West Bengal News Live : ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, খোয়াই থানার ১ কিলোমিটারের মধ্যেই সুবল ভৌমিকের গাড়িতে হামলা
রাজ্যের বিভিন্ন প্রান্তের খবরের প্রতি মুহূর্তের আপডেটে নজর রাখুন।
এগিয়ে আসছে দুর্গাপুজো। করোনা আবহেও বুকে বাজছে আশার আগমনী বার্তা। কোভিড-সতর্কতা মেনে ৭৫ম বছরের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিলেন বালিগঞ্জের ২১ পল্লির পুজো উদ্যোক্তারা। স্থানীয় বিধায়কের উপস্থিতিতে আজই হল খুঁটিপুজো।
ত্রিপুরায় দলীয় নেতানেত্রীদের জামিনের পর বিপ্লব দেবকে নিশানা অভিষেকের। ত্রিপুরায় গ্রেফতার হওয়া তৃণমূল কর্মীরা জামিন পেয়েছেন। আমি তাঁদের কলকাতায় নিয়ে যাচ্ছি।
প্রত্যেকেই গুরুতর আহত, তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আপনি চেষ্টা করে যান, কিন্তু আপনার শক্তি ফুরিয়ে যাবে। বিপ্লব দেবকে উদ্দেশ্য করে ট্যুইট অভিষেক। বন্দ্যোপাধ্যায়
প্রকাশ্যে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল প্রধানের ছেলে। নদিয়ার কালীগঞ্জের এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। খেলনা বন্দুক বলে দাবি করেছে পুলিশ। তৃণমূল নেতার ছেলে বলেই ছাড়, কটাক্ষ করেছে বিজেপি। থানায় বন্দুক জমা দিয়ে ক্ষমা চেয়েছে ছেলে, সাফাই তৃণমূল প্রধানের।
রবিবার রাজ্যে ফের কমল করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে সংক্রমিত ৬৭৫ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। এই সময়পর্বে সেরে উঠেছেন ৭৬৩ জন।
মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূলের কোন্দল নতুন মাত্রা পেল। দলেরই সাত প্রধানের বিরুদ্ধে মানহানির মামলা করলেন বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানান ৭ প্রধান। সেই প্রেক্ষিতেই এই মামলা।
ঠাকুরপুকুর থানা এলাকায় উদ্ধার কিশোরী। জোর করে গাড়িতে তুলে যৌন নির্যাতন। যৌন নির্যাতনের পর গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ। হরিদেবপুর থেকে গ্রেফতার অভিযুক্ত।
টানা বৃষ্টির জেরে বাঁকুড়ার ছাতনা ব্লকে চামকড়া সেতুর ওপর দিয়ে বইছে গন্ধেশ্বরী নদীর জল। সমস্যায় পড়েছেন কয়েকশো গ্রামবাসী।
ত্রিপুরায় ধৃত ১৪ তৃণমূল নেতা কর্মীকে জামিন দিল আদালত। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিল ত্রিপুরায় খোয়াই আদালত।
ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল। ধৃত তৃণমূল নেতা-নেত্রীদের মুক্তির দাবিতে সেখানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দোলা সেন, ব্রাত্য বসুরা। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা তথাগত রায়। ট্যুইটারে তিনি লিখেছেন, তৃণমূলের ব্যস্ত নেতারা বাংলার জনগণের টাকায় ত্রিপুরায় সমস্যা তৈরি করতে এবং মানুষের নজর কাড়তে ঘুরে বেড়াচ্ছেন। বিমানবন্দর থেকেই তাঁদের ফিরিয়ে দেওয়া উচিত ছিল। ঠিক যেমনটা হিমন্ত বিশ্বশর্মা শিলচর বিমানবন্দরে করেছিলেন। ট্যুইট তথাগত রায়ের।
জল জমার সমস্যা নিয়ে স্থানীয়দের অভিযোগের কথা শুনে মেজাজ হারালেন দিলীপ ঘোষ। এদিন খড়গপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে অসুস্থ দলীয় কর্মীকে দেখে গাড়িতে উঠছিলেন মেদিনীপুরের সাংসদ। স্থানীয় বাসিন্দারা জল জমা নিয়ে প্রশ্ন করায় পাল্টা ক্ষোভ জানিয়ে সাংসদের অভিযোগ, তাঁর তহবিলের টাকা পেয়েও পুরসভা কাজ করেনি। জমা জলের সমস্যা নিয়ে পথ অবরোধ করলে স্থানীয়দের পাশে থাকার আশ্বাস দেন দিলীপ ঘোষ।
ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস। খোয়াই থানার ১ কিলোমিটারের মধ্যেই হামলার অভিযোগ। তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়িতে হামলা। দেবাংশুদের সঙ্গে আদালতে যাওয়ার পথে গাড়ি ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল নেতার।
তৃণমূল নেতা-নেত্রীদের গ্রেফতারি ঘিরে উত্তেজনা ত্রিপুরার খোয়াই থানায়। আগরতলা বিমানবন্দর থেকে খোয়াই থানায় পৌঁছতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। পাশাপাশি, গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। পাল্টা স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। এনিয়ে উত্তেজনা ছড়ায়।
ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর হামলার প্রতিবাদে ক্যানিংয়ে বিক্ষোভ। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের নেতৃত্বে মিছিল করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ক্যানিং বাসস্ট্যান্ড থেকে শুরু হয় মিছিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে ধিক্কার স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
পদত্যাগ করলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি খালেক বিশ্বাস। জিইয়ে রাখলেন তৃণমূলে ফেরার জল্পনা। ২০১৯-এ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন খালেক বিশ্বাস। বিধানসভা নির্বাচনের আগে তাঁকে বিজেপির সংখ্যালঘু মোর্চার বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি করা হয়। পদত্যাগী বিজেপি নেতার দাবি, পদ দেওয়া হলেও, দলে কোনও জায়গা পাননি। সেই কারণেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূলের কটাক্ষ, রাজ্যজুড়ে বিজেপি ছাড়ছে নেতা-কর্মীরা। পদত্যাগের বিষয়টি জানা নেই, খোঁজ নেওয়া হবে, প্রতিক্রিয়া বিজেপি জেলা নেতৃত্বের।
গত কয়েকদিনের বৃষ্টিতে এখনও জলমগ্ন কামারহাটি পুরসভার ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ড। যতীন দাস নগর, আদর্শনগর এলাকায় বহু বাড়িতে জল রয়েছে। রাস্তা, দোকান-বাজারে জল জমে থাকায় সমস্যায় পড়েছেন বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা।
রবিবার সকাল থেকেই শুরু হয়েছে শ্রাবণের ধারাপাত। আগামী দু’-এক ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া থেকে দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দু’য়ের প্রভাবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে আজ বাড়বে বৃষ্টির পরিমাণ। কাল থেকে ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। বুধবার থেকে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।রবিবার সকাল থেকেই কলকাতায় শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি।
কলকাতা থেকে কাঁথিতে ফেরার পথে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর গাড়িতে ট্যাংকারের ধাক্কা মারার অভিযোগ। ঘটনায় সামান্য আঘাত লাগে তাঁর। সাংসদ জানিয়েছে, শনিবার ১১৬বি জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় রাত সাড়ে নটা নাগাদ চণ্ডীপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি ট্যাংকার ওভারটেক করতে গিয়ে তাঁর গাড়িকে ধাক্কা দেয়। চণ্ডীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিত্সার পর বাড়ি ফেরেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কয়েক বছর আগে চণ্ডীপুরেই দিব্যেন্দু অধিকারীর গাড়িতে ধাক্কা মেরেছিল একটি লরি।
পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার হলেন এক পুলিশ কর্মী। এক অভিযুক্তের গ্রেফতার ঘিরে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল সোনারপুরের বেনেবউ এলাকায়। পুলিশ সূত্রে খবর, হান্নান হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। শুক্রবার গ্রেফতার করতে এসআই-সহ পুলিশকর্মীরা বাড়িতে গেলে গা ঢাকা দেয় অভিযুক্ত। অভিযোগ, তার আত্মীয়রা আক্রমণ চালায় পুলিশের ওপর। গুরুতর জখম হন সোনারপুর থানার সাব ইন্সপেক্টর সোমনাথ দাস। আহত হন, বাকি পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়াররা। হামলার ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্তের আত্মীয় এক পুলিশ কর্মী ও এক মহিলা-সহ ৪ জনকে।
ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল। মহামারী আইনে গ্রেফতার করা হল ১১ জন তৃণমূল নেতাকে। গতকাল আক্রান্ত দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ তৃণমূলের ১১ জন নেতা-নেত্রীকে গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ।
আক্রান্ত তৃণমূল কর্মীদের পাশে থাকতে আজ ফের ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্য জুড়ে ভ্যাকসিনের সঙ্কটের মধ্যেই এল আরও টিকা। রাজ্যে এল আরও ৩ লক্ষ ৫৬ হাজার কোভিশিল্ড, ১ লক্ষ কোভ্যাক্সিনের ডোজ। কলকাতা পুরসভা, দঃ ২৪ পরগনা, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এই ভ্যাকসিন বণ্টন করা হবে।
প্রেক্ষাপট
রাজ্য জুড়ে ভ্যাকসিনের সঙ্কটের মধ্যেই এল আরও টিকা। রাজ্যে এল আরও ৩ লক্ষ ৫৬ হাজার কোভিশিল্ড, ১ লক্ষ কোভ্যাক্সিনের ডোজ। কলকাতা পুরসভা, দঃ ২৪ পরগনা, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এই ভ্যাকসিন বণ্টন করা হবে।
এবার পাঁচ টাকায় ডিম-ভাতের ব্যবস্থা হল হলদিয়ায়। মা কিচেন চালু ঘিরে বন্দর শহরে শুরু হয়েছে চাপানউতোর। লোকদেখানো বলে কটাক্ষ করেছে বিজেপি। ইতিবাচক কিছুই দেখে না বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
সন্দেহভাজন JMB জঙ্গি ধরা পড়ার পর হরিদেবপুরে এবার আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্রের হদিশ। চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছে মিলেছে ৮৬টি পাসপোর্ট। ধৃতকে জেরা করেছে কলকাতা পুলিশের এসটিএফ।
রূপনারায়ণের বাঁধ ভেঙে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খানাকুলের ধাননগরী এলাকা। প্রায় ২৫-৩০টা বাড়ি ভেঙে পড়েছে। কোনটা একতলা, কোনটা দোতলা, কোন বাড়ি পুরো উল্টে পড়ে আছে। পাশে বন্দর এলাকাতেও দুর্গা মন্দির, কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। বাঁধের ওপর আশ্রয় নিয়েছে বহু পরিবার। দুর্গতদের অনেকেই উঠেছেন ত্রাণ শিবিরে। এখনও এলাকায় বিদ্যুৎ নেই। পানীয় জল ও খাবারের সঙ্কট রয়েছে বলেও অভিযোগ। খানাকুলের বহু গ্রামে রাস্তার ওপর দিয়ে জল বইছে। যান চলাচল বন্ধ হওয়ায় সমস্যা আরও বেড়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -