West Bengal News Live: ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় বীরভূমে গ্রেফতার ৩

Get the latest West Bengal News and Live Updates: ‘প্রকল্পের সুবিধা না পেয়ে কতজন অভিযোগ করেছেন?’ মামলাকারীকেও হলফনামা দিয়ে জানাতে বলল হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি।

abp ananda Last Updated: 22 Nov 2021 11:50 PM
West Bengal News Live: ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় বীরভূমে গ্রেফতার ৩

ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় বীরভূমে ৩জন গ্রেফতার। বীরভূমের খয়রাশোলের বিজেপি নেতাকে খুনের অভিযোগ। বিজেপি নেতাকে খুনের অভিযোগে তাদের গ্রেফতার করেছে সিবিআই। বিজেপি নেতাকে পিটিয়ে, কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। একটি খুনের মামলায় জামিন পেয়ে বাড়ি ফেরার সময় হয় হামলা।

West Bengal News Live: ক্লাসরুমে গাদাগাদি করে বসে খুদে পড়ুয়ারা, রিপোর্ট তলব কালনার মহকুমাশাসকের

ক্লাসরুমে গাদাগাদি করে বসে খুদে পড়ুয়ারা। মাস্ক নেই তাদের অনেকের মুখেই। সরকারি নির্দেশিকা অমান্য করে বেসরকারি স্কুল চালানোর অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কালনায়। এ ব্যাপারে রিপোর্ট তলব করেছেন কালনার মহকুমাশাসক। পড়ুয়াদের কথা ভেবেই পড়ানো হচ্ছিল, সাফাই প্রধান শিক্ষিকার।

West Bengal News Live: কেন থমকে ছাতনা-মুকুটমণিপুর রেলপ্রকল্প ? বাঁকুড়ার পচিরডাঙা পরিদর্শনে বিজেপি সাংসদ

রেলপথে হবে ছাতনা-মুকুটমণিপুরের মধ্যে। রেলমমন্ত্রী থাকাকালীন ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষিত প্রকল্প আজও হয়নি। রেল প্রকল্প কেন থমকে জানতে সোমবার বাঁকুড়া ১ নম্বর ব্লকের পচিরডাঙায় গেলেন বিজেপি সাংসদ। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: দুর্গাপুরে শিবিরে বসে আবেদনপত্রে সই করলেন বিজেপি বিধায়ক ও কাউন্সিলর

দুর্গাপুরে এবার দুয়ারে বিধায়ক। এলাকার মানুষকে পরিষেবা দিতে শিবিরে বসে আবেদনপত্রে সই করলেন বিজেপি বিধায়ক ও কাউন্সিলর। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। মানুষকে সমস্যায় ফেলে কাছে টানার চেষ্টা, দাবি শাসকদলের।

West Bengal News Live: ১৯ ডিসেম্বরেই পুরভোট হোক কলকাতা ও হাওড়ায়, হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য

১৯ ডিসেম্বরেই পুরভোট হোক কলকাতা ও হাওড়ায়। কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য সরকার। পুরভোট নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন কী ভাবছে, তা হলফনামা দিয়ে জানাতে বলেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যার উত্তরে এদিনে হলফনামায় রাজ্য সরকার জানায়, কলকাতায় কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৫ শতাংশ বাসিন্দা। রাজ্যের মধ্যে যা সর্বোচ্চ। তারপরই রয়েছে হাওড়া, ৫৫ শতাংশ।
তাই প্রথমে এই দুই পুরসভায় ভোট করাতে চায় রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। 

WB News Live Updates: মালদা জেলা পরিষদের ৩ কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল

মালদা জেলা পরিষদের ৩ কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল। তাঁদের দাবি, বিধানসভা ভোটের আগে, এই তিন জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। পাল্টা বিজেপির দাবি, ভোটাভুটি হলেই প্রমাণ হবে, বেশিরভাগ সদস্যই আমাদের সঙ্গে আছেন।

West Bengal News Live: এবিপি আনন্দের খবরের জের, অবশেষে বেড পেলেন রোগী

এবিপি আনন্দের খবরের জের, অবশেষে বেড পেলেন রোগী। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরেই এসএসকেএমে ভর্তি।এসএসকেএমের এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভর্তি। ট্রেনে উঠতে গিয়ে শনিবার পায়ে আঘাত, বহরমপুর থেকে রেফার!বেড নেই বলে কলকাতায় রোগীকে রেফারের অভিযোগ।‘পায়ে ব্যান্ডেজ, সঙ্কটজনক রোগীকে ফেরাল ৩ হাসপাতাল,‘এসএসকেএম, এনআরএস, চিত্তরঞ্জন হাসপাতালের প্রত্যাখ্যান, একের পর এক সরকারি হাসপাতাল থেকে প্রত্যাখ্যানের অভিযোগ।রবিবার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সঞ্জীব মণ্ডলকে। একদিনের চিকিৎসা বাবদ ৭০০০০ টাকা বিল মেটায় রোগীর পরিবার। পরে বাধ্য হয়ে ফের এসএসকেএমে ভর্তি করানো হয় রোগীকে। বেড নেই বলে ফের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় এসএসকেএম’।এসএসকেএমের বিরুদ্ধে এমনই অভিযোগ রোগীর পরিবারের

WB News Live Updates: বিভিন্ন দাবিতে আজ রাস্তায় নামলেন বিভিন্ন সরকারি হাসপাতালের কয়েক হাজার নার্স

অন্যান্য সরকারি কর্মীদের মতো সমহারে বেতন ও বদলির নির্দেশের প্রতিবাদে আজ রাস্তায় নামলেন বিভিন্ন সরকারি হাসপাতালের কয়েক হাজার নার্স।  এসএসকেএম থেকে বেরিয়ে রবীন্দ্র সদন মোড়ে কিছুক্ষণ রাস্তা অবরোধও করেন তাঁরা।  এই মহামিছিলের ডাক দিয়েছিল  নার্সেস ইউনিটি।

West Bengal News Live: নদিয়ার শান্তিপুরে রাস্তা থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ

নদিয়ার শান্তিপুরে রাস্তা থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ। আজ সকালে বাবলা গ্রাম পঞ্চায়েতের কন্দখোলা এলাকায় রাস্তার ওপর ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, মাথায় ক্ষতচিহ্ন রয়েছে। খুন, নাকি দুর্ঘটনায় মৃত্যু, খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শান্তিপুরে ভাঙা রাসের শোভাযাত্রা ছিল। তাকে কেন্দ্র করেই কোনও ঘটনা ঘটেছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates: ফের রেফার রোগের জেরে রোগী-হয়রানি

ফের রেফার রোগের জেরে রোগী-হয়রানি। শনিবার ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে পায়ে চোট পান আজিমগড়ের বাসিন্দা।বহরমপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় কলকাতায়।এনআরএস, এসএসকেএম, চিত্তরঞ্জন হাসপাতাল থেকে ফের এসএসকেএম।বেড নেই বলে ৩ সরকারি হাসপাতালে রেফারের অভিযোগ।রবিবার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সঞ্জীব মণ্ডলকে।একদিনের চিকিৎসা বাবদ ৭০০০০ টাকা বিল মেটায় রোগীর পরিবার।পরে বাধ্য হয়ে ফের এসএসকেএমে ভর্তি করানো হয় রোগীকে।‘বেড নেই বলে ফের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় রোগীকে’,এসএসকেএমের বিরুদ্ধে এমনই অভিযোগ রোগীর পরিবারের।খোঁজ নিয়ে দেখছি, প্রতিক্রিয়া এসএসকেএম কর্তৃপক্ষের

West Bengal News Live:এসএফআই- টিএমসিপির স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত প্রেসিডেন্সি

এসএফআই টিএমসিপির স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত প্রেসিডেন্সি।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ।প্রেসিডেন্সির মধ্যে এসএফআইয়ের বিরুদ্ধে পতাকা ছেঁড়ার অভিযোগ টিএমসিপির।প্রতিবাদে গেটের বাইরে স্লোগান টিএমসিপির।পাল্টা গেটের ভিতর থেকে স্লোগান এসএফআইয়ের।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে, আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এমনটাই দাবি টিএমসিপির, অভিযোগ অস্বীকার এসএফআইয়ের

WB News Live Updates: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬১৫, ১৪জনের মৃত্যু

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬১৫, ১৪জনের মৃত্যু। রাজ্যে দৈনিক মৃত্যু-সংক্রমণে শীর্ষে কলকাতা।কলকাতায় একদিনে আক্রান্ত ১৭৩, ৫জনের মৃত্যু।উঃ ২৪ পরগনায় একদিনে ১৩৮জন সংক্রমিত, ৪জনের মৃত্যু।নদিয়ায় একদিনে ২জনের মৃত্যু, ১৮জন সংক্রমিত

West Bengal News Live: নাগেরবাজার ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া স্করপিওর ধাক্কায় মৃত্যু বাইক আরোহী মহিলার

নাগেরবাজার ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা। উল্টো দিক থেকে আসা বেপরোয়া স্করপিওর ধাক্কায় উড়ালপুল থেকে নীচে পড়ে মৃত্যু হল বাইক আরোহী মহিলা! তাঁর স্বামীর অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন স্করপিওর চালক।

WB News Live Updates: চাইলে ১০ মিনিটের মধ্যে গুঁড়িয়ে দিতে পারি বিজেপির পার্টি অফিস, তৃণমূলের সভা থেকে হুঙ্কার স্বপন দেবনাথের

চাইলে ১০ মিনিটের মধ্যে গুঁড়িয়ে দিতে পারি বিজেপির পার্টি অফিস। ত্রিপুরায় হামলার প্রতিবাদে বর্ধমানে তৃণমূলের সভা থেকে হুঙ্কার মন্ত্রী স্বপন দেবনাথের।

West Bengal News Live: বারুইপুরে বিজেপি পার্টি অফিসে তাণ্ডব,তৃণমূলের বিক্ষোভ মিছিল থেকে হামলার অভিযোগ

বারুইপুরে বিজেপি পার্টি অফিসে তাণ্ডব।বিজেপির অফিসের সামনে থাকা বাইক ফেলা হল জলে ।তৃণমূলের বিক্ষোভ মিছিল থেকে হামলার অভিযোগ।সায়নীর গ্রেফতারের প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ।বিজেপি পার্টি অফিসে হামলার অভিযোগ খারিজ তৃণমূল

WB News Live Updates: জোর করে ভোট করানো যাবে না, করলেই জেলে, হুঁশিয়ারি সৌগতর

 জোর করে ভোট করানো যাবে না। করলেই জেলে, হুঁশিয়ারি সৌগতর। তৃণমূলে কে কার কথা শোনে! ওঁর কথাই বা কে শুনবে? কটাক্ষ অর্জুনের

West Bengal News Live: ত্রিপুরায় হামলার প্রতিবাদে কলকাতায় মিছিল তৃণমূলের

ত্রিপুরায় হামলার প্রতিবাদে কলকাতায় মিছিল তৃণমূলের। অ্যাকাডেমি থেকে গাঁধী মূর্তির পাদদেশ পর্যন্ত অরূপ বিশ্বাসের নেতৃত্বে মিছিলে টালিগঞ্জের কলাকুশলীরা।

WB News Live Updates: কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে সর্বদল বৈঠক

রাজ্য নির্বাচন কমিশনে সর্বদল বৈঠক। কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে সর্বদল বৈঠক।বৈঠকে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।তৃণমূলের তরফে বৈঠকে যোগ দিলেন তাপস রায়, দেবাশিস কুমার।বৈঠকে বিজেপির অর্জুন সিংহ, সিপিএমের রবীন দেব, কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায়।১৯ তারিখ কলকাতা-হাওড়ায় পুরভোট চেয়ে হাইকোর্টে হলফনামা কমিশনের।রাজনৈতিক দলগুলির মতামত শুনছে কমিশন

West Bengal News Live: স্কুলে গ্রুপ-ডি নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

স্কুলে গ্রুপ-ডি নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। সিবিআইয়ের অধিকর্তাকে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

WB News Live Updates: গ্রুপ-ডি কর্মী নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের ভাবনা কলকাতা হাইকোর্টের

স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের ভাবনা কলকাতা হাইকোর্টের।  এই ঘটনায় অবশ্য অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্তের সওয়াল করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

WB News Live Updates: সায়নী ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে কোচবিহার বিজেপির জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ তৃণমূল যুব কংগ্রেসের

ত্রিপুরায় তৃণমূলের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে কোচবিহার বিজেপির জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ তৃণমূল যুব কংগ্রেসের ।

WB News Live Updates: বিজেপির রাজ্যে ভোট হয় না, ভোটের নামে ঘোঁট করে, বিমানবন্দরে বললেন মুখ্যমন্ত্রী

থানায় বসে, পুলিশের সামনে হামলা করা হয়েছে। বিজেপির রাজ্যে ভোট হয় না, ভোটের নামে ঘোঁট করে । আমাদের রাজ্যে তো সবাই এসেছিল আমরা তো বাধা দিইনি। দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে বললেন মুখ্যমন্ত্রী।

WB News Live Updates: বেতন বৈষম্য ও বদলি-সহ একগুচ্ছ দাবিতে রাজ্যজুড়ে নার্সদের বিক্ষোভ,রবীন্দ্র সদনে পথ অবরোধ

বেতন বৈষম্য ও বদলি-সহ একগুচ্ছ দাবিতে রাজ্যজুড়ে নার্সদের বিক্ষোভ। এসএসকেএম থেকে বেরিয়েছে মহামিছিল।রবীন্দ্র সদনে পথ অবরোধ নার্সদের

WB News Live Updates: "মুকুল রায়কে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন", বিধানসভার অধ্যক্ষকে বলল সুপ্রিম কোর্ট

"মুকুল রায়কে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন।" বিধানসভার অধ্যক্ষকে বলল সুপ্রিম কোর্ট। বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দেন মুকুল। মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। এক্তিয়ারে হস্তক্ষেপের অভিযোগে পাল্টা সুপ্রিম কোর্টে মামলা অধ্যক্ষের। মামলার পরবর্তী শুনানি জানুয়ারির তৃতীয় সপ্তাহে। তার মধ্যে সিদ্ধান্ত জানাতে স্পিকারকে অনুরোধ আদালতের...

WB News Live Updates: স্বাস্থ্যসাথী প্রকল্পে মানুষকে কীভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে? হলফনামা দিয়ে জানতে চাইল হাইকোর্ট

স্বাস্থ্যসাথী প্রকল্পে মানুষকে কীভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে? অভিযোগ এলে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? রাজ্যকে হলফনামা দিয়ে জানতে চাইল হাইকোর্ট। 

West Bengal News Live: জঞ্জালমুক্ত করা হচ্ছে সিউড়ি হাসপাতাল

জঞ্জালমুক্ত করা হচ্ছে সিউড়ি হাসপাতাল। গতকাল এবিপি আনন্দে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে জঞ্জালের স্তূপের খবর সম্প্রচারিত হওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। আজ সকাল থেকেই শুরু হয়েছে জঞ্জাল পরিষ্কারের কাজ। জেসিবি ও ট্রাক্টরের সাহায্যে জঞ্জাল তুলে ফেলা হচ্ছে। 

WB News Live Updates: মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

সোমবার সকালে বিজেপির রাজ্য দফতরের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বিপ্লব দেবের সরকারের আমলে বারবার ত্রিপুরা রক্তাক্ত হয়েছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। এই মুহূর্তে ত্রিপুরায় গ্রেফতার সায়নী ঘোষ। যার প্রতিবাদে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা।

West Bengal News Live: বৃহস্পতিবার থেকে টোকেন ফিরছে মেট্রোয়

মেট্রোয় ফিরছে টোকেন। বৃহস্পতিবার থেকে টোকেন ফিরছে মেট্রোয়। করোনাকালে শুধু স্মার্ট কার্ডেই ছিল যাতায়াত। সূত্রের খবর রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০-র মার্চে বন্ধ হয়ে যায় টোকেন ব্যবহার। 

WB News Live Updates: সায়নী ঘোষকে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের

ত্রিপুরায় সায়নী ঘোষকে গ্রেফতারের প্রতিবাদে, বাঁকুড়ার মেজিয়ায় ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের। মিনিট কুড়ি অবরোধ চলার পর, পুলিশ এসে অবরোধকারীদের তুলে দেয়।

West Bengal News Live: ক্যানিংয়ে যুব তৃণমূল নেতা খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত

ক্যানিংয়ে যুব তৃণমূল নেতা খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত-সহ ৫ জন।৩ জনকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে বাকিদের খোঁজ চলছে। শনিবার অটোয় চড়ে এসে বাড়ির সামনে যুব তৃণমূলের অঞ্চল সভাপতি মহরম শেখকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। নিহতের পরিবার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করলেও, তা অস্বীকার করে তৃণমূল। 

WB News Live Updates: খড়্গপুরের অস্বাস্থ্যকর পরিবেশের জন্য পুরসভাকে দায়ী করলেন বাসিন্দারা

খড়্গপুর শহরে যত্রতত্র পড়ে আবর্জনা। জঞ্জাল পেরিয়েই করতে হয় যাতায়াত। দুর্গন্ধে টেকা দায়। অস্বাস্থ্যকর পরিবেশের জন্য পুরসভার দিকেই আঙুল তুলেছেন খড়্গপুরের বাসিন্দারা। এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি। খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছেন পুরসভার ভূমিকা নিয়ে। কয়েকশো কোটি টাকা পেয়েও আবর্জনা পরিষ্কারে ব্যবস্থা নেওয়া হয়নি, পুরভোটে এর জবাব দিতে হবে, দাবি বিধায়কের। এই নিয়ে সাধারণ মানুষের ঘাড়েই দায় চাপিয়েছেন খড়গপুর পুরসভার প্রশাসক প্রদীপ সরকার। আগামীদিনে বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

West Bengal News Live: কয়লা পাচারকাণ্ডে অনুপ মাজি, বিনয় মিশ্র, বিকাশ মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত

কয়লা পাচারকাণ্ডে এবার অনুপ মাজি ওরফে লালা, বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। সূত্রের খবর, স্থাবর, অস্থাবর, জমি-অফিস মিলিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ৯ কোটি ২৮ লক্ষ টাকার সম্পত্তি। ইডি সূত্রে খবর, সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। 

WB News Live Updates: সায়নী ঘোষকে গ্রেফতারের প্রতিবাদে রানিগঞ্জে জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের

ত্রিপুরায় সায়নী ঘোষকে গ্রেফতারের প্রতিবাদে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের। আজ সকাল সাড়ে ৮টা থেকে রানিগঞ্জের জে কে নগর মোড়ে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। আধঘণ্টার অবরোধে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।

West Bengal News Live: একইদিনে বেহালা, ঠাকুরপুকুরে জোড়া হামলা

একইদিনে বেহালা, ঠাকুরপুকুরে জোড়া হামলা। সন্ধে সাড়ে ৭টা নাগাদ প্রথম ঘটনাটি ঘটে বেহালার বামাচরণ রায় রোডে। অভিযোগ, পরিচিত যুবক মা ও মেয়ের ওপর রড ও ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। এরপরের ঘটনা ঘটে ঠাকুরপুকুরের আনন্দনগরে। রাত সাড়ে ৯টা নাগাদ বাজার সেরে ফেরার পথে, দম্পতির ওপর ছুরি নিয়ে হামলার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে।

WB News Live Updates: বাজার করে বাড়ি ফেরার পথে আক্রান্ত স্বামী-স্ত্রী

আহত দম্পতিকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারী যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। 

West Bengal News Live: বাজার করে বাড়ি ফেরার পথে আক্রান্ত স্বামী-স্ত্রী

বাজার করে বাড়ি ফেরার পথে আক্রান্ত স্বামী-স্ত্রী। ঠাকুরপুকুরের আনন্দনগরের ঘটনা। ধারাল অস্ত্র দিয়ে স্বামী-স্ত্রীর মুখে আঘাত করার অভিযোগ। স্থানীয় মানুষরা রক্তাক্ত দম্পতিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। হামলাকারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

WB News Live Updates: পর্যটন বিকাশে নিজেদের উদ্যোগে লেক সংস্কার কালিম্পংয়ের সামথার গ্রামবাসীদের

পাহাড়ে পর্যটনের বিকাশে গ্রামবাসীদের উদ্যোগ। কালিম্পংয়ের সামথার গ্রামে নিজেদের উদ্যোগে লেক সংস্কার করলেন এলাকার বাসিন্দারা। সামথার লেককে পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তোলার কাজে সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক। 

West Bengal News Live: সোমবার সকালে ত্রিপুরা রওনা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

পুরভোটের আগে অশান্ত ত্রিপুরা। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার তৃণমূলের সায়নী ঘোষ। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাইল তৃণমূল। সকালে ত্রিপুরা রওনা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

WB News Live Updates: এবার রাজগঞ্জে তৃণমূলের বুথ সভাপতিকে গুলি

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের পর জলপাইগুড়ির রাজগঞ্জ। এবার তৃণমূলের বুথ সভাপতিকে গুলি। নিহত তৃণমূল নেতার নাম মহম্মদ সুলেমান। 

West Bengal News Live: এবার স্কুলে জোড়-বিজোড়ে ক্লাস

এবার স্কুলে জোড়-বিজোড়ে ক্লাস। দশম ও দ্বাদশের ক্লাস সোম-বুধ-শুক্র, নবম-একাদশের ক্লাস মঙ্গল-বৃহস্পতিবার। সকাল ১০.৫০ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত ক্লাসের সময়সীমা।

প্রেক্ষাপট

আগরতলা (Agartala) পূর্ব মহিলা থানায় সায়নী (Saayoni Ghosh) থাকাকালীন ফের আক্রান্ত তৃণমূল (TMC)। কুণাল ঘোষ এবিপি আনন্দকে সাক্ষাৎকার দেওয়ার সময় হামলা, রক্তাক্ত সাংবাদিক। থানা থেকে সরানো হল সায়নীকে। হোটেলে হানা পুলিশের (Tripura Police)। সায়নীকে জিজ্ঞাসাবাদের সময় আগরতলা পূর্ব মহিলা থানায় তাণ্ডব। হেলমেটধারীদের হামলা, ইটবৃষ্টি, একাধিক গাড়িতে ভাঙচুর। মাথা ফাটল তৃণমূল কর্মীর। আগরতলায় খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার তৃণমূলের সায়নী ঘোষ। বিজেপির দলদাস পুলিশ, আক্রমণ কুণালের। সঠিক পদক্ষেপ, পাল্টা ত্রিপুরা বিজেপি।


আজ ত্রিপুরা যাচ্ছেন অভিষেক। পদযাত্রা নিয়ে অনিশ্চয়তা, পুলিশের অনুমতি নিয়ে সংশয়। নির্লজ্জ বিপ্লব দেব সরকার। আক্রমণ অভিষেকের। সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, পাল্টা বিজেপি। পুরভোটের আগে অশান্ত ত্রিপুরা, দিল্লি গেলেন ১৫ জন তৃণমূল সাংসদ। ‍অমিত শাহের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাইল তৃণমূল। আজ সকালে দিল্লিতে ধর্না। আজ আগরতলায় ব্রাত্য।


সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষকরাই তৃণমূলে। বিষপানকারী পাঁচ শিক্ষিকা সহ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ মিশে গেল শাসক দলে।


ক্যানিংয়ে বাড়ির সামনে যুব তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি। এসএসকেএমে মৃত্যু। এফআইআরে নাম থাকা এগারো জনের মধ্যে গ্রেফতার ৩, অধরা মূল অভিযুক্ত।


মূল অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতির ঘনিষ্ঠ, দাবি পরিবারের। আইন আইনের পথে চলব, প্রতিক্রিয়া শৈবাল লাহিড়ির। নেপথ্যে বিজেপি, দাবি শওকতের। তৃণমূলের কোন্দলের জের, পাল্টা সুকান্ত।


এবার জলপাইগুড়িতে তৃণমূলের বুথ সভাপতিকে গুলি। মাথায় লেগেছে গুলি, দাবি রাজগঞ্জের তৃণমূল বিধায়কের। বাইক আরোহী দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি।


হোমে শিশু নির্যাতনের অভিযোগ। শালকিয়ায় বিক্ষোভ বিজেপির। নেপথ্যে আরও বড় মাথা। গ্রেফতার না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি।


আজ রাজ্য নির্বাচন কমিশনে কলকাতা-হাওড়ার পুরভোট নিয়ে সর্বদল বৈঠক। ১০টি রাজনৈতিক দলকে নিয়ে হবে বৈঠক, রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর।


ফের শাসকের সঙ্গে সংঘাতের পথে রাজভবন ? বিএসএফ বিতর্কের পর এবার হাওড়া পুর নিগম। বিল সংশোধনের যাবতীয় তথ্য তলব রাজ্যপালের। এক্তিয়ার জানা নেই, পাল্টা সৌগত।


এবার স্কুলে জোড়-বিজোড়ে ক্লাস। দশম ও দ্বাদশের ক্লাস সোম-বুধ-শুক্র, নবম-একাদশের ক্লাস মঙ্গল-বৃহস্পতিবার। সকাল ১০.৫০ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত ক্লাসের সময়সীমা।


বুধবার কৃষি আইন প্রত্যাহারের বিষয়ে ছাড়পত্র দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা, সূত্রের খবর। আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন, জানাল কৃষক মোর্চা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.