West Bengal News Live: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৭১১ জন, মৃত্যু ৫ জনের

Get the latest West Bengal News and Live Updates: একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮৩৫ জন, সক্রিয় রোগীর সংখ্যা কমে ১১ হাজার ১৭১...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Jul 2021 08:29 PM
West Bengal News Live: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৭১১ জন, মৃত্যু ৫ জনের

রাজ্যে কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। রাজ্য স্বাস্থ্য দফতরের শুক্রবারের  প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৭১১ জন। গত ২৪ ঘণ্টাতে বাংলায় মৃত্যু হয়েছে ৫ জনের। একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮৩৫ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে ১১ হাজার ১৭১

WB News Live Updates: কাল থেকে খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ

কাল থেকে খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ঢুকে দেওয়া যাবে পুজো। একসঙ্গে ১০ জন পুণ্যার্থী ঢুকতে পারবেন গর্ভগৃহে। ফুল-মিষ্টি নিয়ে দেওয়া যাবে পুজো। কালীঘাট মন্দির খোলা থাকবে সকাল ৬ থেকে বেলা ১২ পর্যন্ত। বিকেল ৪ থেকে ৭ পর্যন্ত খোলা থাকবে কালীঘাট মন্দির। 

West Bengal News Live: যুব মোর্চায় একনায়কতন্ত্র চালাচ্ছেন সৌমিত্র খাঁ, দিলীপ ঘোষের কাছে জমা পড়ল নালিশ

ফের বিতর্কে যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্রর বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে জমা পড়ল লিখিত অভিযোগ। সূত্রের খবর, অভিযোগে বলা হয়েছে, ‘নতুন দলে আসা মহিলা কর্মীদের বেশি গুরুত্ব দিচ্ছেন সৌমিত্র। যুব মোর্চার পুরনো মহিলা কর্মীদের প্রকাশ্যে সম্মানহানি করা হচ্ছে। ফোনে হুমকি দিচ্ছেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। সৌমিত্রর নেতৃত্বে যুব মোর্চায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। যুব মোর্চায় একনায়কতন্ত্র চালাচ্ছেন সৌমিত্র।’ দিলীপ ঘোষের কাছে নালিশ জানিয়ে চিঠি যুব মোর্চার কর্মীদের একাংশের। অভিযোগ অস্বীকার যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ-র। 

WB News Live Updates: নম্বর বাড়ানোর দাবিতে কোচবিহারের স্কুলে বিক্ষোভ

এবার নম্বর বাড়ানোর দাবিতে কোচবিহারের ভেটাগুড়িতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিক্ষোভ। পথ অবরোধ লাল বাহাদুর শাস্ত্রী হাই স্কুলের ছাত্রদের। প্রধান শিক্ষকের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ। ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ। পড়ুয়াদের অভিযোগ সংসদে জানানোর আশ্বাস স্কুল কর্তৃপক্ষের।

West Bengal News Live: আসানসোলে উচ্চমাধ্যমিকের মার্কশিট না পেয়ে বিক্ষোভ পড়ুয়াদের

উচ্চমাধ্যমিকের মার্কশিট না পেয়ে বিক্ষোভ পড়ুয়াদের। আসানসোলের সালানপুরের আছড়া যজ্ঞেশ্বরী উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ। 
‘১৩৭ জন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ফর্ম সংসদে জমা দেয়নি স্কুল’, যার ফলে অন্যরা মার্কশিট পেলেও তাঁরা পাননি বলে অভিযোগ পড়ুয়াদের। 

WB News Live Updates: পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত মুকুল

চেয়ারম্যান নির্বাচন নিয়ে বিতর্কের মাঝে পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত মুকুল রায়। এদিন বিধানসভায় কমিটির বৈঠক হয়। এই বৈঠকে যোগ দেননি বিজেপি বিধায়করা। মুকুল রায়কে চেয়ারম্যান করার বিরোধিতা করে পিএসি-র বৈঠকে যোগ দেবে না বলে আগেই জানিয়েছিল তারা। 
এর পাশাপাশি, মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়কে দেওয়া পিটিশনের আজ দ্বিতীয় দফার শুনানি শুরু হয়েছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে শুনানিতে উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও একাধিক আইনজীবী। 

West Bengal News Live: ডুলুং নদীর জল বাড়ায় যোগাযোগ  বিচ্ছিন্ন ঝাড়গ্রাম জাম্বনী ব্লক

দুদিনের টানা বৃষ্টিতে বিপযস্ত জনজীবন। একাধিক জায়গায় জল জমে সমস্যায় সাধারন মানুষ। ডুলুং নদীর জল বাড়ায় যোগাযোগ  বিচ্ছিন্ন ঝাড়গ্রাম জাম্বনী ব্লক। জল বাড়তে শুরু করেছে সুবর্ণরেখা, কংসাবতী নদীতে। ঝাড়খণ্ডেও যদি একইভাবে বৃষ্টি চলে তাহলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। টানা বৃষ্টিতে পৌরসভার বেশ কিছু ওয়ার্ডে জল জমেছে। শহরের নিকাশি ব্যবস্থা পুরোপুরি ঠিক না থাকায় জল জমছে বলে অভিযোগ। বৃষ্টি না কমলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। 

WB News Live Updates: দেগঙ্গায় দুই সন্তানকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন গৃহবধূ

দেগঙ্গায় দুই সন্তানকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন গৃহবধূ। গতকাল রাতে দেগঙ্গার গম্ভীর গাজি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। দেড় বছরের মেয়ে ও পাঁচ বছরের ছেলেকে নিয়ে বাড়ির পাশে পুকুরে ঝাঁপ দেন বছর তিরিশের গৃহবধূ। আজ সকালে তিনজনের দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা। মৃতের স্বামীকে গ্রেফতার করেছে দেগঙ্গা থানার পুলিশ।

WB News Live Updates: উপ নির্বাচনের আগে দিনহাটায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল ঘিরে পার্টি অফিস ভাঙচুর, কর্মীদের মারধরের অভিযোগ উঠল

উপ নির্বাচনের আগে দিনহাটায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল ঘিরে পার্টি অফিস ভাঙচুর, কর্মীদের মারধরের অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূল প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে। সম্প্রতি নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন দলীয় সদস্যরা। দল থেকেও প্রধানকে ১০ দিনের মধ্যে পদত্যাগ করতে বলা হয়। অভিযোগ, এরপর গতকাল রাতে নাজিরহাটে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর ও দলীয় কর্মীদের মারধর করেন প্রধান ও তাঁর স্বামীর অনুগামীরা। প্রতিবাদে আজ সকালে এলাকায় বিক্ষোভ দেখায় প্রধানের বিরোধী গোষ্ঠী। যদিও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল প্রধান। >>

WB News Live Updates: গতকাল ধস নামায়, দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-খড়গপুর লাইনে মেরামতির কাজ চলছে

গতকাল ধস নামায়, দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-খড়গপুর লাইনে মেরামতির কাজ চলছে। ওই লাইনে মালগাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গতকাল সকালে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর স্টেশনে ঢোকার মুখে হাওড়া-খড়গপুর লাইনে ধস নামে। অল্পের জন্য রক্ষা পায় একটি মালগাড়ি। ছিঁড়ে যায় ওভারহেড তার। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। 

WB News Live Updates: রোজভ্যালি-মামলায় তদন্তকারী অফিসারদের ভূমিকা নিয়ে ইডির ভিজিল্যান্স বিভাগকে চিঠি পাঠাল সিবিআই

রোজভ্যালি-মামলায় তদন্তকারী অফিসারদের ভূমিকা নিয়ে ইডির ভিজিল্যান্স বিভাগকে চিঠি পাঠাল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তদন্তে জানা যায় ইডি-র তত্কালীন তদন্তকারী অফিসারদের সঙ্গে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু ও তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডুর যোগাযোগ ছিল। ওই অফিসারদের সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়ে ইডি-কে তদন্তের সুপারিশ করেছে সিবিআই। 

WB News Live Updates: বরানগরে রাস্তা যেন নদী, জাল ফেলে চলল মাছ ধরা

বরানগরে রাস্তা যেন নদী। জাল ফেলে চলল মাছ ধরা। বরানগরে প্রশান্তচন্দ্র মহলানবিশ কলেজের সামনে লেকের জল উপচে গোটা এলাকাই জলমগ্ন হয়ে পড়ে। বরানগরে রাস্তা যেন নদী। জাল ফেলে চলল মাছ ধরা। বরানগরে প্রশান্তচন্দ্র মহলানবিশ কলেজের সামনে লেকের জল উপচে গোটা এলাকাই জলমগ্ন হয়ে পড়ে। 

WB News Live Updates: চেতলায় আক্রান্ত তৃণমূল কর্মী, বিজেপি নেতার অনুগামীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ

চেতলায় আক্রান্ত তৃণমূল কর্মী। অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় চেতলা বাজারের কাছে তৃণমূল কর্মী তমাল দাসের উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। মারধরের পাশাপাশি ধারাল অস্ত্র দিয়েও আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে এসএসকেএমের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতা অনির্বাণ চট্টোপাধ্যায়ের অনুগামীরা হামলা চালিয়েছে বলে তৃণমূলের অভিযোগ। বিজেপির প্রতিক্রিয়া মেলেনি। চেতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

WB News Live Updates: পাতিপুকুর আন্ডারপাসে ডুবে গিয়েছে বাস

পাতিপুকুর আন্ডারপাসে ডুবে যায় বাস। লেকটাউন থেকে শ্যামবাজার যাওয়ার পথে, পাতিপুকুর আন্ডারপাসে আটকে পড়ে 47B রুটের বাস। কোনওমতে বাস থেকে নেমে বুক-সমান জল ঠেলে রাস্তায় উঠে পড়েন যাত্রীরা। জল জমে যাওয়ায় পাতিপুকুর আন্ডারপাসের একদিকের লেন দিয়ে যান চলাচল করছে।কাঁকুড়গাছি এলাকায় রাস্তায় জল। চলছে সাঁতার কাটা। 

WB News Live Updates: আজ থেকে কলকাতায় বৃষ্টি কমার সম্ভাবনা

আজ থেকে কলকাতায় বৃষ্টি কমার সম্ভাবনা। তবে পুরুলিয়ায় প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায়। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ উপকূলে তৈরি নিম্নচাপ ক্রমশ এ রাজ্যের পশ্চিমভাগ হয়ে ঝাড়খণ্ড, বিহারের দিকে সরবে। এর জেরে আজও বৃষ্টিতে ভিজবে কলকাতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

WB News Live Updates: রাতভর বৃষ্টিতে জল থৈথৈ হলদিয়া পুর এলাকা

রাতভর বৃষ্টিতে জল থৈথৈ হলদিয়া পুর এলাকা। স্থানীয়দের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষ লকগেট না খোলায়, জল নামেনি। যদিও এই অভিযোগ মানতে চায়নি কর্তৃপক্ষ। অন্যদিকে, জল জমে ভোগান্তি তমলুক হাসপাতাল চত্বরে।

WB News Live Updates: উল্টোডাঙার ক্যানাল ইস্ট রোডে ডালপট্টিতে আগুন, ভস্মীভূত দুটি গুদাম

উল্টোডাঙার ক্যানাল ইস্ট রোডে ডালপট্টিতে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় দুটি গুদাম। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের আরেকটি চালকলে। দমকলের ৭টি ইঞ্জিন ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের। 

WB News Live Updates: টানা বৃষ্টি, জলের তলায় কলকাতার একাংশ

রাতভর ভারী বৃষ্টিতে জলের তলায় কলকাতার একাংশ। আলিপুর আদালতে ২ আইনজীবী-সহ ৩জন জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট।জোড়াবাগানে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু

প্রেক্ষাপট

রাতভর ভারী বৃষ্টিতে জলের তলায় কলকাতার একাংশ। আলিপুর আদালতে ২ আইনজীবী-সহ ৩জন জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট।জোড়াবাগানে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু


দীর্ঘ অপেক্ষাতেও অমিল ভ্যাকসিন। তাই পশ্চিম বর্ধমানের আসানসোল-কুলটির বহু বাসিন্দা ঝাড়খণ্ডের জামতাড়ায় গিয়ে ভ্যাকসিন নিয়ে এসেছেন। তাঁদের দাবি, ভিনরাজ্যে ভ্যাকসিন নিয়ে গিয়ে কোনও সমস্যাতেই পড়তে হয়নি! যথারীতি এই ইস্যু নিয়ে শুরু হয়েছে রাজনীতি।


কোভিড বিধি অগ্রাহ্য করে মাঝরাত পর্যন্ত ভবানীপুরে চলছিল দু’-দুটি হুক্কা বার। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে বার, গ্রেফতার ১০। ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে রুজু হয়েছে মামলা। ২টি বারের মালিকই পলাতক।


বারুইপুরে ওয়েব সিরিজের শ্যুটিংয়ে ‘তাণ্ডব’, অভিযুক্ত গিল্ড।আরও টেকনিশিয়ান নেওয়ার দাবিতে শ্যুটিং বন্ধ করার অভিযোগ।সেটে তাণ্ডব, পরিচালককে বাসে তুলে টালিগঞ্জে আনার অভিযোগ।পরিচালক, সহ পরিচালককে জোর করে বাসে তুলে আনার অভিযোগ।জোর করে টালিগঞ্জে ফেডারেশনের অফিসে আটকে রাখার অভিযোগ।‘গিল্ডের সঙ্গে গণ্ডগোলের অভিযোগ দায়ের হয়েছে’।এফআইআর দায়ের করে তদন্তে বারুইপুর থানার পুলিশ।‘কাউকে আটকে রাখা হয়নি, ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটে গেছে’।জোর করে আটকে রাখার অভিযোগ খারিজ করে দাবি গিল্ডের।


ভুয়ো IPS রাজর্ষি ভট্টাচার্যর গ্রেফতারের ঘটনায় সামনে এল নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, পার্ক স্ট্রিটের অভিজাত হোটেলে নিয়মিত যাতায়াত ছিল রাজর্ষির। সেখানে নিজেকে এনআইএ-র ডিআইজি বলে পরিচয় দেন তিনি। আর্ট পেন্টিং বিক্রির লেনদেনও ওই হোটেলে বসেই হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। এখানে বসেই রাজর্ষি টাকা চেয়ে হুমকি দেন বলে পুলিশের অনুমান। পুলিশ সূত্রে খবর, বেসরকারি নিরাপত্তা এজেন্সি থেকে সশস্ত্র দেহরক্ষী নিয়েছিলেন রাজর্ষি। ওই সংস্থার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।


নিউটাউনে পর্ন চক্রের ঘটনায় এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। চলতি মাসে থানায় অভিযোগ জানান নিউটাউনের বাসিন্দা দুই তরুণী। অভিযোগ, মডেলিংয়ের জন্য ফোটোশ্যুটের প্রস্তাব দিয়ে নিউটাউনের তিনতারা হোটেলে নিয়ে গিয়ে তাঁদের আপত্তিকর ছবি তোলা হয়। এরপর সেই ছবি পর্ন সাইটে ভাইরাল করে দেওয়া হয় বলে অভিযোগ। তদন্ত নেমে দমদম থেকে এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ।


 


 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.