কলকাতা: বিস্তর টানাপোড়েনের মধ্যেও দেশের সেরা বলে ঘোষিত হল পশ্চিমবঙ্গ। বিদ্যা-বুদ্ধিতে বাংলার শিশুরা অন্য বড় রাজ্য়ের থেকে ঢের এগিয়ে রইল (West Bengal Ranks Top)। কারণ বিদ্যালয়ে বুনিয়াদি শিক্ষা এবং গাণিতিক সাক্ষরতার নিরিখে ফের একবার দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল পশ্চিমবঙ্গ (Foundational Literacy And Numeracy Index)। এর আগেও বাংলাই সেরা বলে প্রতিপন্ন হয়, এ বারও সেই জায়গাই ধরে রাখা গেল।
বিদ্যা-বুদ্ধিতে বাংলার শিশুরা অন্য বড় রাজ্য়ের থেকে ঢের এগিয়ে
অনূর্ধ্ব ১০ বছর বয়সি শিশুদের সাক্ষরতা নির্ধারণে মূলত বার্ষিক Foundational Literacy and Numeracy Index প্রকাশিত হয়। বড় রাজ্যগুলিকে নিয়ে ২০২২ সালের যে সূচক তৈরি করা হয়েছে, তাতে শীর্ষে রয়েছে বাংলা। তালিকায় একেবারে নিচে জায়গা হয়েছে উত্তরপ্রদেশের।
অন্য দিকে, ছোট রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে পঞ্জাব। ছোট রাজ্যগুলির মধ্যে তালিকার একেবারে নিচে রয়েছে তেলঙ্গানা। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে পুদুচ্চেরী। সবচেয়ে পিছিয়ে রয়েছে লাদাখ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায় FOUNDATIONAL LITERACY AND NUMERACY INDEX-এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আয়োজিত ‘দ্য ইন্ডিয়া ডায়লগ’ সম্মেলনে এই রিপোর্ট প্রকাশিত হয়। তাতেই বাংলার অনূর্ধ্ব ১০ বছর বয়সি ছেলেমেয়েরা এগিয়ে রয়েছে। তাতে ৫৪.৫৮ শতাংশ নম্বর পেয়েছে বাংলা।
আরও পড়ুন: Pulwama Militant Attack: ফের অশান্ত কাশ্মীর উপত্যকা, জঙ্গি হামলায় নিহত কাশ্মীরি পণ্ডিত
ট্যুইটারে বাংলার এই সাফল্য তুলে ধরেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লেখেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে আর একটি পালক। খোদ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সংসদ এবং ইনস্টিটিউট ফর কমপিটিটিভনেস, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্য়ালয় প্রকাশিত রিপোর্টে ৫৪.৫৮ পেয়ে দেশের সমস্ত বড় রাজ্যের মধ্যে বিদ্যালয়ে বুনিয়াদি শিক্ষা এবং গাণিতিক সাক্ষরতার দিক থেকে পশ্চিমবঙ্গ প্রথম’।
ছোট রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে পঞ্জাব, একেবারে নিচে তেলঙ্গানা
শিক্ষার পরিকাঠামো, শিক্ষার সহজলভ্যতা, প্রাথমিক স্বাস্থ্য, শিক্ষার মান, পরিচালনা-সহ অন্য একাধিক মাপকাঠি অনুযায়ী এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে বাংলার মুখ্যমন্ত্রীকেই কৃতিত্ব দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য। এ নিয়ে বিজেপি-কে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এত করেও বাংলাকে দমিয়ে রাখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
Education Loan Information:
Calculate Education Loan EMI