্দেশিকা জারি করেন। নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে গ্রাম সংসদ থেকে শুরু করে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সভা অথবা প্রশাসনিক বৈঠকে সশরীরে উপস্থিত থাকতে হবে মহিলা জনপ্রতিনিধিদের। পাঠানো যাবে না স্বামী অথবা পুত্রকে। এই নির্দেশিকা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিডিও-র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শাসকদল। নিয়ম আছে, কিন্তু তা কার্যকর করা আদৌ সম্ভব? প্রশ্ন গেরুয়া শিবিরের।

West Bengal News Live: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার ৩

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার ৩। ৩১জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দলীয় নেতা খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানায় বিজেপি। মৃত্যু নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করেছে তৃণমূল।

WB News Live Updates: মালদা-মুর্শিদাবাদের বন্যায় কেন্দ্রীয় ত্রাণের টাকায় দুর্নীতির অভিযোগ

২০১৭ সালে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি পরিবারের জন্য ৭০ হাজার টাকা বরাদ্দ হয়। অভিযোগ প্রকৃত ক্ষতিগ্রস্তরা অনেকেই টাকা পাননি। .একই ব্যক্তির অ্যাকাউন্টে অনেকবার টাকা ঢোকার অভিযোগ উঠেছে। জনস্বার্থ মামলা করা হয় হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতেই নির্দেশ। 

West Bengal News Live: মালদা-মুর্শিদাবাদের বন্যায় কেন্দ্রীয় ত্রাণের টাকায় দুর্নীতির অভিযোগ

মালদা-মুর্শিদাবাদের বন্যায় কেন্দ্রীয় ত্রাণের টাকায় দুর্নীতির অভিযোগ। সিএজি-কে তদন্তের নির্দেশ হাইকোর্টের। কেন্দ্রের নজরদারিতে তদন্ত করবে রাজ্যের সিএজি। রাজ্যকে সবরকম সহযোগিতা করতে হবে। ১৪ ফেব্রুয়ারি রিপোর্ট পেশ করতে হবে। 

WB News Live Updates: ভোট-পরবর্তী সন্ত্রাসের তদন্তে এই প্রথম ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা রুজু করল সিবিআই

ভোট-পরবর্তী সন্ত্রাসের তদন্তে এই প্রথম ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা রুজু করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গত ১০ মে, মুর্শিদাবাদের নবগ্রামে একটি গণধর্ষণের মামলা হয়। ওইদিনই দায়ের হয় ধর্ষণের চেষ্টার আরেকটি অভিযোগ। সিবিআইয়ের দাবি, তদন্তে নেমে তারা জানতে পারে, ওই ঘটনায় নির্যাতিতা একাধিকবার অভিযোগ করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তাই ওই ঘটনায় নতুন করে মামলা রুজু করল সিবিআই। ওই সময় কেন এফআইআর দায়ের করা হয়নি, তা জানতে চাওয়া হবে পুলিশের কাছে। খবর সিবিআই সূত্রে।

West Bengal News Live: হাইকোর্টে নন্দীগ্রাম মামলা পিছোতে আবেদন শুভেন্দু অধিকারীর

হাইকোর্টে নন্দীগ্রাম মামলা পিছোতে আবেদন শুভেন্দু অধিকারীর। আরও সময় চেয়ে আবেদন রাজ্যের বিরোধী দলনেতার। সুপ্রিম কোর্টে এই মামলা বিচারাধীন। সেখানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পিছনো হোক হাইকোর্টের শুনানি। আবেদনে উল্লেখ শুভেন্দু অধিকারীর। আজ দুপুরে এই মামলার শুনানি বিচারপতি শম্পা সরকারের এজলাসে। 

WB News Live Updates: কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার বাঁশদ্রোণী এলাকার কুখ্যাত দুষ্কৃতী নান্টি

কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার বাঁশদ্রোণী এলাকার কুখ্যাত দুষ্কৃতী নান্টি ওরফে বাবলু ঘোষ। হরিদেবপুর, বাঁশদ্রোণী এলাকায় অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার বহু অভিযোগ রয়েছে নান্টির বিরুদ্ধে। 

West Bengal News Live: অবশেষে স্বস্তি, প্রায় ২২ ঘণ্টা পর জঙ্গলে ফিরল দুটি হাতি

অবশেষে স্বস্তি। প্রায় ২২ ঘণ্টা পর, জঙ্গলে ফিরল দুটি হাতি। শনিবার গভীর রাতে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে তারা জলপাইগুড়ি শহরে ঢুকে পড়ে। সরকারি কোভিড হাসপাতালের দেওয়াল ও ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অফিসের গেট ভাঙে। দিনভর দাপিয়ে বেড়ানোর পর আশ্রয় নেয় জলপাইগুড়ি শহরের পবিত্র পাড়া সংলগ্ন জঙ্গলের মধ্যে। সেখানেও একাধিক গাছ ভাঙে দুই গজরাজ। হাতি দেখতে ভিড় জমে যাওয়ায় নামানো হয় র‍্যাফ। ১৪৪ ধারা জারি হয়। আলো জ্বালিয়ে, পটকা ফাটিয়ে হাতিদুটিকে জঙ্গলে ফেরাতে নানারকমভাবে চেষ্টা করেন বন দফতরের কর্মীরা। শেষপর্যন্ত ভোররাতে ৩১ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে বৈকুণ্ঠপুর জঙ্গলে ফিরে যায় হাতি দুটি।  

WB News Live Updates: কল্যাণের পর এবার প্রসূন, রাজীবকে নিয়ে ক্ষোভ প্রকাশ তৃণমূল নেতার

'ওদের দলটাই এমন। তৃণমূল নেতারা তো ব্যবসা করেন, তাই কেউ কাউকে জায়গা ছাড়তে চান না।' কটাক্ষ বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

West Bengal News Live: কল্যাণের পর এবার প্রসূন, রাজীবকে নিয়ে ক্ষোভ প্রকাশ তৃণমূল নেতার

'রাজীব বন্দ্যোপাধ্যায়কে হাওড়ায় ফেরালে তা আমার পক্ষে মেনে নেওয়া কঠিন হবে। ভোটের আগে দলত্যাগীদের ছাড়া যে টিম জেতায়, তাকেই তো সেরা টিম বলে মেনে নেওয়া উচিত।' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার প্রসূন বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন আরেক দলীয় সাংসদ। নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে হাওড়ায় ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: কোচবিহারের তুফানগঞ্জ পুরসভা ধরে রাখতে প্রচার শুরু করে দিল তৃণমূল

কোচবিহারের তুফানগঞ্জ পুরসভা ধরে রাখতে প্রচার শুরু করে দিল তৃণমূল। বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগ করছে স্থানীয় নেতৃত্ব। শাসকদলের দাবি, এবারও তারাই বোর্ড দখল করবে। অন্যদিকে, মানুষ তাদের পাশেই থাকবে বলে পাল্টা দাবি করেছে বিজেপি।

West Bengal News Live: ৭দিন রাতে ৬ ঘণ্টা করে বন্ধ রেলের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম

৭দিন রাতে ৬ ঘণ্টা করে বন্ধ রেলের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম। প্রায় দেড় বছর পর স্পেশালের বদলে ফের চালু হচ্ছে মেল-এক্সপ্রেস ট্রেন। সেই জন্য প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম আপগ্রেড করা প্রয়োজন বলে রেল সূত্রে খবর। পুরনো ছন্দে ফিরতে ২০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন ৬ ঘণ্টা করে বন্ধ থাকবে টিকিট সংরক্ষণ সংক্রান্ত পরিষেবা। বিবৃতি জারি করে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ৭দিন রাত সাড়ে ১১টা থেকে ভোট ৫টা পর্যন্ত টিকিট সংরক্ষণ ও বাতিল করা যাবে না। এমনকী বন্ধ থাকবে পিএনআর নম্বর দিয়ে চেকিংয়ের পদ্ধতিও। তবে দিনের অন্যান্য সময় এই পরিষেবা স্বাভাবিক থাকবে। 

WB News Live Updates: মা উড়ালপুলের পর এবার বিতর্ক দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর নিয়ে

মা উড়ালপুলের পর এবার দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। উত্তর প্রদেশের পর বিমানমন্ত্রকের ট্যুইটে উত্তরাখণ্ডের বিজ্ঞাপনে বাংলার ছবি। আমাদের উন্নয়নকে দেখানো ছাড়া বিজেপির কিছুই নেই, খোঁচা তৃণমূলের। ছবি ইস্যু নয়, উন্নয়নই আসল, পাল্টা দাবি করেছে বিজেপি।

West Bengal News Live: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে এক সপ্তাহের মধ্যে আরও এক বিজেপি নেতা খুন

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে এক সপ্তাহের মধ্যে আরও এক বিজেপি নেতা খুন। পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দলীয় নেতা খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাল বিজেপি। মৃত্যু নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করেছে তৃণমূল।

WB News Live Updates: দুই তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি অধিকর্তার মেয়াদ বাড়াচ্ছে কেন্দ্র

দুই তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি অধিকর্তার মেয়াদ বাড়াচ্ছে কেন্দ্র। কার্যকালের মেয়াদ ৫ বছর পর্যন্ত করতে চেয়ে আনা হল অর্ডিন্যান্স। মিলল রাষ্ট্রপতির সম্মতি। আর কেন্দ্রের এই উদ্যোগকে আক্রমণ করেছে তৃণমূল ও কংগ্রেস।

West Bengal News Live: টাকা নিয়ে পুরভোটে প্রার্থী করার অভিযোগে নিশানায় সুকান্ত মজুমদার

পুরভোটের আগে প্রার্থী পিছু লক্ষ টাকা চাওয়ার অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। টাকা নিয়ে পুরভোটে প্রার্থী করার অভিযোগে তৃণমূলের নিশানায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

প্রেক্ষাপট

পুরভোটের আগে প্রার্থী পিছু লক্ষ টাকা চাওয়ার অভিযোগ ঘিরে তোলপাড়। টাকা নিয়ে পুরভোটে প্রার্থী করার অভিযোগে তৃণমূলের নিশানায় সুকান্ত। 


বীরভূমে পঞ্চায়েতে ভোট কার্যত বিরোধী-শূন্য, কর্মিসভায় ভুল কবুল অনুব্রতর। বললেন, 'পঞ্চায়েত ভোটে ভয়ঙ্কর অন্যায় করেছি। এবার মানুষের রায় নেব।'


মা উড়ালপুলের পর এবার কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। উত্তর প্রদেশের পর বিমানমন্ত্রকের ট্যুইটে উত্তরাখণ্ডের বিজ্ঞাপনে বাংলার ছবি। বিতর্ক শুরু হতেই ট্যুইটে উধাও বিতর্কিত ছবি। বাংলার উন্নয়ন দেখানো ছাড়া বিজেপির কিছু নেই, খোঁচা ফিরহাদের। আধিকারিকদের ভুল, পাল্টা সুকান্ত। 


'তৃণমূল প্রার্থী দেখলেই তাড়া করবে। কাউকে মার্সি নয়।' বিপ্লবের পাশে দাঁড়িয়েই ত্রিপুরার বিজেপি বিধায়কের ফতোয়া। ভয় পেয়েছে, খোঁচা তৃণমূলের। 


পুরভোটের আগে ফের অশান্ত আগরতলা। তৃণমূল প্রার্থীর প্রচারে হামলা। হোটেলেও হুমকির অভিযোগ, থানায় বিক্ষোভ। হোটেলে বাড়ল সুরক্ষা। 


ভগবানপুরে বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ। দেহ নিয়ে বিক্ষোভ। সিবিআই চেয়ে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। নেশা করে মৃত্যু, পাল্টা তৃণমূল।


দমদমে খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু। পুরসভার গাফিলতির মাসুল, পরিবারের সঙ্গে দেখা করে অভিযোগ সুকান্তর। তদন্তের নির্দেশ ফিরহাদের। 


সিবিআই-ইডি অধিকর্তার মেয়াদ বাড়াচ্ছে কেন্দ্র। ২ থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদ চেয়ে আনা হল অর্ডিন্যান্স। মিলল রাষ্ট্রপতির সম্মতি। 


পুলিশের চর সন্দেহে গয়ার চক্রবান্ধায় মাও-হামলা। ৪ গ্রামবাসীকে খুন করে ঝুলিয়ে দিল মাওবাদীরা। ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হল ২টি বাড়ি।


এবার বিহারে সাংবাদিককে অপহরণের পর পুড়িয়ে খুন! ক্লিনিকের বেআইনি কাজ ফাঁস করায় খুন, দাবি পরিবারের। ত্রিকোণ সম্পর্কের শিকার, দাবি পুলিশের। 


স্বাস্থ্যসাথী কার্ডের টাকা ফুরিয়ে গেলেও সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা। জানিয়ে দিল সরকার। তথ্য ভাণ্ডারের জন্যেই কার্ড বাধ্যতামূলক বলে দাবি। 


মঙ্গলবার থেকে খুলছে স্কুল। ধাপে ধাপে সব শ্রেণির ক্লাস শুরু, জানালেন শিক্ষামন্ত্রী। দূষণের জেরে হরিয়ানায় ১৭ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ।


স্পেশালের বদলে ফের চালু হচ্ছে এক্সপ্রেস। প্রযুক্তিগত কারণে ৭দিন রাত সাড়ে ১১টা থেকে ৬ ঘণ্টা বন্ধ বুকিং, পিএনআর দিয়েও চেকিং। 


২১ নভেম্বর ইডেনে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ। আজ থেকেই অনলাইনে মিলবে টিকিট। 


প্রথমবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৮ উইকেটে নিউজিল্যান্ডের হার। হাফ সেঞ্চুরি করে জয়ের নায়ক মিশেল মার্শ-ডেভিড ওয়ার্নার। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.