WB News LIVE Updates: প্রথম দিনে নজরকাড়া উপস্থিতি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে

Get the latest West Bengal News and Live Updates: বিশ্ববিদ্যালয়গুলিতে ৮৫ শতাংশ উপস্থিতি, কলেজে ৭৮ শতাংশ হাজিরা। খোলা স্কুলগুলিতে ৭২ শতাংশ পড়ুয়া-উপস্থিতি, জানাল রাজ্য সরকার।

abp ananda Last Updated: 16 Nov 2021 06:14 PM
West Bengal News Live Updates: পদ নিয়ে মতবিরোধে বদলে গেল তৃণমূল কংগ্রেসে পার্টি অফিসের নাম!

এক পদের দুই দাবিদার। তাকে ঘিরে তৃণমূলের মতবিরোধ প্রকাশ্যে আসার পর বদলে গেল পার্টি অফিসের নাম! দক্ষিণ ২৪ পরগনার রাজপুর টাউন তৃণমূল পার্টি অফিস রাতারাতি বদলে গেল বিধায়কের অফিসে। তা নিয়ে শাসক দলের দুই শিবিরের তরজা চলছেই।

WB News Live Updates: দেগঙ্গায় আইএসএফে ভাঙন

এবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় আইএসএফে ভাঙন। তৃণমূলের দাবি, শতাধিক আইএসএফ কর্মী যোগ দিলেন তাদের দলে। যাঁরা যোগ দিয়েছেন, তাঁরা তাঁদের কর্মী নন বলে দাবি আইএসএফ নেতৃত্বের। আইএসএফের দাবিকে সর্মথন জানিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপিও।

West Bengal News Live Updates: হাওড়া পুর এলাকায় বাড়ছে ডেঙ্গির সংক্রমণ

হাওড়া পুর এলাকায় বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। মোকাবিলায় হাওড়ার বেশ কয়েকজন চিকিৎসকের সঙ্গে বৈঠক করলেন পুর প্রশাসক। চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে পুরসভা।পুরভোটের মুখে পুরসভার এই তৎপরতা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

WB News Live Updates: হাওড়ার জগত্‍বল্লভপুরে মাঠ থেকে উদ্ধার বস্তাবন্দি প্রায় ৭০০ আধার কার্ড

হাওড়ার জগত্‍বল্লভপুরে মাঠ থেকে উদ্ধার হল বস্তাবন্দি প্রায় ৭০০ আধার কার্ড। স্থানীয় পঞ্চায়েত কর্মীরা মাটি খুঁড়ে ওই বস্তা উদ্ধার করেন। পরে তা পুলিশ নিয়ে যায়। হাওড়ায় পুরভোটের আগে এই ঘটনায় শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর।

West Bengal News Live Updates: চন্দননগরে পুলিশের অস্থায়ী কিয়স্কে বেধড়ক মার, গ্রেফতার ২

জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় চন্দননগরে পুলিশের অস্থায়ী কিয়স্কে বেধড়ক মার। ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনার ঝড় ওঠার পর গ্রেফতার করা হয় দু’জনকে। চন্দননগর পুলিশ কমিশনারেটের দাবি, ধৃতরা বেসরকারি নিরাপত্তারক্ষী।

WB News Live Updates: হুগলির চণ্ডীতলায় বাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ

ফের লুঠের উদ্দেশ্যে খুনের অভিযোগ। হুগলির চণ্ডীতলায় বাড়ি থেকে উদ্ধার হল ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। গয়না-সহ মূল্যবান জিনিস লুঠ হয়েছে বলে অভিযোগ স্ত্রীর। কী কারণে খুন, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। 

West Bengal News Live Updates: বিতর্ক পিছু ছাড়ছে না কাঁথির দূরমুঠ দেশপ্রাণ মহাবিদ্যালয়ের

করোনার সঙ্গে লড়াই করার দেড় বছরের বেশি সময় পর কলেজ যদিও বা খুলল, ক্লাসরুম খুলল না! বসার জায়গা না পেয়ে, সারা দিন এদিক ওদিক ঘুরে ফিরতে হল পড়ুয়াদের। মহামারী পরিস্থিতির মধ্যে রাজ্যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনেই এই ছবি ধরা পড়েছে কাঁথির দূরমুঠ দেশপ্রাণ মহাবিদ্যালয়ে।

WB News Live Updates: বড়বাজারের ব্যবসায়ী খুনে বর্ধমান আদালতে আত্মসমর্পণ খুড়তুতো ভাইয়ের

বড়বাজারের ব্যবসায়ী সব্যসাচী মণ্ডলের খুনে বর্ধমান আদালতে আত্মসমর্পণ করলেন ঘটনার মাস্টারমাইন্ড খুড়তুতো ভাই। এর আগে ২ সুপারি কিলার সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই ফেরার ছিলেন নিহতের খুড়তুতো ভাই সোমনাথ মণ্ডল। 

West Bengal News Live Update: ফাঁকা বাড়িতে চুরি রুখতে বিশেষ অ্যাপ আনতে চলেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ

ফাঁকা বাড়িতে চুরি রুখতে বিশেষ অ্যাপ আনতে চলেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। জেলার ৬টি পুরসভা এলাকায় চালু হচ্ছে বিশেষ অ্যাপ। ক’দিনের জন্য বাইরে যাচ্ছেন তা অ্যাপে জানিয়ে রাখলে, আপনার বাড়ির উপর নজরদারি চালাবে পুলিশ।

WB News Live Updates: অকাল বর্ষণে মাথায় হাত পূর্ব বর্ধমানের মেমারির কৃষকদের

অকাল বর্ষণে কোপ পড়েছে ধানের ফলনে। কাদা জমিতে পরবর্তী ফসল ফলানো নিয়েও আশঙ্কায় ভুগছেন পূর্ব বর্ধমানের মেমারির কৃষকরা। সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি করছেন তাঁরা।

West Bengal News Live Updates: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার দলীয় নেতাকে বহিষ্কার করল বিজেপি

পূর্ব বর্ধমানের দাঁইহাটে বিজেপির সভায় মারপিট, বিশৃঙ্খলা। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার দলীয় নেতাকে বহিষ্কার করল বিজেপি। সতর্ক করা হল ১৪ জনকে। যদিও বহিষ্কার মানেন না বলে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন এক নেতা। এই নিয়ে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল।

WB News Live Updates: কোচবিহার শহরে পুরভোট প্রস্তুতির তৎপরতা বাড়াল তৃণমূল কংগ্রেস

কোচবিহার শহরে পুরভোট প্রস্তুতির তৎপরতা বাড়াল তৃণমূল কংগ্রেস। দলীয় ঐক্য বাড়াতে এবার পুরনো নেতা কর্মীদের বাড়ি বাড়ি পৌঁছে জনসংযোগ শুরু করলেন শহর ব্লক সভাপতি। তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

West Bengal News Live Updates: কলেজ খোলার আনন্দে আনা হল ব্যান্ড পার্টি

কলেজ খোলার আনন্দে আনা হল ব্যান্ড পার্টি। চলল আবির খেলা! বীরভূমের রামপুরহাট কলেজে তৃণমূল ছাত্র পরিষদের এমন আয়োজন ঘিরে বেধেছে বিতর্ক। এটাই তৃণমূলের সংস্কৃতি বলে খোঁচা দিয়েছে বামেরা। যদিও অধ্যক্ষের সাফাই, কলেজ চত্বরে এমন কিছু ঘটেনি।

WB News Live Updates: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফিরছে শীতের আমেজ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফিরছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমবে। মঙ্গলবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় ছিল ঘন কুয়াশার দাপট।

West Bengal News Live Updates: কেন ১০ বছর জিটিএ-র ক্যাগ অডিট হয়নি? অমিত মিত্রর জবাব চাইলেন রাজ্যপাল

কেন ১০ বছর জিটিএ-র ক্যাগ অডিট হয়নি? এই নিয়ে প্রশ্ন তুলে এবার অমিত মিত্রর জবাব চাইলেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, দুর্নীতির আখড়া হয়ে উঠেছে জিটিএ। যদিও রাজ্যপালের অভিযোগ গুরুত্ব দিতে চায়নি তৃণমূল। রাজ্যপালের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে বিঁধেছে বিজেপি।

WB News Live Updates: করোনাকালে খুলেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা

করোনাকালে খুলেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। করোনার কথা মাথায় রেখে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও একসঙ্গে হচ্ছে অনলাইন-অফলাইন ক্লাস। কোথাও আবার দূরত্ববিধি মেনে ক্লাসেই প্রার্থনায় অংশ নেয় পড়ুয়ারা।

West Bengal News Live Updates: স্কুল খোলার প্রথম দিনেই ছাত্রের মৃত্যু

স্কুল খোলার প্রথম দিনেই ছাত্রের মৃত্যু। স্নান করতে নেমে ভাগীরথীতে তলিয়ে মৃত্যু হল ছাত্রের। মঙ্গলবার নদিয়ার ফুলিয়ায় ঘটে ঘটনাটি। বয়রা ঘাট থেকে উদ্ধার হয় মৃতদেহ।

WB News Live Updates: করোনাবিধি মেনেই খুলে গেল স্কুল

করোনাকালে খুলেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। করোনার কথা মাথায় রেখে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও একসঙ্গে হচ্ছে অনলাইন-অফলাইন ক্লাস। কোথাও আবার দূরত্ববিধি মেনে ক্লাসেই প্রার্থনায় অংশ নেয় পড়ুয়ারা।

West Bengal News Live Updates: দীর্ঘদিন পর স্কুল এনেও ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে গেলেন অভিভাবকরা

দীর্ঘদিন পর স্কুল এনেও ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে গেলেন অভিভাবকরা। ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বেলটি গিরিবালা বিদ্যাপীঠের। মিড ডে মিলের কারচুপিতে অভিযুক্ত প্রধান শিক্ষক স্কুলে এসে মিড ডে মিলের হিসেব না দিলে পড়ুয়াদের আর স্কুলে পাঠাবেন না, দাবি অভিভাবকদের। বিষয়টি অতিরিক্ত স্কুল পরিদর্শককে জানানো হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত শিক্ষক।

WB News Live Updates: বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ার পর হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ার পর হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল সোনারপুরের এক ব্যক্তির বিরুদ্ধে। জোর করে গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ নিগৃহীতার। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পলাতক অভিযুক্ত। 

West Bengal News Live Updates: চিংড়িঘাটায় দুর্ঘটনা, বাইক আরোহীর মৃত্যু

চিংড়িঘাটায় মর্মান্তিক দুর্ঘটনায় বছর ২১-এর এক বাইক আরোহীর মৃত্যু। সকালে মোটরবাইকে সেক্টর ফাইভের অফিসে যাচ্ছিলেন ২ জন। একটি ট্রাক বেপরোয়া গতিতে তাঁদের মোটরবাইকে পিছন থেকে ধাক্কা মারে। মোটরবাইক আরোহী সাগর বেরাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পলাতক ট্রাকচালক।

WB News Live: বিধানসভায় উদয়ন গুহর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ বিএসএফের

বিধানসভায় উদয়ন গুহর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ বিএসএফের। তল্লাশির নামে মহিলাদের অবাঞ্ছিত স্পর্শের অভিযোগ উদয়নের। ‘বিএসএফ পেশাদার নিরাপত্তাবাহিনী, নিয়ম-নীতি মেনে চলে। একমাত্র বিএসএফের মহিলা রক্ষীরাই মহিলাদের তল্লাশি করেন’, তৃণমূল বিধায়কের অভিযোগ উড়িয়ে দাবি বিএসএফের, খবর এএনআই সূত্রে।

West Bengal News Live: আজ থেকে খুলল জেল বন্দিদের স্কুলও

আজ থেকে খুলল জেল বন্দিদের স্কুলও। রাজ্যে ৫২টি জেলের মধ্যে ২৫টি জেলে স্কুল আছে। আজ থেকে জেলের স্কুলগুলিতে শুরু হল পঠনপাঠন। 

WB News Live: প্রথম দিনে নজরকাড়া উপস্থিতি শিক্ষা প্রতিষ্ঠানে

প্রথম দিনে নজরকাড়া উপস্থিতি শিক্ষা প্রতিষ্ঠানে। বিশ্ববিদ্যালয়গুলিতে ৮৫ শতাংশ উপস্থিতি, কলেজে ৭৮ শতাংশ উপস্থিতি। স্কুলগুলিতে ৭২ শতাংশ পড়ুয়া-উপস্থিতি, জানাল রাজ্য সরকার। 

West Bengal News Live Updates: মানুষকে অকারণে ভয় দেখাব, ঘুষ নেব, এসব চলবে না, পুলিশকে হুমকি মন্ত্রী-পত্নীর

‘মানুষকে অকারণে ভয় দেখাব, ঘুষ নেব, এসব চলবে না। কোলাঘাট ব্রিজের তলায় লাইট বের করে এইসব চলবে না। আমরা ধরতে পারলে প্রতিবাদ করব। যাদের স্ট্যাম্প-প্যাড আছে, তাদের কথা মতো চলতে হবে।’ পাঁশকুড়ার সভা থেকে পুলিশকে হুমকি সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের স্ত্রী তথা কাউন্সিলর সুমনা মহাপাত্রের।

WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় তৃণমূলকর্মী গ্রেফতার

ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় তৃণমূলকর্মী গ্রেফতার। বিজেপি কর্মী রাজু সামন্তকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। জিজ্ঞাসাবাদের পর দেবাশিস হালদারকে গ্রেফতার করল সিবিআই। অভিযুক্তকে তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। ২৯ মে বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুনের অভিযোগ। 

WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় তৃণমূলকর্মী গ্রেফতার

ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় তৃণমূলকর্মী গ্রেফতার। বিজেপি কর্মী রাজু সামন্তকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। জিজ্ঞাসাবাদের পর দেবাশিস হালদারকে গ্রেফতার করল সিবিআই। অভিযুক্তকে তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। ২৯ মে বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুনের অভিযোগ। 

West Bengal News Live Updates: ব্যাখ্যা সন্তোষজনক না হলে সিবিআই তদন্ত হতে পারে, গ্রুপ-ডি নিয়োগ মামলায় এসএসসিকে হুঁশিয়ারি হাইকোর্টের

‘ব্যাখ্যা সন্তোষজনক না হলে সিবিআই তদন্ত হতে পারে’, গ্রুপ-ডি নিয়োগ মামলায় এসএসসিকে হুঁশিয়ারি হাইকোর্টের। স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ। ২০১৬-তে সময়সীমার পরেও নিয়োগের অভিযোগে মামলা। স্কুল সার্ভিস কমিশনের সচিবকে হাইকোর্টে হাজিরার নির্দেশ। 

WB News Live Updates: বাংলার প্রকল্প মডেল করছে অন্যান্য রাজ্য, বললেন মুখ্যমন্ত্রী

‘শুধু বাংলার নামে সমালোচনা কেন, অসম-উত্তরপ্রদেশের দিকে তাকাও। বাংলাই মডেল। বাংলার প্রকল্প মডেল করছে অন্যান্য রাজ্য। রেশন বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া সেবার কাজ। রেশন ডিলারদের লোক নিয়োগ করা সম্ভব নয়। বাংলার নিন্দা করছে বিজেপি, আগে উত্তরপ্রদেশের দিকে নজর দিক। বাংলায় মানবিক সরকার। রেশন দোকানের ডিলার গরিব নয়। একমাত্র বাংলাতেই দুয়ারে রেশন প্রকল্প’, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News Live Updates: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি বিরোধী দলনেতার

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বিধানসভার উল্লেখপর্বে শুভেন্দু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন। তাঁর অভিযোগ, গত কয়েকদিনে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। পূর্ব বর্ধমানের ভাতার, পূর্ব মেদিনীপুরের খেজুরি-তে এসসি-এসটি-দের ওপর হামলা হয়েছে। নারী নির্যাতনের ঘটনা বেড়েছে।  ২ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। কিন্তু সরকার নীরব বলে অভিযোগ বিরোধী দলনেতার। এই প্রসঙ্গেই তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি তোলেন। প্রসঙ্গত, স্বরাষ্ট্র দফতর রয়েছে মুখ্যমন্ত্রীর হাতেই। অথচ সরকার নীরব। 

WB News Live Updates: এখনই পুরভোটের বিজ্ঞপ্তি নয়, আদালতে জানাল রাজ্য নির্বাচন কমিশন

মামলা বিচারাধীন। এখনই পুরভোটের বিজ্ঞপ্তি নয়, আদালতে জানাল রাজ্য নির্বাচন কমিশন। ২৪ তারিখের মধ্যে বক্তব্য জানিয়ে রাজ্য-কমিশন দিক হলফনামা, নির্দেশ হাইকোর্টের।

West Bengal News Live: টিএমসিপি-এসএফআই সংঘাতে উত্তপ্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

টিএমসিপি-এসএফআই সংঘাতে উত্তপ্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। টিএমসিপি-র হেল্প ডেস্ক নিয়ে উত্তপ্ত প্রেসিডেন্সি। এসএফআইয়ের বিরুদ্ধে হেল্প ডেস্ক খুলতে বাধার অভিযোগ। দলের কেউ নয়, সাধারণ পড়ুয়াদের বাধা, দাবি এসএফআইয়ের। টিএমসিপি-এসএফআই স্লোগান, পাল্টা স্লোগান, ধাক্কাধাক্কি। 

WB News Live Updates: বিধানসভায় বিএসএফের এক্তিয়ার-বিরোধী প্রস্তাব পাশ

বিধানসভায় বিএসএফের এক্তিয়ার-বিরোধী প্রস্তাব পাশ। প্রস্তাবের পক্ষে পড়ল ১১২টি ভোট, বিপক্ষে ৬৩টি ভোট। 

West Bengal News Live: বিএসএফের এক্তিয়ার-বিতর্কে উত্তপ্ত বিধানসভা

বিএসএফের এক্তিয়ার-বিতর্কে উত্তপ্ত বিধানসভা। দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ-র মন্তব্যে তোলপাড়। বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর পা ভাঙার হুমকি উদয়নের। ‘পরীক্ষা করার নামে মহিলাদের উত্যক্ত করে বিএসএফ’, বিধানসভায় উদয়ন গুহের অভিযোগে তোলপাড়। দিনহাটার তৃণমূল বিধায়কের মন্তব্যের তীব্র প্রতিবাদ বিজেপির। ৫ মিনিট ধরে তৃণমূল-বিজেপি বচসায় উত্তপ্ত বিধানসভা। ‘এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে হবে’, গন্ডগোল থামিয়ে কড়া বার্তা বিধানসভার অধ্যক্ষের। ‘প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, অপেক্ষা করা উচিত। চিঠির জবাব না আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। এই ধরনের প্রস্তাব আনার কোনও এক্তিয়ারই নেই রাজ্যের। বিএসএফের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা অনুচিত। বিএসএফ দেশ রক্ষা করে, দার্জিলিঙে মুখ্যমন্ত্রীকে বিএসএফই বাঁচিয়েছিল। ৫০ কিমির পরে বদলে এক্তিয়ার বাড়িয়ে ৮০ কিমি করা উচিত’, উদয়নের বিএসএফ-মন্তব্যের তীব্র বিরোধিতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

WB News Live Updates: বন্যাত্রাণের টাকা আত্মসাতের অভিযোগে হুলিয়া জারি মালদার বরুই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে

দুর্গতদের জন্য বন্যাত্রাণের টাকা বরাদ্দ হলেও তা আত্মসাতের অভিযোগে হুলিয়া জারি হল মালদার হরিশ্চন্দ্রপুরের বরুই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে।  ২০১৭ সালে বন্যাত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে শাসক দলের ওই প্রধানের বিরুদ্ধে।  এ নিয়ে থানা পুলিশও হয়। জল গড়ায় আদালত পর্যন্ত। আদালতের নির্দেশে প্রধানের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর।  তারপর থেকে প্রধান ফেরার। অবশেষে আদালতের নির্দেশে প্রধানের বাড়িতে গতকাল হুলিয়ার নোটিস ঝুলিয়ে দিয়ে এসেছে পুলিশ।  তাতে বলা হয়েছে, এক মাসের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে নোটিসে বলা হয়েছে। 

WB News Live: বহুদিন পরে দেখা হওয়া বন্ধুদের সঙ্গে কেমন করে টিফিন টাইম কাটাচ্ছে পড়ুয়ারা

দীর্ঘদিন পরে খুলেছে স্কুল। কিন্তু মানতে হচ্ছে বিধি-নিষেধ। বহুদিন পরে দেখা হওয়া বন্ধুদের সঙ্গে কেমন করে টিফিন টাইম কাটাচ্ছে পড়ুয়ারা, বালিগঞ্জ শিক্ষা সদন থেকে সেই ছবিই ধরা দিল ক্যামেরায়।

WB News Live Updates: নারদ মামলায় আজ অন্তর্বর্তী জামিন ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের

নারদ মামলায় আজ অন্তর্বর্তী জামিন নিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। আজ সকালে নগর দায়রা আদালতের স্পেশাল ইডি কোর্টে হাজিরা দেন তাঁরা। অন্তর্বর্তী জামিনের আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর হয়েছে। আগামী ২৮ জানুয়ারি ফের এই মামলায় তিন হেভিওয়েটকে আদালতে হাজিরা দিতে হবে।  এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি যে চার্জশিট পেশ করেছে তাতে এই তিনজনের নাম ছাড়াও সুব্রত মুখোপাধ্যায় ও এসএমএইচ মির্জার নাম রয়েছে। এরমধ্যে সম্প্রতি প্রয়াত হয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। মির্জা আগেই অন্তর্বর্তী জামিন নিয়েছেন।   

WB News Live: উত্‍সবের সময়ে রাজ্যকে বিধি পালনে বাড়তি নজরের নির্দেশ হাইকোর্টের

রাজ্যে আগামীদিনে যে সব উত্‍সব হবে, সে ক্ষেত্রে কোভিড বিধি যাতে মেনে চলা হয়, তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। আজ এক জনস্বার্থ মামলার শুনানিতে এই মন্তব্য করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। বলা হয়েছে,  উত্‍সবের সময় বিধি পালনে বাড়তি নজর দিতে হবে সরকারকে।  

WB News Live Updates: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি শুভেন্দুর

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বিধানসভার উল্লেখপর্বে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন। তাঁর অভিযোগ, গত কয়েকদিনে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে।  পূর্ব বর্ধমানের ভাতার, পূর্ব মেদিনীপুরের খেজুরি-তে এসসি-এসটি-দের ওপর হামলা হয়েছে। নারী নির্যাতনের ঘটনা বেড়েছে।  ২ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। কিন্তু সরকার নীরব বলে অভিযোগ বিরোধী দলনেতার।  এই প্রসঙ্গেই তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি তোলেন। প্রসঙ্গত, স্বরাষ্ট্র দফতর রয়েছে মুখ্যমন্ত্রীর হাতেই। 

WB News Live: সল্টলেকে এক মহিলার ওপর অ্যাসিড হামলার ঘটনায় গ্রেফতার প্রাক্তন স্বামীর সঙ্গী

সল্টলেকে এক মহিলার ওপর অ্যাসিড হামলার ঘটনায় গ্রেফতার করা হল আক্রান্তের প্রাক্তন স্বামীর সঙ্গীকে। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) গাইঘাটা (Gaighata) থেকে তাঁকে গ্রেফতার করে বিধাননগর পূর্ব (East Bidhannagar) থানার পুলিশ (Bidhannagar Police)। ঘটনায় অন্যতম অভিযুক্ত মহিলার প্রাক্তন স্বামী এখনও ফেরার। 

WB News Live Updates: আগামী ২ মাসে ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ

আগামী ২ মাসে ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ। আদালতের জট কাটিয়ে এই নিয়োগ করবে রাজ্য। বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
‘জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেকাংশে মতভেদ আছে। ‘এ নিয়ে কেন্দ্রের একতরফা ফতোয়া মানবে না রাজ্য,’ বিধানসভায় এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

WB News Live: এখনই পুরভোটের বিজ্ঞপ্তি জারি করবে না রাজ্য নির্বাচন কমিশন

এখনই পুরভোটের বিজ্ঞপ্তি জারি করবে না রাজ্য নির্বাচন কমিশন। আদালতে জানালেন কমিশনের আইনজীবী। মামলা চলাকালীন বিজ্ঞপ্তি জারি করবে না তারা। রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামার নির্দেশ। নির্বাচন নিয়ে তারা কী ভাবছে তা নিয়ে হলফনামা তলব। আগামী বুধবার পরবর্তী শুনানি। 

WB News Live Updates: BSF’এর কাজের পরিসর বৃদ্ধির বিরোধিতায়, আজ প্রস্তাব আসছে রাজ্য বিধানসভায়

BSF’এর কাজের পরিসর বৃদ্ধির বিরোধিতায়, আজ প্রস্তাব আসছে রাজ্য বিধানসভায়। এই ইস্যুতে রাজ্য সরকারের পাশে থাকার বার্তা দিয়ে, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

WB News Live: সল্টলেকে এক মহিলার ওপর অ্যাসিড হামলার ঘটনায় গ্রেফতার করা হল আক্রান্তের প্রাক্তন স্বামীর সঙ্গীকে

সল্টলেকে এক মহিলার ওপর অ্যাসিড হামলার ঘটনায় গ্রেফতার করা হল আক্রান্তের প্রাক্তন স্বামীর সঙ্গীকে। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে তাঁকে গ্রেফতার করে বিধাননগর পূর্ব থানার। পুলিশ।  ঘটনায় অন্যতম অভিযুক্ত মহিলার প্রাক্তন স্বামী এখনও ফেরার

WB News Live Updates: বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ার পর প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ হবু বরের বিরুদ্ধে

বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ার পর প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ হবু বরের বিরুদ্ধে।  কলকাতার বাসিন্দা ওই তরুণী মডেলিং করেন। সোশাল মিডিয়ায় তাঁর আলাপ হয়  সোনারপুরের ঘাসিয়াড়ার বাসিন্দা অভিজিত্‍ সর্দারের সঙ্গে। অভিজিত্‍ কলকাতার এক পানশালার বার ম্যানেজার। 
অভিযোগ, কয়েক মাস আগে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করেন অভিযুক্ত।  পরে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, তাঁকে জোর করে আটকে রাখা হয়। তারপর গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ।  এরপর তরুণীকে বিয়ে করতে বেঁকে বসেন অভিযুক্ত।  গতকাল তরুণী সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত যুবক পলাতক।

WB News Live: ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে হাওড়া পুরসভা এলাকায়

হাওড়া পুরসভা এলাকায় ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। বেশ কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ডেঙ্গুর প্রকোপ রুখতে আজ হাওড়ার শরৎ সদনে শহরের ৫০ জন চিকিৎসক নিয়ে বিশেষ বৈঠক করেন হাওড়া পুরসভা প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি জানিয়েছেন, এখন থেকে শহরের এই চিকিৎসকদের সঙ্গে পুরসভা যোগাযোগ রেখে কাজ করবে।

WB News Live Updates: শীত শুরুর আগেই জেলায় জেলায় কুয়াশার দাপট

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই ঘন কুয়াশা।  জাতীয় ও রাজ্য সড়কে কুয়াশার কারণে সকালের দিকে গাড়ি ধীর গতিতে চলে।  খনি অঞ্চলেও একই অবস্থা।  আসানসোলেও  ঘন কুয়াশার কারণে সকাল ৮টাতেও সূর্যের আলোর দেখা মেলেনি। পুরুলিয়ার রঘুনাথপুর, বান্দোয়ান, বাঘমুন্ডিতেও ভোর থেকেই ঘন কুয়াশা।

WB News Live: দেড়মাস ধরে হাবড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ১১টি পরিবারের ঠিকানা মডার্ন হাইস্কুল

দেড়মাস ধরে হাবড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ১১টি পরিবারের ঠিকানা মডার্ন হাইস্কুল। স্কুল খুললে, এবার কোথায় যাবেন? সেই ভাবনায় অস্থির স্কুলে আশ্রয় নেওয়া দুর্গতরা। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে,  স্কুলে পর্যাপ্ত জায়গা রয়েছে, থাকার অসুবিধে হবে না।

WB News Live Updates: অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনা

অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনা। মালদার ইংলিশ বাজারের বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর। হাসপাতাল কর্মীদের মারধরের অভিযোগ
ভাঙচুর-মারধরের অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম শামিমা খাতুন। গতকাল সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। রাতেই মৃত্যু হয় ওই মহিলার

WB News Live: দীর্ঘদিন বাদে আজ খুলল স্কুল

দীর্ঘদিন বাদে আজ খুলল স্কুল। তবে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হল। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, নবম ও একাদশের ক্লাস শুরু হবে সকাল ১০টায়। দশম ও দ্বাদশের ক্লাস সকাল ১১টায় শুরু হবে।  ক্লাস শুরুর আধঘণ্টা আগে স্কুলে হাজির হতে হবে পড়ুয়াদের।  সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পাশাপাশি আজ খুলল বেসরকারি স্কুলও। তবে, ক্যালকাটা গালর্স, ডন বস্কো, ডিপিএস রুবি পার্ক, ফিউচার ফাউন্ডেশন মতো বহু স্কুলে আজ শুধু নবম ও একাদশ শ্রেণির ক্লাস শুরু হল। সাউথ পয়েন্টে ক্লাস শুরু হল শুধু দশমের। যদিও লা মার্টিনিয়ার, বালিগঞ্জ শিক্ষা সদনের মতো স্কুলে নবম থেকে দ্বাদশ পর্যন্তই ক্লাস হবে।

WB News Live Updates: স্কুলের মত পড়ুয়াদের রোজ ক্লাস নয় কলেজে

স্কুলের মত পড়ুয়াদের রোজ ক্লাস নয় কলেজে। একজন পড়ুয়ার সপ্তাহে ৩ দিন ক্লাস লেডি ব্রেবোর্ন, বেথুন ও স্কটিশচার্জ কলেজে। সপ্তাহে ২দিন ক্লাস আশুতোষ, বঙ্গবাসী, সুরেন্দ্রনাথ, বাসন্তীদেবীর মতো কলেজগুলোতে। আপাতত আসছে না যাদবপুর, স্কটিশচার্চ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের নবাগতরা। বঙ্গবাসীতে জেনারেলের নয়, শুধু অনার্সের ক্লাস শুরু হচ্ছে। ক্লাস করতে আশুতোষে ডবল ভ্যাকসিনের শংসাপত্র বাধ্যতামূলক। নূন্যতম একটি ডোজের ভ্যাকসিন সার্টিফিকেট ক্লাস করতে লাগবে স্কটিশ চার্চ ও বঙ্গবাসীর মতো কলেজ গুলোতে। তবে, কবে, কাদের ক্লাস তা সংশ্লিষ্ট বিভাগের হাতেই ছেড়েছে প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়।

WB News Live: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালের উদ্দেশে কড়া বার্তা দিল রাজ্য স্বাস্থ্য কমিশন

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালের উদ্দেশে কড়া বার্তা দিল রাজ্য স্বাস্থ্য কমিশন। কার্ড থাকলে ফেরানো যাবে না রোগীকে। দায়িত্ব নিতে হবে হাসপাতালকে। জানালেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান।

WB News Live Updates: রাজ্যে ব্রুসেলোসিসে আক্রান্ত আরও চারজন

রাজ্যে ব্রুসেলোসিসে আক্রান্ত আরও চারজন। আক্রান্তরা মুর্শিদাবাদের বাসিন্দা। তাঁদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। বেসরকারি সূত্রে দাবি, গবাদি পশুদের ভ্যাকসিন দিতে গিয়ে শরীরে সূচ ফুটে এখনও পর্যন্ত  ১৮ জন ব্রুসেলোসিসে আক্রান্ত হয়েছেন।

WB News Live: খুলল স্কুল, বালিগঞ্জ শিক্ষা সদনে সকাল সকাল ব্যস্ততা

বালিগঞ্জ শিক্ষা সদনে আজ সকাল সাড়ে ৭ টাতেই দেখা যায়, একে একে স্কুল বাস বেরোচ্ছে পড়ুয়াদের আনতে।  স্যানিটাইজেশনের কাজও সারা। সকাল সকালই স্কুলে চলে আসেন কর্মীরা

WB News Live Updates: চিংড়িঘাটায় মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ বছরের যুবকের মৃত্যু

চিংড়িঘাটায় মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ বছরের যুবকের মৃত্যু। পুলিশ সূত্রে খবর, মোটরবাইকের পিছনে বসে কসবা থেকে রুবি হয়ে সেক্টর ফাইভ যাচ্ছিলেন সাগর পাল নামে ওই যুবক।  চিংড়িঘাটার কাছে নির্মীয়মাণ মেট্রো স্টেশনের নীচে সঙ্কীর্ণ রাস্তায় দ্রুতগতিতে আসা একটি ট্রাক মোটরবাইকে ধাক্কা মারে। ধাক্কার কারণে ওই যুবক অনেকটা দূরে ছিটকে পড়েন। মাথা থেকে হেলমেট খুলে যায়।  ফুটপাথের ধারে ছিটকে পড়ে মাথায় আঘাত লাগে।  বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করেন।  মোটরবাইক চালক যুবকও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ট্রাকচালক পলাতক

WB News Live: মালদার বন্যায় কেন্দ্রের পাঠানো ত্রাণের টাকা নয়ছয়ের অভিযোগে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

মালদার বন্যায় কেন্দ্রের পাঠানো ত্রাণের টাকা নয়ছয়ের অভিযোগে, ক্যাগের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তদন্ত চালিয়ে ১৪ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দিতে হবে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলকে। আমফানের পর ফের এই ত্রাণ-দুর্নীতির অভিযোগ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রেক্ষাপট

কলকাতা: করোনাকালে আজ থেকে ফের খুলছে স্কুল। কলম কিংবা ফুল দিয়ে ছাত্রছাত্রীদের অভ্যর্থনার নির্দেশ সরকারের। প্রস্তুতি বেসরকারি স্কুলেও। 


স্কুলের ধাঁচে একদিনে সবার ক্লাস নয় কলেজ-বিশ্ববিদ্যালয়ে। একাধিক স্কুলে পর্যায়ক্রমে ক্লাসের সিদ্ধান্ত। যাদবপুরে আপাতত নয় নবাগতদের ক্লাস। 


ধূপগুড়ি থানা চত্বরেও হোমগার্ডের হাতেই আক্রান্ত ওসি ট্রাফিক। হেলমেট না থাকায় বাইক আটক, নথি আনতে বলায় হামলা। বিভাগীয় তদন্তের নির্দেশ। 


জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় চন্দনগরে পুলিশের অস্থায়ী কিয়স্কে বেধড়ক মার। হামলাকারীরা পুলিশের কেউ নয়, দাবি পুলিশ সূত্রে। 


মালদা-মুর্শিদাবাদে বন্যায় কেন্দ্রের টাকায় দুর্নীতির অভিযোগ। ক্যাগের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ হাইকোর্টের। ১৪ ফেব্রুয়ারির মধ্যে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলকে রিপোর্ট জমার নির্দেশ। 


কাটমানির অডিও ক্লিপে আরও অস্বস্তিতে বিজেপি। লেনদেন বুঝতে পেরে সব জানানোর দাবি সহযোগী দল হ্যামের। (বাইট-প্রীতম ফোন করেছিল। সব জানাই বিজেপি নেতৃত্বকে) 


প্রার্থী করতে টাকা চাওয়ার অডিও ক্লিপের সত্যতা নিয়ে প্রশ্ন সুকান্তর। কার কণ্ঠস্বর, স্পষ্ট নয় বলে দাবি। বিজেপিতেই লেনদেন হয়, কটাক্ষ পার্থর।


নবগ্রামে ভোট-পরবর্তী সন্ত্রাস-তদন্তে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা সিবিআইয়ের। অভিযোগ পাইনি। মেলেনি ভোট-পরবর্তী সন্ত্রাসের চিহ্ন, দাবি পুলিশের। 


ফের উত্তপ্ত ত্রিপুরা। প্রচারে বাধার অভিযোগে এসপি অফিসে মহিলা প্রার্থীর বিক্ষোভ। বের করা হল চ্যাংদোলা করে। গ্রেফতারের পর জামিন। 


মেয়াদ বাড়ল আইবি অধিকর্তারও। ২ বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি স্বরাষ্ট্র-সহ একাধিক সচিবের। জনস্বার্থের দাবি কেন্দ্রের। প্রতিবাদে প্রস্তাব আনছে তৃণমূল। 


বিএসএফ-বিতর্কে আজ বিধানসভায় আসছে বিল। সমর্থন জানিয়ে চিঠি বিমান-অধীরের। মণিপুরের ধাঁচে ক্ষমতা বৃদ্ধির চেষ্টা, আক্রমণে অপর্ণা। কটাক্ষ বিজেপির। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.