West Bengal News Live : গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭২৭, মৃত্যু ৭ জনের

Get the latest West Bengal News and Live Updates : রাজ্যের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে চোখ রাখুন...

abp ananda Last Updated: 21 Nov 2021 09:53 PM
West Bengal News Live: ক্লাবে অনুশীলনের সময়ে মাঠেই মৃত্যু খুদে ফুটবলারের

শ্যামবাজারের ক্লাবে অনুশীলনের সময় মর্মান্তিক পরিণতি। মাঠেই মৃত্যু হল খুদে ফুটবলারের। নাম, সুকদেব সাহা। খান্নার বাসিন্দা সুকদেব স্কটিশ চার্চ স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। শ্যামবাজারের একটি ক্লাবের অনূর্ধ্ব ১৪ দলের সদস্য ছিল সে। পরিবারের অভিযোগ, ক্লাব কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। যদিও, ক্লাব কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছে, অসুস্থ ছিল ওই ফুটবলার। মৃত ফুটবলারের বাড়ির লোকেরা অবশ্য তা খারিজ করে দিয়েছেন। 

WB News Live Updates : ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল,পূর্ব মহিলা থানা চত্বরের মধ্যে ফের আক্রান্ত তৃণমূল

ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। আগরতলা পূর্ব মহিলা থানা চত্বরের মধ্যে ফের আক্রান্ত তৃণমূল। থানা থেকে বেরনোর সময় সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার সময় হামলা। 
সাংবাদিকদের কুণাল ঘোষ সাক্ষাৎকার দেওয়ার সময় হামলা। দুষ্কৃতী হামলায় রক্তাক্ত সাংবাদিক। আগরতলা পূর্ব মহিলা থানার ভিতরেই ছিলেন সায়নী ঘোষ। পরে ত্রিপুরায় মহিলা পুলিশের ঘেরাটোপে থানা থেকে বার করে নিয়ে যাওয়া হয় সায়নীকে। 

West Bengal News Live : গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭২৭, মৃত্যু ৭ জনের

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭২৭, মৃত্যু ৭ জনের।কলকাতায় একদিনে সংক্রমিত ২৩১ জন, মৃত্যু ১ জনের।উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ১৪৭ জন, মৃত্যু ২ জনের

WB News Live Updates : কাল কলকাতা-হাওড়ায় পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে সর্বদল বৈঠক

কাল রাজ্য নির্বাচন কমিশনে সর্বদল বৈঠক। কলকাতা-হাওড়ায় পুরভোট নিয়ে সর্বদল বৈঠক।১০টি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক হবে

West Bengal News Live : জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূল নেতাকে গুলি

জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূল নেতাকে গুলি। তৃণমূলের বুথ সভাপতি মহম্মদ সুলেমানকে গুলি।বাড়ি ফেরার পথে চায়ের দোকানের সামনে হামলা।গুলি লেগেছে মাথায়, দাবি রাজগঞ্জের তৃণমূল বিধায়কের।আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে শিলিগুড়ি।বাইক আরোহী দুষ্কৃতীদের খোঁজে পুলিশের তল্লাশি

WB News Live Updates : রাস্তার কুকুরছানা বস্তাবন্দি করে ভাগাড়ে ফেলে আসার অভিযোগ মহিলার বিরুদ্ধে

হাওড়ার লিলুয়ায় রাস্তার কুকুরছানা বস্তাবন্দি করে ভাগাড়ে ফেলে আসার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার সরব হন প্রতিবেশীরা। অভিযুক্ত মহিলার সাফাই, পথ কুকুরের অত্যাচারে অতিষ্ট হয়ে এই কাজ করেছেন তিনি। স্থানীয় একটি পশুপ্রেমী সংগঠনের সহযোগিতায় মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে কুকুরছানাগুলিকে। অভিযোগ দায়ের হয়েছে থানায়।

West Bengal News Live : অনুমতি না দেওয়ায় কাল ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

 অনুমতি না দেওয়ায় কাল ত্রিপুরা যাচ্ছেন অভিষেক। পদযাত্রা নিয়ে অনিশ্চয়তা, পুলিশের অনুমতি নিয়ে সংশয়। নির্লজ্জ বিপ্লব দেব সরকার। আক্রমণ অভিষেকের। সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, পাল্টা বিজেপি।

WB News Live Updates : আসন্ন পুরভোটের প্রস্তুতি শুরু করল পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা কমিটি

আসন্ন পুরভোটের প্রস্তুতি শুরু করল পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা কমিটি। দুর্গাপুর পুরসভার কাউন্সিলরদের নিয়ে গতকাল বৈঠক করেন জেলা সভাপতি বিধান উপাধ্যায়। সার্বিক উন্নয়নকে সামনে রেখে পুরভোটে লড়াই হবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। তাদের আশ্বাস, পুরভোটে সব দলই প্রার্থী দিতে পারবে।বিজেপির কটাক্ষ, আগেরবার ভোট লুঠ করে ক্ষমতায় এসেছিল তৃণমূল। এবার বিধানসভা ভোটে দুর্গাপুর ও আসানসোলে ফল ভাল হওয়ায় দল আশাবাদী। সিপিএম জানিয়েছে, গত পুর নির্বাচনে ভোট দিতে পারেনি সাধারণ মানুষ। এবার তারা যোগ্য জবাব দেবে।

West Bengal News Live : উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার ২ রোহিঙ্গা

উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার ২ রোহিঙ্গা। উত্তরপ্রদেশ এটিএসের হাতে গ্রেফতার ২ রোহিঙ্গা।রোহিঙ্গা ও বাংলাদেশিদের ভারতে ঢুকতে জাল নথি তৈরির অভিযোগ।
ধৃতদের থেকে উদ্ধার ২ পাসপোর্ট, ৮ আধার কার্ড, ৩ ভোটার কার্ড।ধৃতদের থেকে মায়ানমার সরকারের নথিও উদ্ধার, দাবি উত্তরপ্রদেশ এটিএসের

WB News Live Updates : ত্রিপুরায় অশান্তি, দিল্লি যাচ্ছেন তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল, বসবেন ধর্ণায়

ত্রিপুরায় অশান্তি, দিল্লি যাচ্ছেন তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। আজ রাতেই দিল্লি যাচ্ছেন ১৫ জনের বেশি তৃণমূল সাংসদ।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চাইল তৃণমূল।কাল সকালে দিল্লিতে ধর্নায় বসছেন তৃণমূল সাংসদরা

West Bengal News Live : ত্রিপুরায় তৃণমূলকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে বিজেপি, মন্তব্য সুজনের

এসব করে ত্রিপুরায় তৃণমূলকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে বিজেপি। সায়নী ঘোষকে গ্রেফতার সম্পর্কে মন্তব্য সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর।

WB News Live Updates : আগরতলায় গ্রেফতার সায়নী ঘোষ, খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু

আগরতলায় গ্রেফতার সায়নী ঘোষ। খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু। হুমকি, ষড়যন্ত্র, পুলিশের কাজে বাধাদানের ধারাতেও মামলা। চালক গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু সায়নী যা বলেছেন, তার প্রেক্ষিতে গ্রেফতার। জানালেন পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত পুলিশ সুপার। 

West Bengal News Live : দু'দিন নিখোঁজ থাকার পর ভিন রাজ্যের গাড়িচালকের দেহ উদ্ধার করল পুলিশ

দু'দিন নিখোঁজ থাকার পর যশোর রোডের পাশে পুকুর থেকে এক ভিন রাজ্যের গাড়িচালকের দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাথার শেখ। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।  গতকাল রাতে গাইঘাটা থানার দোগাছিয়া এলাকায় একটি পুকুর থেকে তার দেহটি উদ্ধার হয়। 

WB News Live Updates : প্রতিদিন নয়, এবার স্কুলে জোড়-বিজোড়ে ক্লাস

প্রতিদিন নয়, এবার স্কুলে জোড়-বিজোড়ে ক্লাস। দশম ও দ্বাদশের ক্লাস হবে সোম-বুধ-শুক্র।নবম ও একাদশের ক্লাস মঙ্গল ও বৃহস্পতিতে

West Bengal News Live : ত্রিপুরায় প্রার্থীই দিতে পারছে না তৃণমূল, বাইরে থেকে লোক এনে সভা করতে হচ্ছে, কটাক্ষ সুকান্তর

ত্রিপুরায় প্রার্থীই দিতে পারছে না তৃণমূল। বাইরে থেকে লোক এনে সভা করতে হচ্ছে। কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

WB News Live Updates : আগরতলায় গ্রেফতার সায়নী, আজই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলায় গ্রেফতার সায়নী ঘোষ, আজ ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

West Bengal News Live : বালি পুরসভাকে হাওড়া থেকে পৃথকীকরণ নিয়ে সংশোধনী সংক্রান্ত রিপোর্ট চাইলেন রাজ্যপাল

রাজ্যের সঙ্গে ফের সংঘাতের পথে রাজভবন? হাওড়া পুরনিগমের বিধি সংশোধন করে বালি পুরসভাকে আলাদা করার সিদ্ধান্ত। সংশোধনী সংক্রান্ত রিপোর্ট চাইলেন রাজ্যপাল।এই নিয়ে বিধানসভায় কী আলোচনা হয়েছে, তার বিবরণ তলব।অনুমোদনের আগে খতিয়ে দেখার আগ্রহপ্রকাশ রাজভবনের, খবর সূত্রের

WB News Live Updates : সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষকরা যোগ দিলেন তৃণমূলে

সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষকরা যোগ দিলেন তৃণমূলে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ মিশে গেল শাসক দলে।বিষপানকারী ৫ শিক্ষিকা সহ ২ হাজার শিক্ষিকা যোগ দিলেন।শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে যোগদান।সংগঠনের লক্ষাধিক সদস্যই শাসক দলে, দাবি শিক্ষক সংগঠনের

West Bengal News Live : মালদার হরিশ্চন্দ্রপুরের কুমেদপুর স্টেশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে ধর্নায় তৃণমূল বিধায়ক

এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে ধর্নায় তৃণমূল বিধায়ক। মালদার হরিশ্চন্দ্রপুরের কুমেদপুর স্টেশনে ধর্নায় বিধায়ক।পুরভোটের আগে তৃণমূলের নাটক, কটাক্ষ বিজেপির

WB News Live Updates : আকাশে মেঘ, ফের ঊর্ধ্বমুখী পারদ

 আকাশে মেঘ, ফের ঊর্ধ্বমুখী পারদ। তাপমাত্রা ছাড়াল ২১ ডিগ্রি। সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা। শেষে ফিরবে শীতের আমেজ।

West Bengal News Live : বাঁকুড়ায় কয়েকমাস ধরেই দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল,বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয়দের

বাঁকুড়ায় কয়েকমাস ধরেই দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। জঙ্গল থেকে বেরিয়ে যখন-তখন হানা দিচ্ছে লোকালয়ে। ক্ষতি করছে ফসলের। এই মুহূর্তে সোনামুখী রেঞ্জে রেছে ৫৬টি হাতির দল। ফলে আতঙ্কিত জঙ্গল লাগোয়া বাঁকুড়ার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

WB News Live Updates : সালকিয়ার হোমে গিয়ে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি অগ্নিমিত্রার

সালকিয়ার হোমে গিয়ে বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চা। শিশুদের শারীরিক নির্যাতনের অভিযোগে সালকিয়ায় এই হোমটি গতকালই সিল করে দেয় পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করা না হলে, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্রা পাল। 

WB News Live Updates : ইডেনে জমজমাট সুপার সানডের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা

হেমন্তের আমেজেও শহরে ক্রিকেট-উত্তাপ! দীর্ঘদিন পর সানডে ক্লাসিক! রবিবারের সন্ধেয় ক্রিকেটের নন্দনকাননে ভরপুর ক্রিকেট-বিনোদন। আজ ইডেনে ফিরছে দর্শকও। তৃতীয় টি ২০ ম্যাচে মুখোমুখি ভারত- নিউজিল্যান্ড। সব মিলিয়ে জমজমাট সুপার সানডের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। 

WB News Live Updates : অভিযুক্তরা দলের সঙ্গে যুক্ত, দাবি ক্যানিংয়ে নিহত যুব তৃণমূল নেতার স্ত্রীর

অভিযুক্তরা তৃণমূলের সঙ্গে যুক্ত। দাবি ক্যানিংয়ে নিহত যুব তৃণমূল নেতার স্ত্রীর। যদিও তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের দাবি, অভিযুক্তদের সঙ্গে দলের যোগ নেই।

WB News Live Updates : হরিশ্চন্দ্রপুরের কুমেদপুর স্টেশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে ধর্নায় বসলেন তৃণমূল বিধায়ক

মালদার হরিশ্চন্দ্রপুরের কুমেদপুর স্টেশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে ধর্নায় বসলেন তৃণমূল বিধায়ক। করোনা পরিস্থিতির আগে এই কুমেদপুর জংশনে দাঁড়াত ৭টি এক্সপ্রেস ট্রেন। এছাড়াও, একাধিক প্যাসেঞ্জার ট্রেন এই স্টেশনে দাঁড়াত। করোনা আবহে কুমেদপুর স্টেশনে থামছে না কোনও ট্রেন। দ্রুত স্টপেজ চালুর দাবিতে ধর্নায় বসেছেন গ্রামবাসীরা। গতকাল প্ল্যাকার্ড নিয়ে প্ল্যাটফর্মে বসে পড়ে বিক্ষোভ দেখান হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। এই নিয়ে দিল্লিতে গিয়ে রেলমন্ত্রকে দরবার করবেন বলে জানিয়েছেন তিনি। বিজেপির কটাক্ষ, পুরভোটের আগে গোটাটাই তৃণমূলের নাটক।

WB News Live Updates : ত্রিপুরায় তৃণমূল নেতাদের হোটেলে হানা পুলিশের, "সায়নী ঘোষকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা"

পুরভোটের আগে ফের উত্তপ্ত ত্রিপুরা। তৃণমূল নেতাদের হোটেলে হানা পুলিশের। সায়নী ঘোষকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে দাবি তৃণমূলের। যদিও থানায় নিয়ে যাওয়ার নোটিস কোথায় বলে প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। পাশাপাশি বিজেপি-কে কটাক্ষ করে তিনি বলেন, এটা বিজেপির দেউলিয়াপনা।

WB News Live Updates : চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ, জলপাইগুড়িতে রাস্তায় বসে বিক্ষোভ বাবার

সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বাবা। জলপাইগুড়ি সদর হাসপাতালের ঘটনা। শিশুর বাবার অভিযোগ, শুক্রবার ভর্তির সময়ে তাঁর স্ত্রীকে কোনও চিকিত্সক দেখেননি। এরপর নার্সদের সহায়তায় তিনি কন্যাসন্তান প্রসব করেন। শিশুর বাবার দাবি, মৃত সন্তান প্রসব হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। চিকিত্সার গাফিলতিতেই মৃত্যু হয়েছে বলে দাবি করে গতকাল হাসপাতালের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান মৃত শিশুর বাবা। এই নিয়ে অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

WB News Live Updates : বেলদায় গ্রেফতার তিন গাঁজা পাচারকারী

খবর পেয়ে তিন গাঁজা পাচারকারীকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা। ওই তিন যুবক খড়্গপুরের বাসিন্দা। তারা বাইকে চড়ে ওড়িশার দিকে যাচ্ছিল ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে।

WB News Live Updates : হরিশ্চন্দ্রপুরে বাংলা-বিহার সীমানায় স্বর্ণ ব্যবসায়ীর চোখে রাসায়নিক ছিটিয়ে টাকা-গয়না লুঠের অভিযোগ

মালদার হরিশ্চন্দ্রপুরে বাংলা-বিহার সীমানায় স্বর্ণ ব্যবসায়ীর চোখে রাসায়নিক ছিটিয়ে টাকা-গয়না লুঠের অভিযোগ। গতকাল রাতে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার। হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিহার থেকে আসা দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অনুমান স্থানীয়দের।

WB News Live Updates : মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চকে ভস্মীভূত তিনতলা বাড়ি

গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চকের একটি তিনতলা বাড়ির ওপরের তলায় আগুন লাগে। স্থানীয়রাই দমকলে খবর দেন। দমকল কর্মীরা এসে বাসিন্দাদের উদ্ধার করেন। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, ভস্মীভূত হয়ে যায় তিনতলাটি। ঘটনাস্থলে যান মেদিনীপুর পুরসভার চেয়ারপার্সন সৌমেন খান। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।

WB News Live Updates : উস্তির বানেশ্বরপুরে মবিল ও কেরোসিন তেলের গুদামে বিধ্বংসী আগুন

দক্ষিণ ২৪ পরগনার উস্তির বানেশ্বরপুরে মবিল ও কেরোসিন তেলের গুদামে বিধ্বংসী আগুন। আজ ভোর ৪টে নাগাদ আগুন ও ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দমকলের একটি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, মবিল ও কেরোসিনের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। বেআইনিভাবে মবিল ও কেরোসিন মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ। গুদামের মালিক পলাতক।

WB News Live Updates : আকাশবাণীর সামনে থেকে টিকিটের কালোবাজারির অভিযোগে গ্রেফতার ১

এবিপি আনন্দের খবরের জের। আকাশবাণীর সামনে থেকে টিকিটের কালোবাজারির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলেন গুন্ডাদমন শাখার আধিকারিকরা। উদ্ধার চারটি টিকিট। রবিবারের ম্যাচ ঘিরে ইডেনে নিশ্ছিদ্র নিরাপত্তা।

WB News Live Updates : ২ কিশোরীকে বাইকে নিয়ে যাওয়ার সময় কান্নায় সন্দেহে, তিলজলায় পাকড়াও অভিযুক্ত

হাত বেঁধে ২ কিশোরীকে বাইকে নিয়ে যাওয়ার সময় কান্নায় সন্দেহে। ধাওয়া করে তিলজলায় হাতেনাতে পাকড়াও। পাচারের চেষ্টা ? তদন্তে পুলিশ। 

WB News Live Updates : সপ্তাহান্তে জমিয়ে শীতের সম্ভাবনা

আকাশে মেঘ বাড়াচ্ছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় আরও কিছুটা ঊর্ধ্বগামী হবে পারদ। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবারে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বুধবার থেকে আবহাওয়ার দ্রুত পরিবর্তন। সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ।

WB News Live Updates : রবিবাসরীয় ম্যাচের আগে ইডেনে আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তা

রবিবাসরীয় ম্যাচের আগে ইডেনে আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তা। তাজ হোটেলে রয়েছে ভারতীয় দল। নিউটাউনের একটি হোটেলে রয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে আজই শেষ ম্যাচ। ম্যাচের জন্য ট্রাফিকের বিশেষ ব্যবস্থা করেছে পুলিশ। বাড়তি ট্রেন চালাচ্ছে মেট্রো রেল।

WB News Live Updates : সোনামুখীর বিজেপি বিধায়ক নিখোঁজ, পোস্টার ঘিরে শোরগোল পাত্রসায়রে

বাঁকুড়ার সোনামুখীর বিজেপি বিধায়ক নিখোঁজ। এমনই পোস্টার ঘিরে শোরগোল পড়ল সোনামুখীর পাত্রসায়রে। নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন বিজেপি বিধায়ক। শাসক দলের পাল্টা দাবি, মানুষ ক্ষুব্ধ হয়ে পোস্টার দিয়েছেন

WB News Live Updates : ক্যানিংয়ের নিকারিঘাটায় বাড়ির সামনেই তৃণমূল নেতাকে গুলি

ক্যানিংয়ের নিকারিঘাটায় বাড়ির সামনেই তৃণমূল নেতাকে গুলি। এসএসকেএমে নিয়ে এলে ভোররাতে মৃত্যু। নিহত অঞ্চল সভাপতির নাম মহরম শেখ। ‘তিনটি বাইকে চেপে ৮-৯ জন দুষ্কৃতী ঘিরে ধরে গুলি চালায়’। মাথায়, পেটে ও কাঁধে গুলি লাগে। মাসতিনেক আগেও হামলা চালানো হয় মহরম শেখের উপর। স্থানীয় দুই দুষ্কৃতী রফিক শেখ ও মিঞা রউফের নেতৃত্বে হামলার অভিযোগ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশর।

প্রেক্ষাপট

পূর্ব বর্ধমানের  (East Burdwan) ভাতারে করোনা (Coronavirus) আক্রান্ত তরুণীর বিয়ে রুখলেন বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিক। তরুণীর বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে সিভিক ভলান্টিয়ার। ঘটনায় পাত্রীর বাবার যুক্তি, মেয়ের উপসর্গ না থাকায় বিয়ে থেকে পিছিয়ে আসেননি তিনি।


রেশন (Ration) পেতে সমস্যায় পড়েছেন বারাসাত ১ নম্বর ব্লকের বাসিন্দারা। এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি। দেড় লক্ষেরও বেশি রেশন কার্ডের (Ration Card) সঙ্গে আধার সংযোগ করা সম্ভব হয়নি। বিজেপির দাবি, রেশন ডিলারদের দুর্নীতির জন্যই এই হেনস্থা। দুর্নীতি-যোগ উড়িয়ে তৃণমূলের দাবি, গাফিলতির দায় ভারপ্রাপ্ত সংস্থার। 


চিংড়িঘাটা উড়ালপুলে (Flyover) একের পর এক দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশের পরেই তত্পর পুলিশ-প্রশাসন। পথচলতি মানুষ, বাসচালকদের সতর্ক করতে মাইক নিয়ে চলল প্রচার। সল্টলেক সেক্টর ফাইভেও বাড়ানো হল নজরদারি। বাস চালক ও কনডাক্টরদের সঠিক জায়গায় বাস থামাতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, বাসের জন্য নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে পরামর্শ দেওয়া হয় যাত্রীদের। সিগনাল অমান্য করে অথবা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া নিয়ে সতর্ক করা হয়। হেডফোন লাগিয়ে রাস্তা পার হতে গিয়ে পুলিশ কর্মীদের হাতে ধরাও পড়েন অনেকে। সেইসমস্ত পথচারীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।


শহরের উঠতি মডেলকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হবু স্বামী। চলতি মাসেই বিয়ে হওয়ার কথা ছিল। অভিযোগ, তার আগেই হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে কলকাতার নামী হোটেলের বার ম্যানেজার অভিজিত্‍ সর্দারের বিরুদ্ধে। মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, জোর করে গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ। সোমবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়। গতকাল বাড়ি থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রেমিককে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, জোর করে গর্ভপাত, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.